ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’ – ইউ এস বাংলা নিউজ




ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ | ৪:০২ 84 ভিউ
সাকিব আল হাসান ইস্যুতে নাটক যেন শেষ-ই হচ্ছে না। এবার নতুন নাটকের জন্ম দিয়েছে সাকিব আল হাসানের ভক্তরা। সাকিবকে বিদায়ী টেস্ট খেলাতে ও দেশে ফেরাতে মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে কঠোর অবস্থান নিয়েছে সাকিবিয়ানরা। সাকিবকে বিসিবি খেলতে দিচ্ছে না এমন অভিযোগ এনে আইসিসির কাছে ই-মেইলেও নালিশ জানাচ্ছে তারা। তাদের দাবি, সাকিবকে জোর করে দল থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে, স্বেচ্ছাচারিতার মাধ্যমে তাকে দেশে শেষ টেস্ট খেলতে দেওয়া হচ্ছে না, রাজনীতির কারণে বিসিবিও সাকিবকে সুযোগ দিচ্ছে না। এসব অভিযোগ আইসিসিকে ই-মেইলেও জানাচ্ছে তারা। সাকিব ভক্তদের বিশ্বাস, আইসিসির কাছে ১০-১২ হাজার ইমেইল পাঠানো গেলে তা অবশ্যই আইসিসির দৃষ্টি আকর্ষণ করবে। সাকিবিয়ানদের একটা অংশ আবার

তাদের প্রিয় খেলোয়াড়কে দেশে ফেরাতে লং মার্চ করার প্রস্তুতিও নিচ্ছেন। এর আগে, সাকিব-বিরোধীদের করা স্টেডিয়ামের দেয়াল জুড়ে করা গ্রাফিতিও মুছে ফেলেছেন সাকিবিয়ানরা। সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়ায় জানাচ্ছেন তীব্র প্রতিবাদ। সাকিবের পক্ষে থেকে আইসিসির কাছে গণহারে ই-মেইল পাঠাচ্ছে তার ভক্তরা। যেখানে লেখা হয়েছে, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে আসতে দেওয়া হয়নি। রাজনীতির কারণে বিসিবি সাকিবকে দেশে এসে খেলতে দিচ্ছে না। একজন খেলোয়াড়কে তারা সুযোগ দিচ্ছে না শুধু রাজনীতির কারণে। আইসিসির কাছে জরুরী আবেদন এই পরিস্থিতি তদন্ত করে বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’ উল্লেখ্য, মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট

খেলার কথা জানিয়েছিলেন সাকিব। এরপর ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়ে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কারও করেছিলেন এই তারকা। যার প্রেক্ষিতে তাকে মিরপুর টেস্টের স্কোয়াডে রেখেছিল বিসিবি। যদিও পরে সাকিব বিরোধীদের কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পথে দুবাই থেকেই বিদায় নিতে হয় তাকে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে হাসান মুরাদকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস পিলখানা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম বাজছে লানা ডেল রের গান, রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে তাহসান ১৭ মে থেকে শুরু হবে বাকি আইপিএল টেসলার রোবোট্যাক্সি ট্রেডমার্ক বাতিল করল যুক্তরাষ্ট্র ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা এনবিআর ভেঙে হলো দুই বিভাগ শত বছর ধরে জেগে আছে সদরঘাট গাজা যুদ্ধ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জাগরণের প্রতীক বাজেটে প্রাধান্য গরিবের খাদ্যবান্ধব কর্মসূচি অধ্যাদেশ জারি, এনবিআর ভেঙে হলো দুই বিভাগ রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক নাম ‘করাচি’, তাই ভেঙে দেওয়া হলো দোকান