এবার শীত নামবে কবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫
     ৫:৩৪ অপরাহ্ণ

এবার শীত নামবে কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ | ৫:৩৪ 19 ভিউ
বাংলা পঞ্জিকার পাতায় অগ্রহায়ন আসতে বাকি আরও কয়েকদিন। কার্তিকের এ শেষ লগ্নে একটু একটু করে শীতের আমেজ মিলছে প্রকৃতিতে। সারা দেশের কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশা, সাত সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে- এ যেন জনপদে নেমেছে শীত। মধ্য হেমন্তের প্রকৃতিতে শেষ রাতে হালকা শীতের অনূভুতি হলেও সকাল থেকে মধ্যরাত গরমের অস্বস্তি যেন কাঁটছে না। মাঠের কৃষক কিংবা শ্রমজীবী কিংবা কর্মজীবী মানুষের মনে প্রশ্ন- কবে আসবে শীত, কিংবা এবার প্রকৃতিতেও বা কতটা শীত নামবে। শনিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, তবে গত কয়েক দিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমবে, ফলে গরমের অনুভূতি কিছুটা কমতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, এ সময়ে দিন ও রাতের

তাপমাত্রার পার্থক্যও নির্ধারণ করে দেয় শীতের গতি প্রকৃতি। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এখনো শীতকাল শুরু না হলেও শেষরাত বা ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করছে। যখন দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি বা তারও নিচে নামতে শুরু করে তখনই শীতের অনুভূতি বৃদ্ধি পায়। তখন সাধারণ একে আমরা শীতকাল বলে থাকি। তার মতে, বাংলাদেশে সাধারণত মধ্য নভেম্বর থেকেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে একটু একটু করে শীত নামতে শুরু করে। সে হিসেবে, আর মাত্র কয়েকদিনের মধ্যেই প্রকৃতিতে শীতের আমেজ পাওয়া যাবে বলেও ধারণা দিচ্ছেন আবহাওয়াবিদরা। দেশের উত্তর কিংবা পশ্চিমাঞ্চলের শীতের অনুভূতি একটু একটু বাড়লেও রাজধানী ঢাকায় এখনো গরমের তীব্রতা

দেখা যাচ্ছে। এ ধরনের আবহাওয়ায় জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে মুক্তি পেতে বিশেষ সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কখন শীত অনুভূত হয়? আবহাওয়াবিদরা বলেন, সাধারণত বাংলা পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শেষ দিক থেকে শীতের আমেজ টের পাওয়া যেতে শুরু করে দেশের উত্তর-কিংবা পশ্চিমাঞ্চলে। এছাড়া জলাশয় কিংবা ঘন বন জঙ্গল এলাকায় শীত অনুভূত হতে শুরু করে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই। আবহাওয়াবিদরা বলছেন, এ শীত অনুভূত হলেই তা শীতকালের শুরু নয়। তারা বলছেন, সাধারণত রাতের তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নেমে আসলেই আমরা তাকে শীত বা শীতকাল বলে থাকি। শীতকাল বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া। আবহাওয়াবিদ আবুল কালাম

মল্লিক উদাহরণ দিয়ে বলেন, ধরেন দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি আর রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি বা তার কম হয় তখন বোঝা যাবে শীত চলে এসেছে। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রিরও বেশি হয় সেটি প্রকৃতিতে শীতের বার্তা দেয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। অর্থাৎ ব্যবধান কমপক্ষে ১০ ডিগ্রি না হওয়ার কারণে ঢাকায় শীতের অনুভূতি তেমন একটা পাওয়া যায়নি। ঠিক বিপরীত চিত্র দেখা গেছে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৪ ডিগ্রি। আর সর্বনিম্ন

তাপমাত্রা ছিল ১৮ দশমিক দুই ডিগ্রি। অর্থাৎ সৈয়দপুরের তাপমাত্রার এই পার্থক্য বার্তা দিচ্ছে যে, দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যের এই তারতম্যের কারণে এখনই সেখানে এরই মধ্যে শীত নেমেছে। সারা দেশে শীত নামবে কবে? উত্তরের জেলাগুলোর অনেকগুলোতে দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার চিত্র অনেকটা কাছাকাছি। যে সময়ে সৈয়দপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ডিগ্রি, ঠিক একই সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। সে সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি। শনিবার আবহাওয়া অফিসের বুলেটিনে দেখা গেছে বিগত ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেতুলিয়া। তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, সাধারণত নভেম্বরের মাঝামাঝি

থেকেই প্রান্তিক পর্যায়ে বিশেষ করে শ্রীমঙ্গল কিংবা পঞ্চগড় তেতুলিয়া, রাজারহাট কুড়িগ্রাম কিংবা যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বা সাতক্ষীরা এসব জায়গায় শীতের অনুভূতি শুরু হয়। ওইসব এলাকায় দিন রাতের পার্থক্যের তাপমাত্রার পার্থক্যের কারণে শীতের আগমন স্পষ্ট হলেও ঢাকায় এখনো সেই অনুভূতি তৈরি হয়নি। ঢাকা শহরের বেশিরভাগ বাসা বাড়িতেই রাতে ফ্যান বা এসি চালিয়ে গরমের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। আবহাওয়াবিদরা বলছেন, মধ্য নভেম্বর অর্থাৎ নভেম্বরের ১৫ তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় শীতের আগমন টের পাওয়া যাবে, তবে ঢাকায় সেটি আসতে আরো কিছুটা সময় লাগতে পারে। তবে, যদি আগামী কয়েকদিনে বাতাসের গতিবেগ বেড়ে যায় তখন কিছুটা ঠাণ্ডা পড়তে পারে। এছাড়াও সূর্যের কিরণকাল যদি কমে যায়

অর্থাৎ দিন ছোট হতে থাকে তখনও আস্তে আস্তে শীত বাড়বে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েকদিনের তুলনায় দিনের তাপমাত্রা কমবে, ফলে কমবে গরমের অনুভূতিও। উনো বর্ষা, দুনো শীত? বাংলা বর্ষপঞ্জি অনুসারে আষাঢ়-শ্রাবণ, অর্থাৎ মধ্য জুন থেকে মধ্য অগাস্ট পর্যন্ত বর্ষাকাল চলার কথা। যদিও বর্ষার প্রবণতা থাকে সাধারণত অক্টোবর পর্যন্ত। সাধারণভাবে বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু গত দুই বছর সেভাবে বৃষ্টিপাত হয়নি। কিন্তু এ বছর বাংলাদেশে বৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি। এমনকি নভেম্বরের শুরুতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। আবহাওয়া বিভাগের তথ্যমতে, গত সেপ্টেম্বর অক্টোবরেও ধারাবাহিকভাবে বৃষ্টি হয়েছে মূলত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে। বাংলাদেশের একটি প্রবাদ প্রচলিত আছে ‘উনো বর্ষা, দুনো শীত’। অর্থাৎ যে বছর বর্ষায় বৃষ্টি কম হয়, সে বছর শীতকালে শীত বেশি পড়ে। এ প্রবাদটি কতটা সত্য? আবহাওয়াবিদ মল্লিকের কাছে সেই প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, উনো বা কম বর্ষা হলে রাতের বেলায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তখন রাতের তাপমাত্রা অনেকটা কমে যায়। যে বছর বেশি বর্ষা হয় সে বছর শীত কম পড়ে কারণ তখন মাটিতে আদ্রতা বেশি থাকে। মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। তারমতে, এই প্রবাদটি এমনি এমনি আসেনি। গ্রামীণ বাংলায় স্থানীয় পর্যায়ের মানুষরা নানা দিক বিবেচনায় রেখে যে প্রবাদগুলো তুলেছেন তার সাথে যে বাস্তবতার মিল রয়েছে সেটিকে সত্য মানছেন আবহাওয়াবিদরাও। এদিকে, যেহেতু একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে প্রান্তিক বা ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলে, ফলে এ সময়ে ঋতুবদল সংক্রান্ত অসুস্থতা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন দুই উপদেষ্টার পদত্যাগের দাবি প্রাথমিক শিক্ষকদের এবার শীত নামবে কবে? দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা স্থগিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ৫২২ ঘণ্টা অনশন করলেও কিছু করার নেই— তারেকের উদ্দেশে ইসি সচিব বিএনপি-গণঅধিকারের ৬৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান বাংলাদেশিসহ মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরানো হলো ১ লাখ বাসিন্দাকে যুক্তরাষ্ট্রে বেপরোয়া গাড়ির ধাক্কায় ৪ জনের প্রাণহানি লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩ সর্বদলীয় নির্বাচন ছাড়া সেনা মোতায়েন নয়, আসছে ‘অপারেশন ক্লিনহার্ট ২.০’ ঐতিহাসিক সফর: ৫১ বছর পর চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি যুদ্ধজাহাজ, উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ লর্ড কার্লাইলের গভীর উদ্বেগ: অংশগ্রহণমূলক নির্বাচন ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান আরাকান আর্মির অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে বিজিবির সাথে গোলাগুলি, উত্তেজনা চরমে বাংলাদেশে একতরফা নির্বাচনের ঝুঁকি, মার্কিন হস্তক্ষেপ চাইলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা: পুলিশি পোশাকে নামছে ব্যক্তিগত মিলিশিয়া, মোতায়েন প্রায় ৭ হাজার সদস্য ‘আমি মুফতি ইব্রাহিমের ছাত্র নই, এটি ডাহা মিথ্যাচার’ – ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন ইউনুসের পদত্যাগ ও ‘ক্যাঙ্গারু কোর্ট’ বন্ধের দাবিতে ঢাকা লকডাউনের ডাক, কঠোর হুঁশিয়ারি পঙ্কজ দেবনাথের