
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ

পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব, ‘গুলিতে’ বিএনপি কর্মী নিহত

ভারত এই পরাজয় কখনোই ভুলবে না: শাহবাজ শরিফ

বিএনপি অন্তর্বর্তী সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে: এনসিপি

ডিসেম্বরে নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে: বিএনপি

রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন : মির্জা ফখরুল

যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন তা হতে দেব না
এক-এগারোর পুনরাবৃত্তি হতে দেওয়া ঠিক হবে না: ইকবাল করিম

চলমান রাজনৈতিক টানাপোড়েনকে ইঙ্গিত করে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া বলেছেন, দেশের অপূরণীয় ক্ষতি হবে। আমাদের ১/১১ এর পুনরাবৃত্তি হতে দেওয়া উচিত নয়।
শুক্রবার সকালে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।
ফেসবুক পোস্টে ইকবাল করিম ভূইয়া উল্লেখ করেন, অতীতেও অতিরিক্ত সাংবিধানিক কার্যকলাপে জড়িত থাকায় বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। এই সম্মানিত প্রতিষ্ঠানকে আরো ক্ষতি ও বিতর্কের বিষয় না জানানো মূর্খামি হবে।
পোস্টের নিচে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ১/১১ এর পুনরাবৃত্তি দেখতে চাই না। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভারে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।
প্রসঙ্গত, গত
বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ- অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে ৮ আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকে সরকারকে বেকায়দায় ফেলতে দুষ্কৃতকারীরা একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে উত্তাপ বইছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে কোনো সময় সামরিক শাসন জারি হতে পারে। পদত্যাগ করতে পারেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন গত দুদিনে জোরালো ছিল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাতে ড. ইউনূসের সঙ্গে দেখা করার পর বিবিসি বাংলাকে জানান, ‘স্যার বলছেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা
আমাকে আনছিলে একটা গণ–অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমি তো এভাবে কাজ করতে পারব না।’ তবে শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক পেজে এক পোস্টে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতা প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের জন্য ড. ইউনূসের প্রয়োজন আছে।
বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ- অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে ৮ আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকে সরকারকে বেকায়দায় ফেলতে দুষ্কৃতকারীরা একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে উত্তাপ বইছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে কোনো সময় সামরিক শাসন জারি হতে পারে। পদত্যাগ করতে পারেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন গত দুদিনে জোরালো ছিল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাতে ড. ইউনূসের সঙ্গে দেখা করার পর বিবিসি বাংলাকে জানান, ‘স্যার বলছেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা
আমাকে আনছিলে একটা গণ–অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমি তো এভাবে কাজ করতে পারব না।’ তবে শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক পেজে এক পোস্টে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতা প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের জন্য ড. ইউনূসের প্রয়োজন আছে।