ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’ – ইউ এস বাংলা নিউজ




ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ | ৪:০২ 43 ভিউ
সাকিব আল হাসান ইস্যুতে নাটক যেন শেষ-ই হচ্ছে না। এবার নতুন নাটকের জন্ম দিয়েছে সাকিব আল হাসানের ভক্তরা। সাকিবকে বিদায়ী টেস্ট খেলাতে ও দেশে ফেরাতে মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে কঠোর অবস্থান নিয়েছে সাকিবিয়ানরা। সাকিবকে বিসিবি খেলতে দিচ্ছে না এমন অভিযোগ এনে আইসিসির কাছে ই-মেইলেও নালিশ জানাচ্ছে তারা। তাদের দাবি, সাকিবকে জোর করে দল থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে, স্বেচ্ছাচারিতার মাধ্যমে তাকে দেশে শেষ টেস্ট খেলতে দেওয়া হচ্ছে না, রাজনীতির কারণে বিসিবিও সাকিবকে সুযোগ দিচ্ছে না। এসব অভিযোগ আইসিসিকে ই-মেইলেও জানাচ্ছে তারা। সাকিব ভক্তদের বিশ্বাস, আইসিসির কাছে ১০-১২ হাজার ইমেইল পাঠানো গেলে তা অবশ্যই আইসিসির দৃষ্টি আকর্ষণ করবে। সাকিবিয়ানদের একটা অংশ আবার

তাদের প্রিয় খেলোয়াড়কে দেশে ফেরাতে লং মার্চ করার প্রস্তুতিও নিচ্ছেন। এর আগে, সাকিব-বিরোধীদের করা স্টেডিয়ামের দেয়াল জুড়ে করা গ্রাফিতিও মুছে ফেলেছেন সাকিবিয়ানরা। সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়ায় জানাচ্ছেন তীব্র প্রতিবাদ। সাকিবের পক্ষে থেকে আইসিসির কাছে গণহারে ই-মেইল পাঠাচ্ছে তার ভক্তরা। যেখানে লেখা হয়েছে, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে আসতে দেওয়া হয়নি। রাজনীতির কারণে বিসিবি সাকিবকে দেশে এসে খেলতে দিচ্ছে না। একজন খেলোয়াড়কে তারা সুযোগ দিচ্ছে না শুধু রাজনীতির কারণে। আইসিসির কাছে জরুরী আবেদন এই পরিস্থিতি তদন্ত করে বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’ উল্লেখ্য, মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট

খেলার কথা জানিয়েছিলেন সাকিব। এরপর ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়ে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কারও করেছিলেন এই তারকা। যার প্রেক্ষিতে তাকে মিরপুর টেস্টের স্কোয়াডে রেখেছিল বিসিবি। যদিও পরে সাকিব বিরোধীদের কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পথে দুবাই থেকেই বিদায় নিতে হয় তাকে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে হাসান মুরাদকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গৃহবন্দি চঞ্চল চৌধুরী: রাজনৈতিক হয়রানীর শিকার শিল্পীরা ট্রাম্পের বিদেশ নীতি: বাংলাদেশের জন্য ভবিষ্যৎ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র ও ভারতের বার্তা টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ও ইউনুস সরকারের ধাক্কা জনগণের আশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজায় দুর্ভিক্ষের তথ্য লুকানোর অভিযোগ কাঁটাতার নিয়ে সংঘাত; ভারতীয় হাই কমিশনারকে তলব আমাদের ঈমান ঠিক আছে তো? প্রশ্ন অভিনেত্রী জয়ার ৪ স্ত্রীর পাশাপাশি ১০০ বাঁদি রাখা নিয়ে তোপের মুখে মুফতি কাসেমী জরিপ: আওয়ামী লীগের প্রতি ৬১ শতাংশ জনগণের আস্থা নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সোহেল তাজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে পূজা চেরি ! ভেঙে গেলো মুক্তধারা ফাউন্ডেশন ড. নুরুন্নবীর পদত্যাগ মিরপুরে বাটার শোরুমের আগুন নিয়ন্ত্রণে ঢাকা আন্তর্জাতিক মেলায় রাখা হয়নি বসার স্থান, ভোগান্তিতে দর্শনার্থীরা প্রাণঘাতী অস্ত্র ও গুলির হিসাব চায় প্রসিকিউশন বিদ্যমান ভোটারের তথ্য যাচাইয়ের উদ্যোগ নেই রুশ হেলিকপ্টার মিলছে না, ঝুঁকিতে অর্থ ফেরত ট্রাম্পের প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান