একদিনে দু’বার অলআউট হয়ে ধবলধোলাই টাইগাররা – ইউ এস বাংলা নিউজ




একদিনে দু’বার অলআউট হয়ে ধবলধোলাই টাইগাররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ | ৫:৪৪ 91 ভিউ
মিরপুর টেস্টের পর চট্টগ্রামে সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। চট্টগ্রামে একদিনে দু’বার অলআউট হয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২৭৩ রানে হেরেছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। পরে প্রথম ইনিংসে ১৫৯ ও দ্বিতীয় ইনিংসে ১৪৩ রান করে অলআউট হয় বাংলাদেশ। এতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেট হারিয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

জবাব দিতে নেমে বাংলাদেশ ১৫৯ রানে হারিয়ে ফেলে সবগুলো উইকেট। ৪১৬ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৪৩ রান তুলতে বাংলাদেশ হারিয়ে ফেলেছে চার উইকেট। তৃতীয় দিনের শুরুটা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে করেন মুমিনুল হক। এ দু’জনের ওপরই নির্ভর করছিল বাংলাদেশের শুরুর সময়টা। অধিনায়ক শান্ত অবশ্য তৃতীয় দিনে সাজঘরে ফিরতে সময় নিয়েছেন স্রেফ চার ওভার। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন শান্ত। ১৭ বলে তিনি করেন ৯ রান। টানা অফ ফর্মের সঙ্গে অধিনায়কত্ব ছাড়া ইস্যুতে বেশ চাপেই আছেন শান্ত, সেটি হয়তো আরও বাড়বে এই ইনিংস বা ম্যাচের পর। পরের ওভার করতে

আসেন ড্যান প্যাটারসন। তার তৃতীয় বলে মুখোমুখি হয়ে আউট হয়ে যান মুশফিক। স্কয়ার লেগে দাঁড়ানো টনি ডি জর্জির হাতে তিনি ক্যাচ দেন দুই বল খেলে কোনো রান করার আগেই। রাবাদা নিজের পরের ওভারে এসে তুলে নেন দুই উইকেট। শুরুটা করেন মেহেদী হাসান মিরাজকে দিয়ে। আরও এক ব্যাটার রাবাদার বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৩ বলে ১ রান করেন মিরাজ। কিপিংয়ে ভালো সময় কাটাতে না পারা অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন এরপর এলবিডব্লিউ হন রাবাদার বলে। ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পর ঘরের মাঠে সর্বনিম্ন সংগ্রহে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল বাংলাদেশের। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় ৮৭ রানে

অলআউট হয়েছিল তারা। ২২ বছর পর তেমন কিছুর পুনরাবৃত্তি হতে দেননি তাইজুল ও মুমিনুল। তাদের জুটিতে ভর করে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফেরার পর অবশ্য স্থায়ী হয়নি স্বস্তি। মুমিনুল হক আউট হলে তার সঙ্গে তাইজুলেরর শত রানের জুটি ভেঙে যায়। ১৭২ বলে ১০৩ রানের এই জুটি ভাঙেন মুত্তুস্বামী। ১১২ বলে ৮২ রান করে এলবিডব্লিউ হন তিনি। দশ নম্বর ব্যাটার হিসেবে খেলতে নামা তাইজুল ৯৫ বলে ৩০ রান করে কেশভ মহারাজের বলে ক্যাচ দেন তার হাতেই। ১৫৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তাদেরকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। কিন্তু দ্বিতীয় ইনিংসেও এখন অবধি সুবিধা করতে

পারছে না তারা। শুরুটা হয় সাদমান ইসলামকে দিয়ে। প্রথম ছয় ওভার সাবধানেই খেলেন দুই ওপেনার। কিন্তু এরপরই ড্যান পিটারসনের বলে ফের উইকেটের পেছনে কাইল ভেরাইনাকে ক্যাচ দেন সাদমান। ১৬ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। কিছুক্ষণ পর দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দিয়েও বেঁচে যান জাকির হাসান। কিন্তু উইকেট যাওয়ার মিছিল থামেনি। ৩১ বলে ১১ রান করে ওপেনার মাহমুদুল হাসান জয় মাতুসামির বলে ক্যাচ দেন স্লিপে। আগের ইনিংসে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক মুমিনুল হকও ক্যাচ দেন শূন্য রানে। এরপর মনে হচ্ছিল সেশনের বাকি থাকা অল্প সময়টুকু পার করে দিতে পারবেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাও হয়নি। চা

বিরতির ঠিক আগের বলে স্টাম্পিং হয়ে গেছেন জাকির। চা বিরতির পর ফিরে অবস্থা আরও খারাপ হয় বাংলাদেশের। ২ বলে দুই রান করে মুতাসামির বলে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ১৯১ রানের ইনিংসের পরের দশ ইনিংসে তার কোনো হাফ সেঞ্চুরিও নেই। দলের এমন অবস্থায় হাল ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তও। ১৯ বলে ৬ রান করে মহারাজের বলে ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ দেন মিরাজ। ৫৫ বলে ৩৬ রান করে শান্ত শিকার হন মুতাসামির। তাদের বিদায়ের পর তৃতীয় দিনেই বাংলাদেশের হারটা একরকম অবধারিতই হয়ে যায়। সেটি তারা হয়েছেও। ৩৬ বলে ৩৭ রান করে অপেক্ষা বাড়ান মাহিদুল

ইসলাম অঙ্কন ও হাসান মাহমুদ। ৬৪ বলে ২৯ রান করে আউট হন অঙ্কন। ৩০ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। বাংলাদেশের ধবলধোলাই নিশ্চিত করার পথে প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন কেশভ মহারাজ। এ ছাড়া সেনুরান মুথশামি ৪টি এবং ড্যান পেটারসন ১ উইকেট নেন। এর আগে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া কাগিসো রাবাদা হয়েছেন সিরিজসেরা। আর ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৭ রান করে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া ওপেনার টনি ডি জর্জি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার সিলেট সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশ-ইন, যথারীতি মুখে কুলুপ সরকার-বিজিবির কক্সবাজারে চুরি করতে বাসায় ঢুকে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ জাতির পিতার সমাধি ধ্বংসের ডাক দেওয়া দুর্বৃত্তদের রক্ষায় জনতার ওপর সেনার গুলি এনসিপি’র ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগানে গোপালগঞ্জে জনবিস্ফোরণ, বিক্ষোভে সেনার গুলি-নিহত ৪ বুটের শব্দে নির্ঘুম রাত পার গোপালগঞ্জবাসীর: এ যেন একাত্তরের এক যুদ্ধবিধস্থ জনপদ গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় গিয়ে সেনার গুলিতে শহিদ ৪, আহত শতাধিক ইজারার টাকা তোলা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২ গত জুলাইয়ে জনতার পাশে দাঁড়ানো সেনার এই জুলাইয়ে গোপালগঞ্জে জনতার ওপর বর্বরতা, নির্বিচার গুলি-হত্যা এনসিপি’র ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগানে গোপালগঞ্জে জনবিস্ফোরণ, বিক্ষোভে সেনার গুলি-নিহত ৪ আওয়ামী লীগের মিছিল থেকে ধরে নিয়ে বুট দিয়ে পিষে মারলো সেনাবাহিনী জামায়াত-শিবির এনসিপি প্রতিরোধে গোপালগঞ্জে গৃহবধূ-বৃদ্ধা-কিশোরীরাও রাজপথে এপিসিতে চড়ে গোপালগঞ্জে জনরোষ থেকে পালিয়ে বাঁচলেন এনসিপি নেতারা ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত গোপালগঞ্জে কারফিউ জারি গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নিহত ২১ ফিলিপাইনে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এআই ও ভুয়া তথ্য যেভাবে কোলেস্টেরল কমাবেন