আলিয়া-রণবীরের বিয়ের দিন বেজায় চটেছিলেন প্রতিবেশীরা, কিন্তু কেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫
     ৮:০৯ অপরাহ্ণ

আলিয়া-রণবীরের বিয়ের দিন বেজায় চটেছিলেন প্রতিবেশীরা, কিন্তু কেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ | ৮:০৯ 115 ভিউ
বিয়েতে নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি হবে— এটাই স্বাভাবিক, এ আর নতুন কী। কিন্তু বিয়েটা যদি খোদ কাপুরপুত্র বলিউড অভিনেতা রণবীর কাপুর আর ভাটকন্যা অভিনেত্রী আলিয়া ভাটের হয়, তাহলে তো কথাই নেই। সম্প্রতি রণবীর-আলিয়ার বিয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে কথা বলেছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নিরাপত্তাকর্মী ইউসুফ ইব্রাহিম। যে কিনা শুধু আলিয়া-রণবীর নয়, ক্যাটরিনা-ভিকি ও বরুণ ধানওয়া-নাতাশাসহ আরও বেশ কয়েকজন বড় তারকার বিয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আলিয়া-রণবীরের বিয়েতে নিরাপত্তা দিতে হিমসিম খেতে হয়েছিল বলে জানান ইউসুফ ইব্রাহিম। তাকে খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন সিকিউরিটি কনসালটেন্ট ইউসুফ ইব্রাহিম। ইউসুফ ইব্রাহিম বলেন, আমার জীবনের সবচেয়ে কঠিন বিয়ে ছিল আলিয়া-রণবীরের।

সেখানে মিডিয়া হাউসগুলোর অন্তত ৩৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রতিটি কোম্পানি থেকে কমপক্ষে ১০ জন লোক এসেছিলেন। আর তাদের ভক্ত-অনুরাগীরাও বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন। তিনি বলেন, একই কোম্পানি তাদের প্রতিটি আঞ্চলিক চ্যানেল থেকে চারজন করে লোক পাঠিয়েছিল। গোটা পালি হিলজুড়ে শুধুই মানুষের ভিড় ছিল। পালি হিলের দুদিকে যাওয়ার উভয় রাস্তায় মিডিয়া ও ভক্তদের দ্বারা পূর্ণ ছিল। ভিড় এত বেশি ছিল যে, আমাদের তাদের বিল্ডিং থেকে বের হওয়া অতিথিদের গাড়ির পেছনের দিকে রাস্তা পর্যন্ত দৌড়াতে হয়েছিল। এটি ভয়ঙ্কর চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছিল। কারণ বিয়েতে আমন্ত্রিত অতিথিরাও সেলিব্রিটি ছিলেন। এতটাই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল যে, ওই আবাসনের অন্যান্য বসবাসকারী লোকজনও বিরক্ত হয়ে

পড়েন এবং প্রচণ্ড বিরক্ত ছিলেন। ইউসুফ বলেন, ‘আমরা প্রতিটি শিফটে ৬০ জন লোক ছিলাম এবং আমাদের শিফট ছিল আট ঘণ্টার। তবে আমরা ২৪ ঘণ্টা কাজ করেছি। প্রায় পাগলের মতো অবস্থা ছিল। তিনি বলেন, ওই বিল্ডিংটিতে ঢোকা ও বের হওয়ার জন্য শুধু একটাই গেট ছিল। তাই সবাইকে একই গেট দিয়ে ঢুকতে হচ্ছিল। আর সেই জনাকীর্ণ গেট দিয়ে আমাদের বিয়ের অতিথিদের নিয়ে যেতে হয়েছিল। আর অতিথিরা সবাই ছিলেন সেলিব্রেটি। তিনি আরও বলেন, সেই রাতে সংবাদমাধ্যমও যেন পাগল হয়ে গিয়েছিল। আমি আমার টিমের অর্ধেক ছেলেকে ইউনিফর্ম পরিয়ে রেখেছিলাম এবং বাকিদের সিভিল ড্রেসে রেখেছিলাম, যাতে তারা এটি ভালোভাবে পরিচালনা করতে পারে। তারা আমাকে সব আপডেট

দিত। শুনেছিলাম মিডিয়ার লোকজন নাকি পাঁচিল বেয়ে ওঠারও পরিকল্পনা করে রেখেছিল, ছবি তোলার জন্য। তাই আমি তাদের দেয়াল ঢেকে দেওয়ার নির্দেশ দিলাম। এভাবেই আমরা ম্যানেজ করেছি। ইউসুফ বলেন, তিনি অভিনেত্রী আলিয়া ভাটকে তার প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ারের সময় থেকে চেনেন। আর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির পর রণবীর কাপুরের সঙ্গে কাজ শুরু করেছিলেন বলে জানান ইউসুফ ইব্রাহিম। উল্লেখ্য, অভিনেত্রী আলিয়া ও অভিনেতা রণবীরের বিয়ের অনুষ্ঠান একান্তই পারিবারিক সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর তাদের বিয়ের অনুষ্ঠানের বাইরে প্রায় ৩৫০ জন মিডিয়াকর্মী অপেক্ষা করছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি গণতন্ত্র নয়, লুটতন্ত্র, বিএনপির তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর অভিযোগ বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারই ড. ইউনুসের কৌশল অ-সরকারের সতেরো মাস : তিনগুণ খেলাপি ঋণ, শূন্য বিনিয়োগ ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যারা দেশকে জিম্মি করে রেখেছে আলাদিনের প্রদীপ থেকে বেরিয়ে আসা জ্বীনের কবলে যখন খোদ আলাদিনেরাই! ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য! লাশ নিয়ে টালবাহানা করিও না’—মৃত্যুর আগে সন্তানদের প্রতি রফিকুল্লা আফসারীর আবেগঘন ভিডিও বার্তা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে “মুক্তিযোদ্ধারা’ই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের ঋণ শোধ হবার নয়” একুশে ফেব্রুয়ারি শহীদ মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসমতে জ্ঞান ও বিদ্যার দেবী পূজার ছুটি বাতিল ছুটির এই তালিকা প্রকাশ করেছে আইনশৃঙ্খলার অজুহাতে আবহমান বাংলার সংস্কৃতির ওপর পরিকল্পিত আঘাত—ফরিদপুরে বন্ধ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব! ইন্ডিয়া যদি আমাদের সাহায্য না করতো, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পারতো না দেশটা স্বাধীন করতে” –বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগবিহীন নির্বাচন, একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত মহাজন ইউনুসের গণতন্ত্র : ১২২টি ফাঁদ ও একটি ভোট রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন: ঘটনাস্থল থেকে ব্যানার উদ্ধার খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক ঢাকার ভোটে কারচুপির ভয়ানক নীলনকশা: ২০ আসনে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির: খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রশংসায় ভাসছেন সজীব ওয়াজেদ জয় চরমোন্তাজে এসআই রাতুলের ঘুষ বাণিজ্যের রামরাজত্ব: জিম্মি আ.লীগ পরিবার, রেহাই পাচ্ছে না নারীরাও