আমরা কারও এজেন্ডা নিয়ে কাজ করছি না: সিইসি – ইউ এস বাংলা নিউজ




আমরা কারও এজেন্ডা নিয়ে কাজ করছি না: সিইসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:১১ 12 ভিউ
নির্বাচনি আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা একটি অবাধ ও নিরেপক্ষ নির্বাচন দিতে চাই। আমরা কারও এজেন্ডা নিয়ে কাজ করছি না। ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছি।’ রোববার বাংলাদেশ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কারসাজি করে ভোটে জয়ের মুখ দেখা গেলেও আখেরে যে তা দলেরই ক্ষতি ডেকে আনে তা মনে করিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আমি একটা কথা বলতে চাই, আমরা সব সময় ভুলে যাই,

ইতিহাস সাক্ষ্য দেয়- ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাতত দৃষ্টিতে জেতা যায়। কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে, আখেরে টেকা যায় না। সিইসি বলেন, বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। যদি এ স্বপ্ন বাস্তবায়ন না হয় তাহলে যারা আহত ও শহীদ হলো তাদের সঙ্গে বেইমানি করা হবে। ভোট কেন্দ্রে ভোট দেওয়া এখন আর শুধু অধিকার নয়, এটা একটা দায়িত্বও। আমাদের ওপরে মানুষের প্রত্যাশা অনেক বেশি। অন্য কোনো ইসির ওপর এতো প্রত্যাশ ছিলো না। এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, আইন অনুযায়ী ২ মার্চ ভোটার তালিকা চূড়ান্ত করতে হয়। এর মধ্যে আমাদের আবার বাড়ি বাড়ি

গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হচ্ছে। এ জন্য জুনের মধ্যে আরেকটা ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে। সারা দিন-রাত ভোটার তালিকা প্রস্তুতের কাজ করছে ইসির কর্মকর্তারা। রমজান মাসের কথা উল্লেখ করে সিইসি সবার কাছ থেকে নিরপেক্ষভাবে কাজ করার ওয়াদা নেন। মরা নির্বাচন নিয়ে আর বিলাপ করতে চাই না। বিলাপের দিন শেষ, এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে। ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য ভালো হয়না। প্রত্যাশা কেউ এই কাজ করবেন না। আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। সবার সহযোগিতা চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আলাদিনের চেরাগ’ ইউনাইটেড গ্রুপে মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ভুয়া নথির ঋণ ছাড়ে এসকে সুরের প্রভাব ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি ইবাদতের ভরা মৌসুম শুরু হলো চকরিয়ায় সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই ওসিকে প্রত্যাহার ৫৪ বছরেও মেলেনি পর্যটনকেন্দ্রের স্বীকৃতি মুক্তিযুদ্ধে ধরা পড়তে পড়তে বেঁচে যাওয়া ভারতের সঙ্গে ৪ স্থলবন্দর বন্ধের সুপারিশ গাজায় ফের যুদ্ধ শুরু করতে পরে ইসরাইল রমজানে আমিরাতে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড় ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে অনুমোদন উত্তরাখণ্ডে তুষারধসে নিহত বেড়ে ৮ নারী-পুরুষ কেউ যেন পাবলিক প্লেসে ধূমপান না করে রোজার শিক্ষা কাজে লাগালে প্রত্যাশিত দেশ গড়া যাবে যেভাবে ১২ বছরের আয়মানকে গুলি করে মারল ইসরাইলি সেনা সপরিবারে ‘অজ্ঞাত স্থানে’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জাতীয় নির্বাচনে সব দলের সমান সুযোগ চায় জাতিসংঘ টাকা না পেলে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি রমজানের দ্বিতীয় দিনেও ইসরাইলি হামলা, হতাহত ১০