ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’ – ইউ এস বাংলা নিউজ




ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ | ৪:০২ 4 ভিউ
সাকিব আল হাসান ইস্যুতে নাটক যেন শেষ-ই হচ্ছে না। এবার নতুন নাটকের জন্ম দিয়েছে সাকিব আল হাসানের ভক্তরা। সাকিবকে বিদায়ী টেস্ট খেলাতে ও দেশে ফেরাতে মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে কঠোর অবস্থান নিয়েছে সাকিবিয়ানরা। সাকিবকে বিসিবি খেলতে দিচ্ছে না এমন অভিযোগ এনে আইসিসির কাছে ই-মেইলেও নালিশ জানাচ্ছে তারা। তাদের দাবি, সাকিবকে জোর করে দল থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে, স্বেচ্ছাচারিতার মাধ্যমে তাকে দেশে শেষ টেস্ট খেলতে দেওয়া হচ্ছে না, রাজনীতির কারণে বিসিবিও সাকিবকে সুযোগ দিচ্ছে না। এসব অভিযোগ আইসিসিকে ই-মেইলেও জানাচ্ছে তারা। সাকিব ভক্তদের বিশ্বাস, আইসিসির কাছে ১০-১২ হাজার ইমেইল পাঠানো গেলে তা অবশ্যই আইসিসির দৃষ্টি আকর্ষণ করবে। সাকিবিয়ানদের একটা অংশ আবার

তাদের প্রিয় খেলোয়াড়কে দেশে ফেরাতে লং মার্চ করার প্রস্তুতিও নিচ্ছেন। এর আগে, সাকিব-বিরোধীদের করা স্টেডিয়ামের দেয়াল জুড়ে করা গ্রাফিতিও মুছে ফেলেছেন সাকিবিয়ানরা। সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়ায় জানাচ্ছেন তীব্র প্রতিবাদ। সাকিবের পক্ষে থেকে আইসিসির কাছে গণহারে ই-মেইল পাঠাচ্ছে তার ভক্তরা। যেখানে লেখা হয়েছে, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে আসতে দেওয়া হয়নি। রাজনীতির কারণে বিসিবি সাকিবকে দেশে এসে খেলতে দিচ্ছে না। একজন খেলোয়াড়কে তারা সুযোগ দিচ্ছে না শুধু রাজনীতির কারণে। আইসিসির কাছে জরুরী আবেদন এই পরিস্থিতি তদন্ত করে বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’ উল্লেখ্য, মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট

খেলার কথা জানিয়েছিলেন সাকিব। এরপর ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়ে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কারও করেছিলেন এই তারকা। যার প্রেক্ষিতে তাকে মিরপুর টেস্টের স্কোয়াডে রেখেছিল বিসিবি। যদিও পরে সাকিব বিরোধীদের কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পথে দুবাই থেকেই বিদায় নিতে হয় তাকে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে হাসান মুরাদকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণফোরামের সঙ্গে বৈঠকে ড. ইউনূস সাকিব অধ্যায় পেছনে ফেলে ক্রিকেটে মনোযোগ দিতে চান নতুন কোচ ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’ সিনওয়ারকে হত্যার পর যুদ্ধ বন্ধে চাপের মুখে নেতানিয়াহু হোয়াইট হাউজের জন্য ট্রাম্প শারীরিকভাবে অযোগ্য: কমলা প্রেস ক্লাবের সামনে আ.লীগ সমর্থকদের মারধর বিএনপির পরিবেশ বিধ্বংসী প্রকল্পে ৭ কোটি টাকা গচ্চা! প্রয়োজনে নতুন লোক নিয়োগ দেওয়া হবে: উপদেষ্টা আসিফ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ বাইডেনের মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল তেহরান তাসনিয়া ফারিণের কণ্ঠে ইংরেজি গান বিশ্বের সবচেয়ে সুদর্শন ও সুন্দরীর তালিকায় দুই বলিউড তারকা ঢাকা ওয়াসায় ৫ হাজার কোটি টাকার দুর্নীতি উড়োজাহাজ উদ্ধারে চালু হচ্ছে আধুনিক ব্যবস্থা ঢাবিতে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের হাজার কোটি টাকার সম্পদ করেছেন চট্টগ্রামের জসীম তিন অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার দ্রব্যমূল্য নাগালে না আসলে মানুষ অধৈর্য হয়ে যাবে: সমন্বয়ক হাসনাত বৈশ্বিক বাণিজ্য নীতিতে সরকারের নতুন মোড়