আফ্রিকার তিনটি দেশে ফিলিস্তিনিদের পাঠাতে চায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫
     ১০:২২ অপরাহ্ণ

আফ্রিকার তিনটি দেশে ফিলিস্তিনিদের পাঠাতে চায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ | ১০:২২ 79 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে পূর্ব আফ্রিকার তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুক্রবার (১৪ মার্চ) মার্কিন বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রস্তাবের পর সুদান তা তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছে। সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা দাবি করেছেন, তাদের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র বা ফিলিস্তিন সম্পর্কিত কোনো প্রস্তাব নিয়ে যোগাযোগ করা হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে, সোমালিয়া ও সোমালিল্যান্ডের তথ্যমন্ত্রীর কার্যালয়ে ফোন করা

হলেও কোনো উত্তর মেলেনি। উল্লেখ্য, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের পুনর্বাসনের প্রস্তাব দেন, যার মাধ্যমে তারা জর্ডান, মিসর এবং অন্যান্য আরব দেশে পুনর্বাসিত হবে। এই সময় ট্রাম্প গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ বানানোর পরিকল্পনাও পেশ করেন। ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ফিলিস্তিনিদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এতে তাদের গাজা থেকে স্থায়ীভাবে উচ্ছেদের ভয় স্পষ্ট হয়েছে। তবে, ইসরায়েল ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ এবং বিশেষত আরব রাষ্ট্রগুলি এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। অপরদিকে, মিসর গাজা পুনর্গঠনে বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে। চলতি মাসে আরব লীগের সম্মেলনে কায়রোর প্রস্তাবটি আরব নেতাদের সমর্থন লাভ করেছে। ৫৩ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পের মধ্যে

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রয়োজনীয়তা নেই, যা গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠনে সহায়ক হবে। মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তারা গোপন কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছে। তবে, কতটা অগ্রগতি হয়েছে বা আলোচনা কোথায় চলছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এই আলোচনা পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে আর্থিক, কূটনৈতিক এবং নিরাপত্তামূলক বিভিন্ন প্রণোদনা প্রস্তাব করতে পারে। পাঁচ বছর আগে ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল এবং চারটি আরব দেশের মধ্যে চুক্তি সম্পাদন করেছিলেন, যা এখন একটি সফল কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। রন ডারমার, যিনি ইসরায়েলের মন্ত্রিসভা সদস্য এবং নেতানিয়াহুর

ঘনিষ্ঠ সহযোগী, তিনিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যিনি দীর্ঘদিন ধরে ‘স্বেচ্ছায়’ ফিলিস্তিনিদের দেশত্যাগের পক্ষেই ছিলেন, এ সপ্তাহে বলেছেন যে, ইসরায়েল বিভিন্ন দেশ খুঁজছে যাতে ফিলিস্তিনিদের গ্রহণ করা হয়। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েল তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি ‘বিশাল অভিবাসন বিভাগ’ প্রস্তুত করছে। প্রসঙ্গত, সুদান উত্তর আফ্রিকার দেশটি ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য সম্মত হয়েছিল। এর ফলে, যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তার তালিকা থেকে বাদ দেয় এবং দেশটি আন্তর্জাতিক ঋণ এবং বৈশ্বিক বৈধতা লাভ করে। কিন্তু, সুদান তখন থেকে গৃহযুদ্ধে প্রবাহিত হয় এবং সরকারী বাহিনী ও আরএসএফ প্যারামিলিটারির মধ্যে

সংঘর্ষ চলতে থাকে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো এই সংঘর্ষে জাতিগতভাবে উদ্বেগজনক হত্যাকাণ্ড এবং ধর্ষণের কথা জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে। তৎকালীন বাইডেন প্রশাসন জানায় যে, আরএসএফ এবং এর পৃষ্ঠপোষকরা গণহত্যা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ব্রেন ডেথ’ কী, এটা থেকে কখনো সেরে ওঠা যায়? মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ ঋণের জালে আটকে পড়া বাংলাদেশ: ইউনুসের অবৈধ সরকারের ব্যর্থতার চূড়ান্ত প্রমাণ হাদির ওপর গুলি: পূর্বেই ‘সাজানো হামলার’ ভবিষ্যদ্বাণী করে ভাইরাল ফেসবুক স্ট্যাটাস! আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের জোরালো উদ্যোগ: নেতৃত্বে ভারত, সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই ‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো