 
                                                        
                                ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
 
                                সন্ত্রাসবিরোধী অভিযানে ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা নিহত
 
                                অচিরেই শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ?
 
                                বছরে ৭৫০০ শরণার্থী আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র, অগ্রাধিকার পাবেন কারা?
 
                                গতি বাড়িয়ে ‘মেলিসা’ এগোচ্ছে বারমুডার দিকে, মৃত্যু বেড়ে ৪৯
 
                                বন্যায় প্লাবিত নিউ ইয়র্ক, ২ জনের মৃত্যু
 
                                পাকিস্তানের জেনারেলের লাগেজে ডামি অ্যাসল্ট রাইফেল, ঢাকা বিমানবন্দরে অস্বস্তি
 
                                আধুনিক ব্যালাস্টিক হেলমেটে সজ্জিত আরসা সদস্যরাঃ বৈদেশিক শক্তির সহয়তার আভাস
আমেরিকা দখল কেন অসম্ভব?
 
                             
                                               
                    
                         বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র, যেটি প্রায় শতাব্দী ধরে তার বিশাল ভূখণ্ড, শক্তিশালী সামরিক বাহিনী এবং প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজেকে অদম্য এক শক্তিতে পরিণত করেছে। দেশটির ভূখণ্ড এতটাই শক্তিশালী যে, শত্রুদের জন্য আক্রমণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান একটি অদ্ভুত ক্ষতিকর অস্ত্র ব্যবহার করেছিল, যেটি ছিল বেলুন বোমা। ১৯৪৫ সালে জাপান প্রশান্ত মহাসাগরের ওপার থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আঘাত হানার জন্য সেগুলো পাঠায়। এই বেলুনগুলো ছিল পরিকল্পিতভাবে এমনভাবে তৈরি যা আকাশে ভেসে চলে গিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পৌঁছানোর পরে বিস্ফোরিত হতে পারতো।
১৯৪৫ সালের ৫ মে যুক্তরাষ্ট্রের অরেগনের পাহাড়ি অঞ্চলে একটি বেলুন ধীরে ধীরে নেমে আসার 
পর, তা বিস্ফোরিত হয় এবং এতে ৬ জনের মৃত্যু হয়। এই ঘটনাটি ছিল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে একমাত্র প্রাণহানীর ঘটনা। বিশ্বের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র এক অনন্য অবস্থান ধরে রেখেছে। বিশাল ভূখণ্ড, সুদৃঢ় প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে এমন একটি দূর্গে পরিনত করেছে, যাকে আক্রমণ করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের পূর্বে আটলান্টিক মহাসাগর ও পশ্চিমে প্রশান্তমহাসাগর এই দুই মহাসাগর শত্রুদের জন্য সবচেয়ে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে। শুধু এটিই নয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও শত্রুদের জন্য একটি বড় বাঁধা। যা বেধ করে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা প্রায় অসম্ভব বললেই চলে।
                    
                                                          
                    
                    
                                    পর, তা বিস্ফোরিত হয় এবং এতে ৬ জনের মৃত্যু হয়। এই ঘটনাটি ছিল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে একমাত্র প্রাণহানীর ঘটনা। বিশ্বের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র এক অনন্য অবস্থান ধরে রেখেছে। বিশাল ভূখণ্ড, সুদৃঢ় প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে এমন একটি দূর্গে পরিনত করেছে, যাকে আক্রমণ করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের পূর্বে আটলান্টিক মহাসাগর ও পশ্চিমে প্রশান্তমহাসাগর এই দুই মহাসাগর শত্রুদের জন্য সবচেয়ে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে। শুধু এটিই নয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও শত্রুদের জন্য একটি বড় বাঁধা। যা বেধ করে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা প্রায় অসম্ভব বললেই চলে।



