ইসরাইল-ফিলিস্তিনের যে মানচিত্র মধ্যপ্রাচ্যে শান্তির আশা দেখিয়েছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ১২:০১ পূর্বাহ্ণ

ইসরাইল-ফিলিস্তিনের যে মানচিত্র মধ্যপ্রাচ্যে শান্তির আশা দেখিয়েছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০১ 82 ভিউ
‘আমি আপনাকে যে প্রস্তাব দিচ্ছি, আগামী ৫০ বছরে আর এমন একজন ইসরাইলি নেতাকেও আপনি খুঁজে পাবেন না, যিনি আপনাকে এই প্রস্তাব দেবেন। সই করুন! সই করুন এবং ইতিহাস পাল্টে দিন!’ ২০০৮ সালে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এভাবেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা চূড়ান্ত করার নিয়ে একটি চুক্তিতে সই করার অনুরোধ জানিয়েছিলেন। ওলমার্টের বিশ্বাস ছিল, ওই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবে। ওই চুক্তি ছিল একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান—আজ সেই চুক্তির বাস্তবায়নকে অসম্ভব বলেই মনে হচ্ছে। যদি সে সময়ে সব পক্ষ ওই চুক্তি মেনে নিত এবং চুক্তির বাস্তবায়ন হতো, তবে আজ অধিকৃত পশ্চিম তীরের ৯৪ শতাংশের বেশি ভূমি এবং

গাজা উপত্যকা নিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতো। ইসরাইল ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমা ভাগ করে ওলমার্ট যে মানচিত্র প্রস্তুত করেছিলেন, এখন সেটিকে এক রকম অলীক কল্পনা বলেই মনে হচ্ছে। পরবর্তী সময়ে সাবেক ইসরাইলির প্রধানমন্ত্রী ওলমার্টের ওই মানচিত্র নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এর আগে কখনোই গণমাধ্যমে ওই মানচিত্র প্রকাশ পায়নি। তথ্যচিত্র নির্মাতা নরমা পার্সি সম্প্রতি ‘ইন ইসরাইল অ্যান্ড দ্য প্যালেস্টিনিয়ান্স: দ্য রোড টু সেভেনথ অক্টোবর’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। ওই তথ্যচিত্রে ওলমার্ট ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর জেরুজালেমে এক বৈঠকে মাহমুদ আব্বাসের সামনে উপস্থাপন করেন। এত দিন পর সেই মানচিত্রটি তিনি প্রকাশ্যে আনলেন। ওলমার্ট তথ্যচিত্র নির্মাতাকে বলেন, ‘এই প্রথম আমি গণমাধ্যমে এই

মানচিত্র দেখাচ্ছি।’ ওই মানচিত্রে ওলমার্ট পশ্চিম তীরের কতটুকু অংশ ইসরাইলের দখলে যাবে তার বিস্তারিত উল্লেখ করেছিলেন, যা ছিল পশ্চিম তীরের মাত্র ৪ দশমিক ৯ শতাংশ। সেই অংশের মধ্যে সেখানে ইহুদি বসতির একটি বড় অংশ অন্তর্ভুক্ত ছিল। ইসরাইল-ফিলিস্তিনি বিরোধ নিষ্পত্তিতে ১৯৯০–এর দশকের শেষ দিকে অনেকটা তেমন একটি প্রস্তাবই দেওয়া হয়েছিল। ওই চুক্তিতে ইসরাইল পশ্চিম তীর ও গাজা উপত্যকার সীমানা ধরে ইসরাইলি ভূখণ্ডের জন্য সমপরিমাণ ভূমির যে দাবি এত দিন করে আসছিল, তা থেকে সরে আসতে রাজি ছিল বলেও জানান সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী ওলমার্ট। চুক্তিতে ফিলিস্তিনিদের দুটি ভূখণ্ডকে একটি সুড়ঙ্গ সড়ক বা মহাসড়ক দিয়ে সংযুক্তর করার কথাও বলা ছিল। অতীতেও এ বিষয়ে আলোচনা হয়েছিল। ওলমার্টের ওই

প্রস্তাবের জবাবে মাহমুদ আব্বাস কী বলেছিলেন, সেটাও বলেছেন ওলমার্ট। তিনি বলেন, ‘আব্বাস তাকে বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব, খুব, খুবই গুরুত্বপূর্ণ’। ওলমার্টের পরিকল্পনায় বিরোধের কেন্দ্রে থাকা জেরুজালেমের ভাগ কীভাবে হবে, সেটা নিয়েও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা ছিল। সেখানে বলা ছিল, উভয় পক্ষ নিজেদের রাজধানী হিসেবে জেরুজালেমের একটি অংশ দাবি করতে পারবে। আর জেরুজালেমের পবিত্র ভূমি—যার মধ্যে ওল্ড সিটি, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এলাকা এবং তার আশপাশের এলাকার প্রশাসনিক দায়িত্ব একটি ট্রাস্টি কমিটির হাতে থাকবে। ইসরাইল, ফিলিস্তিনি, সৌদি আরব, জর্ডান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওই ট্রাস্টি কমিটিতে থাকবেন। ওই মানচিত্র বাস্তবায়ন হলে ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর বড় ধরনের প্রভাব পড়ত। পশ্চিম তীর ও জর্ডান ভ্যালিজুড়ে

ছড়িয়ে–ছিটিয়ে থাকা বহু ইহুদি বসতি সরিয়ে ফেলতে হতো। এর আগে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন এমনটা করেছিলেন। তিনি ২০০৫ সালে কয়েক হাজার ইহুদি বসতি স্থাপনকারীকে গাজা থেকে জোর করে সরিয়ে এনেছিলেন। ইসরাইলি ডানপন্থীরা একে ইহুদি জাতির ওপর আঘাত বলে বিবেচনা করেছিল। পশ্চিম তীরের বেশির ভাগ ভূমি থেকে ইহুদি বসতি সরিয়ে নেওয়া ওই ঘটনার চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জের হতো। কারণ, সেখান থেকে লাখো ইহুদিকে সরিয়ে আনতে হতো। ফলে সেখানে নৃশংসতা ছড়িয়ে পড়ার সত্যিকারের ঝুঁকি ছিল। যদিও ইসরাইল সরকারকে কখনো এই পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। কারণ, জেরুজালেমে ওলমার্ট ও মাহমুদ আব্বাসের ওই বৈঠক নিষ্ফল ছিল। আব্বাস চুক্তি সই করার আগে ওলমার্টের কাছে তার প্রস্তাবিত মানচিত্রের একটি

অনুলিপি চেয়েছিলেন, যেন তিনি মানচিত্র বিশেষজ্ঞদের সেটি দেখিয়ে তাঁকে আসলে কী প্রস্তাব দেওয়া হয়েছে, তা বুঝে নিতে পারেন। কিন্তু ওলমার্ট চুক্তি সই হওয়ার আগে তাঁর মানচিত্র আব্বাসকে দিতে রাজি হননি। পরদিন দুই নেতা মানচিত্র বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে আরেকটি বৈঠকে বসতে রাজি হয়েছিলেন। কিন্তু সেই বৈঠক আর কখনো হয়নি। সে রাতেই দুই নেতা জেরুজালেম থেকে চলে যান। এ বিষয়ে ওলমার্ট বলেন, ‘আমরা বিভক্ত হয়ে যাই। আপনি জানেন, আমরা একটি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলাম।’ মাহমুদ আব্বাসের চিফ অব স্টাফ রফিক হুসেইনি সেদিন জেরুজালেম থেকে ফেরার পথে গাড়িতে কেমন পরিবেশ ছিল, তা এখনো মনে করতে পারেন। তথ্যচিত্রে রফিক হুসেইনি বলেন, ‘অবশ্যই আমরা হেসেছিলাম।’ ফিলিস্তিনিরা বিশ্বাস করেছিলেন, ওই পরিকল্পনা

কাজে আসবে না। দুর্নীতির কেলেঙ্কারিতে নাম জড়িয়ে ওলমার্টের নিজেরই তখন নড়বড়ে অবস্থা। তিনি পদত্যাগের পরিকল্পনাও তত দিনে ঘোষণা করে ফেলেছেন। হুসেইনি বলেন, ‘ওলমার্ট যত ভালো হন, দুর্ভাগ্যজনকভাবে তিনি তখন ক্ষমতাহীন হয়ে পড়েছিলেন। এবং তার ওপর, ওই পরিকল্পনা আমাদের কোথাও নিয়ে যেতে পারত না।’ সে সময় গাজার পরিস্থিতিও জটিল ছিল। হামাসের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড থেকে কয়েক মাস ধরে রকেট ছোড়ার পর ওলমার্ট তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের নির্দেশ দিয়েছিলেন। ওই অভিযানের নাম ছিল ‘অপারেশন ক্যাস্ট লিড’। পরে ২০০৮ সালের ডিসেম্বরে হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে তিন সপ্তাহ ভয়াবহ যুদ্ধও হয়েছিল। হুসেইনি তথ্যচিত্রে আরও বলেন, ‘ওলমার্ট আমাকে বলেছিলেন, আব্বাসের জন্য এই চুক্তি সই করা দারুণ বুদ্ধিমানের কাজ হবে। এরপর ইসরাইলের ভবিষ্যৎ কোনো প্রধানমন্ত্রী যদি ওই চুক্তি বাতিলের চেষ্টা করেন। তবে আব্বাস বাকি বিশ্বকে এটা অন্তত বলতে পারবেন, এই ব্যর্থতার দায় ইসরাইলের।’ পরের বছর ফেব্রুয়ারিতে ইসরাইলে নির্বাচন হয় ও ভোটে জিতে দেশটির ক্ষমতায় ফিরেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে বরাবরই খুব সরব। ওলমার্টের পরিকল্পনা, মানচিত্র এবং আবছা হয়ে যাওয়া দৃশ্যপট সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট বলেছেন, তিনি এখনো মাহমুদ আব্বাসের উত্তরের অপেক্ষা করছেন। যদিও ইসরাইল-ফিলিস্তিনি সংঘাত শেষ করার যে পরিকল্পনা তিনি করেছিলেন, সেটি এখন সুযোগের সদ্ব্যবহার করতে না পারার লম্বা তালিকায় আরও একটি সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া হিসেবে যুক্ত হয়েছে। ১৯৭৩ সালে ইসরাইলের সাবেক কূটনীতিক আব্বা এবান মজা করে বলেছিলেন, ‘ফিলিস্তিনিরা কখনো কোনো সুযোগের সদ্ব্যবহার করার সুযোগ হাতছাড়া করার সুযোগ ছাড়ে না।’ তার পর থেকে ফিলিস্তিনি প্রসঙ্গে ইসরাইলি কর্মকর্তারা নিয়মিত এই উক্তিটি ব্যবহার করেন। কিন্তু সময় এখন এর থেকেও অনেক বেশি জটিল হয়ে পড়েছে। বিশেষ করে যখন উভয় পক্ষ ১৯৯৩ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষর করেছে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী আইজাক রবিন ও ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত হোয়াইট হাউসের লনে করমর্দন করেন।যদিও সেটি সত্যিকারের আশার মুহূর্ত ছিল, কিন্তু সেটিও ব্যর্থ হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ! সংস্কৃতি মন্ত্রণালয়ের লুটপাট: জুলাইয়ের খুনিদের আসল চেহারা ফেব্রুয়ারিতে ভোট, নাকি সংঘর্ষ—সংকটময় মোড়ে বাংলাদেশ বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা, জুতা মেরে বাঙালির জবাব! একটি জাতিকে পঙ্গু করতেই রাও ফরমানের নীলনকশা, বাস্তবায়নে জামাত প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী মুক্তিযুদ্ধ ১৯৭১ আত্মসমর্পণের আগের সেই মুহূর্তগুলো এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা। একাত্তরে তাঁদের সাহস, দৃঢ়তা আর সংকল্প আমাদের এনে দিয়েছিল স্বাধীনতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তোলা হচ্ছে ৭১–কে মুছে ফেলার ষড়যন্ত্রে ইউনুস সরকার: কুচকাওয়াজ বাতিল ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম গোয়াইনঘাটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার নেই প্রকৃত চোরাকারবারি আড়াল করার অভিযোগ বাংলাদেশকে প্রান্তে ঠেলে দেওয়া যাবে না”: শেখ হাসিনা মুহাম্মদ ইউনুস সরকারকে কড়া সমালোচনা পেঁয়াজের দাম দ্বিগুণ, ইউনুস সরকার নিখোঁজ ১৯৭১, নীলফামারীর গোলাহাট গণহত্যা