ঈদের সিনেমার প্রচারণায় এগিয়ে নায়িকারা – ইউ এস বাংলা নিউজ




ঈদের সিনেমার প্রচারণায় এগিয়ে নায়িকারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ | ৯:২৮ 47 ভিউ
ঈদের দিন থেকেই সিনেমার খোঁজ নিতে শিল্পীদের ব্যস্ততাও বেড়ে যায়। এবারও এমন দৃশ্য নজরে এসেছে। মুক্তিপ্রাপ্ত ছয় সিনেমার শিল্পীদের প্রেক্ষাগৃহে ছুটে যেতে দেখা গেছে। তবে প্রচারনায় এগিয়ে রয়েছেন সিনেমার নায়িকারা। দর্শকদের সঙ্গে উপভোগ করছেন সিনেমা। জানার চেষ্টা করছেন তাদের প্রতিক্রিয়া। কেউবা করছেন ভিডিও, কেউ তুলছেন ছবি। দর্শকদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যদিও একটা সময় সিনেমার শিল্পীদের দেখা পাওয়াটা ছিল আকাশের চাঁদ পাওয়ার মতোই। সাধারণ মানুষ তারকাদের সরাসরি দেখার কল্পনাও করতে পারতেন না। এখন এসব শুধুই অতীতের গল্পকথা। ভার্চুয়াল যুগে তারকারাই দর্শকদের জানিয়ে দিচ্ছেন কখন কোন প্রেক্ষাগৃহে দেখা হবে তাদের। এদিকে প্রেক্ষাগৃহে নায়িকাদের উপস্থিতির বিষয়টি দর্শক সমাগমও

বাড়িয়ে দেয় বলে অনেকের অভিমত। নায়িকা দেখা, সেলফি তোলার পাশাপাশি সিনেমাটিও দেখে নেন অনেকে। মূলত, সিনেমায় দর্শক টানতেই নায়িকাদের প্রেক্ষাগৃহে এমন ছুটে চলা। তাইতো ঈদের দিনই অনেক নায়িকা হাজির হয়েছিলেন। বলা যায়, ঈদের পুরো সপ্তাহ তারকাদের পদচারণায় মুখর ছিল প্রেক্ষাগৃহগুলো। এদিকে ঈদের দ্বিতীয় সপ্তাহেও কয়েকজনকে ছুটে বেড়াতে দেখা গেছে। নিজের সিনেমার প্রমোশনের জন্য নায়িকাদের এমন ছুটেচলাকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। বিজ্ঞদের মতে, এটি ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কল্যাণকর। প্রত্যেক শিল্পীর উচিত তাদের নিজেদের জায়গা থেকে নিজের অভিনীত সিনেমাসহ প্রতিটি বাংলা সিনেমার প্রচার-প্রসারে এগিয়ে আসা। ঈদের সিনেমা ‘তাণ্ডব’র প্রচারে প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন সাবিলা নূর। এটি এ অভিনেত্রীর অভিষেক সিনেমা। নিবেদিত প্রাণ হিসাবেই

কাজ করছেন প্রচারে। তিনি বলেন, ‘মুক্তির আগে একটা অনিশ্চয়তা ছিল, কিন্তু প্রথম দিনের দর্শক প্রতিক্রিয়া আমাকে আশ্বস্ত করেছিল। এছাড়াও দ্বিতীয় সপ্তাহে ফলাফল দেখে আমি অনেক সন্তুষ্ট। দর্শক আগ্রহে এখন অনেকটা চাপ কমে গেছে।’ তবে এ সিনেমার নায়ক শাকিব খানকে প্রচারের স্বার্থে অন্যান্যবারের মতো এবারও কোনো প্রেক্ষাগৃহে দেখা যায়নি। তান্ডবের আরেক গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রী জয়া আহসানকে সিনেমার প্রচারে প্রেক্ষাগৃহে দেখা গেছে। এছাড়াও জয়া অভিনীত ‘উৎসব’ নামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। সেটির প্রচারেও তাকে দেখা গেছে। প্রথমবার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করলেন তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’ সিনেমার খোঁজ নিতে তাকেও প্রেক্ষাগৃহে দেখা গেছে। মুক্তির দিনই প্রেক্ষাগৃহে ছুটে যান তিনি। যদিও মুক্তির কয়েকদিন পর

বিদেশে চলে যাওয়াতে তাকে খুব বেশি প্রচারণায় পায়নি টিম ইনসাফ। তবে নায়ক শরিফুল রাজকে দেখা যাচ্ছে প্রচারে। সিনেমা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘প্রথমবার এমন বড় পরিসরে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। দর্শকসাড়া পেয়ে অনুপ্রাণিত হয়েছি।’ ঈদের দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে ছুটে বেড়াতে দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। প্রথম থেকেই নিজের অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’ নিয়ে প্রচারণার মাঠে সরব এ অভিনেত্রী। বাঁধন বলেন, ‘এশা মার্ডার সিনেমার জন্য প্রেক্ষাগৃহে যাই। সেখানে দর্শকের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস এভাবেই দর্শক পাশে থাকবেন। তারাই বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবেন।’ ‘নীলচক্র’ সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। দ্বিতীয় সিনেমা নিয়ে তিনিও প্রচারণার মাঠে

সরব। তাকে যেন একাই কাঁধে নিতে হয়েছে প্রচারণার ভার। কারণ তার নায়ক আরিফিন শুভ। যিনি ৫ আগস্টের পর সমালোচিত হয়ে এখন ঘরবন্দি। প্রচারণায়ও এ নায়ককে সরাসরি অংশ নিতে দেখা যায়নি। দর্শক প্রতিক্রিয়া নিয়ে মন্দিরা বলেন, ‘দর্শকের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। তারা যেভাবে নীলচক্র ও আমাকে গ্রহণ করেছেন, আমি চাই, সবসময় এভাবেই পাশে থাকুন।’ ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। বড়পর্দায় এটি এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। তাই তার উৎসাহেরও কমতি ছিল না। টিমের সঙ্গে একাধিকবার প্রেক্ষাগৃহে ছুটে গেছেন এ অভিনেত্রী। প্রতিক্রিয়ায় বলেন, ‘দর্শক সিনেমাটি খুব ভালোভাবে গ্রহণ করেছে। তারা নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারছে। শুটিংয়ের সময়ই মনে হয়েছিল, এটি সবার ভালো লাগবে।

প্রতিদিন দর্শকসংখ্যা বাড়ছে, তারা প্রেক্ষাগৃহ থেকে তৃপ্তি নিয়ে বের হচ্ছেন, এটাই আমাদের প্রাপ্তি।’ এদিকে ঈদের ব্যর্থ সিনেমার তালিকায় রয়েছে আদর আজাদ-পূজা চেরী অভিনীত সিনেমা ‘টগর’। সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত এ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহেই মাল্টিপ্লেক্স থেকে নেমে যায়। তাই প্রথম সপ্তাহে দুই একদিন পূজা-আদরকে প্রচারে দেখা গিয়েছিল। তারপর থেকে তাদের আর দেখা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের পুরস্কৃত করল পাকিস্তান বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম ওয়েস্টিন: সকালের নাস্তা ৪ হাজার টাকা, রাতের খাবার ৮ হাজার ৪৫০ টাকা খাবারের অভাবে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা নদীর পানিতে বন্দি ১৩ পরিবার ‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’— প্রশ্ন হৃদয়ের রাজধানীতে মুলার কেজি ৮০ টাকা পাইপলাইনে তেল সরবরাহে নতুন যুগে ঢুকছে বাংলাদেশ একাত্তর-পচাত্তর-চব্বিশ একই সুতোয় গাঁথা বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না ডেঙ্গু জ্বর যা জানা দরকার ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০