
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট

সমাজের সবচেয়ে খারাপ নারী হিসেবে চিহ্নিত হয়েছি আমি

চিত্রনায়ক জসীমের ছেলে কণ্ঠশিল্পী রাতুল আর নেই

রেসিপি কনটেস্টে মিষ্টি জান্নাত

মুক্তির ৭ দিনের মাথায় পাইরেসি হওয়া সেই ‘তাণ্ডব’ এবার ওটিটিতে

ভারতে নিষিদ্ধ হলো ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম

পাকিস্তানে টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু
‘এমন পরিণতি আমাকে সব সময়ই ব্যথিত করে’

ঢালিউডে এক সময়ের ব্যস্ত নায়িকা ছিলেন অপু বিশ্বাস। তবে বর্তমানে সিনেমায় খুব একটা দেখা যায় না। তার এখনকার ব্যস্ততা বিভিন্ন প্রতিষ্ঠানের ফটোশুট, প্রচারণা ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। তবে একটা সময় এ নায়িকা সিনেমার শুটিং নিয়ে এফডিসিতে কাটাতেন দিনের বেশির ভাগ সময়। তখন এফডিসির প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা সিনেমার শুটিং, ডাবিং ফ্লোরে ডাবিং, ঝরনা স্পটে গানের দৃশ্য, সমিতিগুলোর অফিসে তারকাদের গল্প আড্ডায় মেতে থাকত এফডিসি।
তবে এখন আর সেই চিত্র নেই বললেই চলে। এফডিসিতে শুটিংয়ের সেসব দিনগুলোর স্মৃতিচারণ করেন নায়িকা অপু বিশ্বাস। হতাশা নিয়ে তিনি বলেন, ‘আমরা যারা অভিনয় করি, সবার জন্য এফডিসি হচ্ছে একটি পবিত্র স্থান। বিশেষ করে এ জায়গা
থেকেই আমার জন্ম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে জায়গাটি আর আগের মতো নেই। এখন এটি হয়ে গেছে ব্যক্তি রেষারেষির জায়গা। দেশের সিনেমার এ আঁতুড়ঘরের এমন পরিণতি আমাকে সব সময়ই ব্যথিত করে। এটি একটি শিল্পচর্চার স্থান। এখান থেকে দেশের অভিনয়ের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই এ জায়গাটি সুন্দর হওয়া জরুরি।’ প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছায়াবৃক্ষ’।
থেকেই আমার জন্ম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে জায়গাটি আর আগের মতো নেই। এখন এটি হয়ে গেছে ব্যক্তি রেষারেষির জায়গা। দেশের সিনেমার এ আঁতুড়ঘরের এমন পরিণতি আমাকে সব সময়ই ব্যথিত করে। এটি একটি শিল্পচর্চার স্থান। এখান থেকে দেশের অভিনয়ের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই এ জায়গাটি সুন্দর হওয়া জরুরি।’ প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছায়াবৃক্ষ’।