ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
সজীব ওয়াজেদ জয়: একমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশে স্থিতিশীলতা বয়ে আনতে পারে
জি এম কাদের: ইউনূস সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়
ছাত্রলীগ সন্দেহে এসআই-এর মোবাইল-ল্যাপটপ জব্দের ঘটনায় এসপি-ওসিসহ তিনজনের নামে মামলা
একের পর এক নারীসঙ্গ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, এনসিপি নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড়
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা সাবেক মন্ত্রী পুত্র মুবিন-এর
অবিচলতার সঙ্গে নেতাকর্মীদের আপসহীন সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি
আ.লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ রাশেদের
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন। নির্বাচন করতে চাইলে তাদের পিঠে ছালা বেঁধে মাঠে নামার পরামর্শ দিয়েছেন।
শুক্রবার নিজের ফেসবুকে তিনি এ কথা লেখেন। তার পোস্টটি পাঠকদের হুবুহু তুলে ধরা হলো-
‘সরকার ও নির্বাচন কমিশন বলছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের পদে থাকা নেতারা ইতোমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অর্থকড়ি খরচ করছে। এরা কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নিয়ে এগুচ্ছিল। এখন ভারতের পরামর্শে এরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এরা বুঝতেছে না, এদের মাতা শেখ হাসিনাকে ভারতও রক্ষা করতে পারে নাই। সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠের ছালা বেঁধে
মাঠে নামুন। জনগণ ভারতের দালাল ফ্যাসিবাদের দোসরের প্রতিহত করতে প্রস্তুত আছে। আওয়ামী দোসর ভারতের দালালদের কেউ যদি টাকাপয়সা খেয়ে সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন, জনগণ কিন্তু তাদেরও পঁচা ডিম মারবে, সুতরাং সাবধান ও সতর্ক হন। আবু সাঈদদের রক্তের শপথ, কোনো ভারতীয় দালাল ও আওয়ামী দোসরদের ডামি-মামি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। এর জন্য যদি লড়াই করা লাগে, শক্তভাবেই লড়াই করা হবে। মাঠে নেমে পরিবেশ ঘোলাটে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে শক্তভাবে প্রতিহত করা হবে।’
মাঠে নামুন। জনগণ ভারতের দালাল ফ্যাসিবাদের দোসরের প্রতিহত করতে প্রস্তুত আছে। আওয়ামী দোসর ভারতের দালালদের কেউ যদি টাকাপয়সা খেয়ে সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন, জনগণ কিন্তু তাদেরও পঁচা ডিম মারবে, সুতরাং সাবধান ও সতর্ক হন। আবু সাঈদদের রক্তের শপথ, কোনো ভারতীয় দালাল ও আওয়ামী দোসরদের ডামি-মামি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। এর জন্য যদি লড়াই করা লাগে, শক্তভাবেই লড়াই করা হবে। মাঠে নেমে পরিবেশ ঘোলাটে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে শক্তভাবে প্রতিহত করা হবে।’



