
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

শাহরুখপত্নী গৌরীর রেস্তোরাঁয় ‘নকল পনির’! ইউটিউবারের অভিযোগ নিয়ে তোলপাড়

নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে ঊর্বশী

সহকর্মীর প্রতি জিনা ওর্তেগার নজিরবিহীন ভালোবাসা

জীবন্ত ছবি হঠাৎই স্মৃতি হয়ে গেল: পলাশ

ফিলিস্তিনের জনপ্রিয় শিল্পীকে হত্যা

স্বজনের মনমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে মন ছুঁয়ে যায় দর্শকদের

রাগ হলেই ঘরের দরজা ভেঙে ফেলেন পাকিস্তানি এই অভিনেত্রী!
আবারও সম্পর্কে জড়াচ্ছেন মালাইকা-অর্জুন?

দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক গত বছরে ইতি টেনেছিলেন বলিউড জুটি মালাইকা ও অর্জুন। তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিচ্ছেদের পর থেকে দুই তারকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট। তবে আবারও দুজনকে একসঙ্গে দেখা গেছে। তাতেই গুঞ্জন উঠেছে, সম্পর্ক কি আবারও জোড়া লাগতে যাচ্ছে!
শুক্রবার রাতের এক অনুষ্ঠানে তাদের দুজনকে দেখা গেছে। মালাইকা এদিন নজর কেড়েছিলেন কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে। অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। দুজনকেই অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরিয়ে আসতে দেখা গেছে। কিন্তু একসঙ্গে ক্যামেরাবন্দি করা যায়নি তাদের।
তবে এর পর থেকেই তারকা দম্পতির সম্পর্কে ফেরার গুঞ্জন। গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের
বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দুজনের এক ঘনিষ্ঠ সূত্রও বিচ্ছেদের ঘটনা নিশ্চিত করেছিলেন। তারও কদিন পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করেন। এরপর মালাইকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল—‘আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।‘ তখন তাদের সম্পর্কের ইতি টানার বিষয়টি সামনে আসে। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। তারপর থেকেই তাদের অসমবয়সি প্রেম আলোচনায় রয়েছে। বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন।
বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দুজনের এক ঘনিষ্ঠ সূত্রও বিচ্ছেদের ঘটনা নিশ্চিত করেছিলেন। তারও কদিন পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করেন। এরপর মালাইকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল—‘আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।‘ তখন তাদের সম্পর্কের ইতি টানার বিষয়টি সামনে আসে। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। তারপর থেকেই তাদের অসমবয়সি প্রেম আলোচনায় রয়েছে। বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন।