ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৫০ 11 ভিউ
হামাসের কাছে থাকা তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে উভয় পক্ষ তাদের হাতে থাকা এসব বন্দীদের মুক্তি দিচ্ছে। ইসরায়েল কারাগার পরিষেবার একজন মুখপাত্র জানান, মুক্তির আগে অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার এবং দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগার থেকে বন্দীদের স্থানান্তর করা হয়। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসগুলো দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে। প্রায় ১৫০ জন ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাস ওই হাসপাতালে পৌঁছেছে। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বাগত জানান পরিবার

ও স্বজনেরা। এ সময় স্বজনদের সঙ্গে তাদের আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। আজ যারা মুক্তি পেয়েছেন, তাদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। এ ছাড়া ৫৪ জন দীর্ঘমেয়াদে কারাভোগ করছিলেন। বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৭ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ ১১ হাজারের বেশি মানুষ। ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি উপত্যকার স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। গত ১৫ মাসের হামলায় ৮০ হাজারের বেশি ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের

বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বহিষ্কার হতে পারেন যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশি মনির বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা ট্রাম্পের শুল্কের পাল্টা জবাব, মার্কিন পণ্যে ২৫% শুল্ক বসাচ্ছে কানাডা: ট্রুডো পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা, শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ দলগুলোকে এক থাকার আহ্বান আলী রীয়াজের সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা, শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা লিবিয়ার উপকূলে মিলল ২০ গলিত মরদেহ, বাংলাদেশি বলে ধারণা আখেরি মোনাজাত আজ, দলে দলে যোগ দিচ্ছেন মুসল্লিরা ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম মেয়েদের খেলা বন্ধের উদ্দেশ্যে নয়, ঘটনা অনাকাঙ্ক্ষিত: দেবি চন্দ তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব, আইএসের উদ্দেশে ট্রাম্প হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি’, আহত ২ লিবিয়া উপকূলে ২০ মরদেহের বিষয়ে যা জানাল দূতাবাস ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি কাচের ঘর: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দ্বিমুখিতা থেমে নেই চুরি-ডাকাতি-ছিনতাই, বেড়েছে হত্যাও ভূমধ্যসাগর উপকূলে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও চেষ্টা চলছে : ডিবিপ্রধান