উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫
     ১১:০১ অপরাহ্ণ

উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১১:০১ 105 ভিউ
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি উড়োজাহাজ সকালে ১৭৫ যাত্রী, ৬ ক্রুসহ মোট ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন এবং ১৮১ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। এই উড়োজাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জে-হোপ । তিনি ১০০ মিলিয়ন ওন বা ৬৮ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন। এই কে-পপ তারকা হোপ ব্রিজ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই অনুদান দিয়েছেন বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জেজু উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে এক বিবৃতিতে জে-হোপ জানায় 'দুর্ঘটনার খবর শুনে, আমি যতটা সম্ভব শোকাহত পরিবারগুলোকে

সাহায্য করতে এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি শোকসন্তপ্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা ও শান্ত্বনা জানাই।' হোপ ব্রিজের মহাসচিব শিন হুন বলেছেন, 'শোকাহত পরিবারের জন্য জে-হোপের সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। জে-হোপের এই অনুদান যেন শোকাহত পরিবারগুলোর কাছে সম্পূর্ণভাবে পৌঁছে দেওয়া হয়—তা নিশ্চিত করকে যথাসাধ্য চেষ্টা করব।' এর আগে, বিটিএস সদস্য কিম তাইহিউং ওরফে ভি-এর জন্মদিনে সঙ্গীত সংস্থা বিগহিট ঘোষণা করেছিল, এই দুঃখজনক ঘটনার কারণে কোনো জন্মদিনে কোনো আয়োজন থাকবে না। তারা লিখেছে, 'আমরা সাম্প্রতিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা জানাতে চাই, ভি-এর জন্মদিনে যেসব আয়োজন নির্ধারিত ছিল আজ (৩০ ডিসেম্বর) তা হবে না।' ইয়োনহাপ নিউজ

এজেন্সি জানিয়েছে, গত রোববার সকালে জেজু এয়ারের একটি যাত্রীবাহী জেট ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিস্ফোরিত হয়। এর ল্যান্ডিং গিয়ার মোতায়েন না থাকায়, উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে সরে যায়, মাটিতে স্কিডিং করে এবং একটি কংক্রিটের দেয়ালে আঘাত করে। পরে উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং বেস্ফোরিতন হয়। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে, এই দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন এবং ১৮১ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র