ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’ – ইউ এস বাংলা নিউজ




ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ | ৪:০২ 115 ভিউ
সাকিব আল হাসান ইস্যুতে নাটক যেন শেষ-ই হচ্ছে না। এবার নতুন নাটকের জন্ম দিয়েছে সাকিব আল হাসানের ভক্তরা। সাকিবকে বিদায়ী টেস্ট খেলাতে ও দেশে ফেরাতে মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে কঠোর অবস্থান নিয়েছে সাকিবিয়ানরা। সাকিবকে বিসিবি খেলতে দিচ্ছে না এমন অভিযোগ এনে আইসিসির কাছে ই-মেইলেও নালিশ জানাচ্ছে তারা। তাদের দাবি, সাকিবকে জোর করে দল থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে, স্বেচ্ছাচারিতার মাধ্যমে তাকে দেশে শেষ টেস্ট খেলতে দেওয়া হচ্ছে না, রাজনীতির কারণে বিসিবিও সাকিবকে সুযোগ দিচ্ছে না। এসব অভিযোগ আইসিসিকে ই-মেইলেও জানাচ্ছে তারা। সাকিব ভক্তদের বিশ্বাস, আইসিসির কাছে ১০-১২ হাজার ইমেইল পাঠানো গেলে তা অবশ্যই আইসিসির দৃষ্টি আকর্ষণ করবে। সাকিবিয়ানদের একটা অংশ আবার

তাদের প্রিয় খেলোয়াড়কে দেশে ফেরাতে লং মার্চ করার প্রস্তুতিও নিচ্ছেন। এর আগে, সাকিব-বিরোধীদের করা স্টেডিয়ামের দেয়াল জুড়ে করা গ্রাফিতিও মুছে ফেলেছেন সাকিবিয়ানরা। সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়ায় জানাচ্ছেন তীব্র প্রতিবাদ। সাকিবের পক্ষে থেকে আইসিসির কাছে গণহারে ই-মেইল পাঠাচ্ছে তার ভক্তরা। যেখানে লেখা হয়েছে, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে আসতে দেওয়া হয়নি। রাজনীতির কারণে বিসিবি সাকিবকে দেশে এসে খেলতে দিচ্ছে না। একজন খেলোয়াড়কে তারা সুযোগ দিচ্ছে না শুধু রাজনীতির কারণে। আইসিসির কাছে জরুরী আবেদন এই পরিস্থিতি তদন্ত করে বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’ উল্লেখ্য, মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট

খেলার কথা জানিয়েছিলেন সাকিব। এরপর ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়ে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কারও করেছিলেন এই তারকা। যার প্রেক্ষিতে তাকে মিরপুর টেস্টের স্কোয়াডে রেখেছিল বিসিবি। যদিও পরে সাকিব বিরোধীদের কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পথে দুবাই থেকেই বিদায় নিতে হয় তাকে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে হাসান মুরাদকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত স্বর্ণের দাম আরও বাড়ল দেশব্যাপী লোডশেডিং হতে পারে, থাকবে যতদিন নেপাল পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা কাতারে ইসরাইলের প্রধান টার্গেট কে এই খলিল আল-হাইয়া এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত বিক্ষুব্ধরা এক মাসে ছয় আরব দেশে ইসরাইলের বোমা হামলা ‘নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন’ বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী জেন-জিকে সামনে রেখে বিক্ষোভের নেপথ্যে কারা নেপালের মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ স্লোগানে উত্তাল মহাসড়ক পালাতে যাচ্ছেন অলি, ভারত সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসুর ভোটগ্রহণ শেষ পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী অলি নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার