ইয়াঙ্কিস ও মেটস আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে: এরিক ‌‌অ‍্যাডামস্ – ইউ এস বাংলা নিউজ




ইয়াঙ্কিস ও মেটস আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে: এরিক ‌‌অ‍্যাডামস্

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৮:১০ 198 ভিউ
অ‍্যাডামস্ প্রশাসন ঘোষণা করেছে, ২০২৫ সালের মৌসুমে নিউইয়র্ক ইয়াঙ্কিস ও মেটসের হোম গেমগুলো শহরের অর্থনীতিতে প্রায় ৯০৯ মিলিয়ন ডলার যোগ করবে। ‌‍সোমবার (মার্চ ৩১) কমিউনিটি অপ:এড-এ সিটি মেয়র এরিক অ‍্যাডামস্ বলেন, 'যখনই অ্যামেজিং মেটস বা ইয়াঙ্কিস আমাদের শহরে খেলতে আসে, আমাদের অর্থনীতিও লাভবান হয়।' ক্রীড়া শুধু আমাদের মনোবল চাঙা করে না, বরং একটি দেশের আর্থিক অবস্থাকেও শক্তিশালী করে। প্রতি বছর হাজার হাজার দর্শক এসব গেম দেখতে আসে, যা শুধু স্টেডিয়ামেই নয়, পুরো নিউইয়র্ক শহরের পাঁচটি বরোর অর্থনীতিতেও প্রভাব ফেলে। অ‍্যাডামস্ বলেন, 'যখন কেউ কোনো রেস্টুরেন্টে, স্টেডিয়ামে, দোকানে বা হোটেলে টাকা খরচ করে, তার মানে তারা নিউইয়র্কারের আয় নিশ্চিত করছে। তারা আমাদের শেফ,

বারটেন্ডার, ওয়েটার, খুচরা বিক্রেতা, পরিচ্ছন্নতা কর্মী এবং শহরের জীবনযাত্রা সচল রাখা বহু পরিশ্রমী মানুষকে সহায়তা করছে। বেসবলপ্রেমীরা শুধু খেলা উপভোগ করেই নয়, নিজেদের খরচের মাধ্যমে কর্মজীবী পরিবারগুলোর হাতে অর্থ তুলে দিচ্ছে এবং স্থানীয় ব্যবসায়ীদের আয় বাড়াচ্ছে। এভাবেই তারা নিউইয়র্ক সিটির অর্থনীতিকে আরও শক্তিশালী করছে, যা অ্যারন জাজ এবং জুয়ান সোটোর মতো হোমারদের উপর প্রভাব ফেলছে।' ‌‍অ‍্যাডামস্ মনে করেন, তাদের প্রশাসন শহরের ইতিহাসে সর্বোচ্চ কর্মসংস্থানের রেকর্ড ভেঙেছে। তিনি বলেন,'আমাদের শহরে এখন রেকর্ড সংখ্যক ছোট ব্যবসা রয়েছে, আমরা ব্যাপক পরিমাণে নতুন সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ করছি এবং ২০২৫ সালে নিউ ইয়র্ক সিটিতে রেকর্ড সংখ্যক পর্যটক আসার আশা করা হচ্ছে। পাশাপাশি, আমরা দায়িত্ব

নেওয়ার পর থেকে বেকারত্ব সব জনগোষ্ঠীর মধ্যে কমেছে। আমাদের অর্থনীতি অনন্যভাবে ঘুরে দাঁড়িয়েছে, আর ইয়াঙ্কিস ও মেটস এই প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ছোট ব্যবসাগুলোকে সমর্থন দিচ্ছে।' অ‍্যাডামস্ মনে করেন, একটি চাকরি ও নিয়মিত বেতনই আমেরিকান স্বপ্নের মূল ভিত্তি। তিনি বলেন, 'প্রতিদিন নিউইয়র্কবাসীরা নিজেদের ও পরিবারের জন্য ভালো ভবিষ্যৎ গড়তে কঠোর পরিশ্রম করেন। নিজেদের জন‍্য একটি বাড়ি কিনতে, কলেজের খরচ জোগাতে এবং অবসর জীবনের জন্য সঞ্চয় করতে তারা এগিয়ে যাওয়ার সুযোগ চান। আর এই অর্থনৈতিক অগ্রগতির পরিসংখ্যান আমাদের অর্থনীতির শক্তি প্রমাণ করে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে, আমাদের প্রশাসন কাজ করে যাচ্ছে যাতে নিউইয়র্কবাসীরা সেই স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছাতে

পারেন।' তিনি যোগ করেন, 'আমাদের প্রশাসন আশা করছে যে, এই বছর মেটস এবং ইয়াঙ্কিস উভয়ই ওয়ার্ল্ড সিরিজে পৌঁছাবে, যাতে আমরা চ্যাম্পিয়নশিপটি নিউ ইয়র্কে আনতে পারি। একই সঙ্গে, এটি নিউইয়র্কবাসীদের পকেটে আরও বেশি অর্থ ফেরত আনবে। আমরা চাই, আমাদের ছোট ব্যবসাগুলোও চ্যাম্পিয়নের মতো লাভবান হোক, আর পরিশ্রমী নিউইয়র্কবাসীরা চ্যাম্পিয়নের মতো মজুরি পাক।' তাই, ২০২৫ সালের মেজর লিগ বেসবল মৌসুমকে স্বাগত জানিয়ে অ‍্যাডামস্, সকল নিউইয়র্কবাসীকে গেম দেখতে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় ব্যবসাগুলোকে সমর্থন করতে অর্থ ব্যয় করার কথা বলেন। তিনি বলেন, 'আমরা নিশ্চিত করতে চাই যে নিউইয়র্ক সিটি বিশ্বব্যাপী ক্রীড়া, রেস্তোরাঁ, কেনাকাটা, বিনোদন এবং পরিবারগুলোর জন্য প্রধান গন্তব্য হিসেবে বজায় থাকবে।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্টিভ জবসের মেয়ে ইভের বিয়ে, হবু স্বামী কে? শুক্রবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় থাইল্যান্ড-কম্বোডিয়ার উত্তেজনা সামরিক সংঘাতে গড়ানোর টাইমলাইন মুখোমুখি সংঘাতে থাইল্যান্ড-কম্বোডিয়া, সামরিক শক্তি কার কেমন সীমান্তবর্তী গ্রাম থেকে পালাচ্ছেন থাই নাগরিকরা রাশিয়ার বিমানটি বিধ্বস্ত, সব আরোহী নিহত থাইল্যান্ডে ব্যাপক হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২ শেষ ম্যাচের বিপর্যয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশের খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ নেই পানি নিষ্কাশনের পথ, ডুবে থাকে বিদ্যালয়ের আঙিনা বিরল প্রজাতির বৃহৎ কচ্ছপ উদ্ধার ক্যাস্পিয়ান সাগরে ইরান-রাশিয়ার যৌথ নৌ মহড়া উত্তরায় বিমান বিধ্বস্তে ঝরে গেল আরও একটি ফুল, না ফেরার দেশে মাহাতাব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২৮০ জমি নিয়ে বিরোধ: কুড়িগ্রামে সংঘর্ষে নিহত ৩ রাতের আঁধারে ‘আওয়ামী লীগ’ সেজে মিছিল, সমন্বয়ক বহিষ্কার কলকাতার দিঘা মোহনায় ধরা পড়লো টনকে টন ইলিশ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি বিমান বিধ্বস্ত: ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর