আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার প্রত্যাশা বাড়ছে – ইউ এস বাংলা নিউজ




আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার প্রত্যাশা বাড়ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৫ 23 ভিউ
কথিত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে ছয় মাসের ব্যবধানে ভোটারদের মনোভাবে পরিবর্তনের ইংগিত এসেছে ভোট সামনে রেখে পরিচালিত এক জরিপে। গত এক বছরে অন্তর্বর্তী সরকার ও তাদের জঙ্গি দোসরদের অত্যাচার-নির্যাতনের পরিপ্রেক্ষিতে অনেকের বোধোদয় ঘটছে যে, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল। শেখ হাসিনার আমলে তারা অনেক নিরাপদ ছিলেন। আর্থিকভাবে নিরাপদবোধ করেছেন। আয়ের সবগুলো পথ বিস্তৃত ছিল। কিন্তু এখন ইউনূসের নেতৃত্বাধীন সরকার ও তাদের দোসরদের অন্যায়-অপকর্ম-দুর্নীতি-দখলবাজি আর চাঁদাবাজির মাত্রা এতটাই বেড়েছে যে, আগের ৫৩ বছরে তা কেউ দেখেননি। আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট নেই। আদালতের ভেতরেও কেউ নিরাপদ নন। আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও। অবাক বিস্ময়ে গোটা জনগোষ্ঠি অবলোকন করছে জঙ্গি সমর্থক আইনজীবীদের আচরণে। তারা

ভিন্নমতাবলম্বী রাজনীতিক-ব্যবসায়ী-পেশাজীবী-সাংবাদিকদের ওপর হামলে পড়ছে। বীর মুক্তিযোদ্ধাগণকেও অপমান করা হচ্ছে। শিক্ষাঙ্গণে চলছে টোকাইদের রাজত্ব। এসব কারণে মানুষ এখোন তীলে তীলে অনুভব করছেন যে, তারা খাল কেটে কুমির এনেছেন। ইনোভিশন কনসাল্টিং পরিচালিত ‘জনগণের নির্বাচন ভাবনা’ জরিপে এমন মনোভাবেরই প্রকাশ ঘটেছে বলে জানা গেছে। তবে এই জরিপকেও একেবারেই নিরঙ্কুশ ভাবার অবকাশ নেই। জরিপ পরিচালনাকারিরা হয়তো জঙ্গি-সন্ত্রাসী হামলার আতংকে বিএনপি-জামাতকেই অধিক জনপ্রিয় করার চেষ্টা চালিয়েছেন। তবে পুলিশ-প্রশাসন নিরপেক্ষ তথা সত্যিকারের আইনের শাসন বহাল থাকলে জরিপ ফলাফল একেবারেই পাল্টে যাবে বলে সুধীজনের ধারণা। জানা গেছে, ইনোভিশন কনসাল্টিং পরিচালিত ‘জনগণের নির্বাচন ভাবনা’ জরিপের সেপ্টেম্বর পর্বের ফলাফলে দেখা যাচ্ছে, যারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সে

সিদ্ধান্ত নিয়েছেন এবং তা প্রকাশ করেছেন, তাদের ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছেন। গত মার্চে প্রেথম পর্বের জরিপে এই হার ছিল ১৪ শতাংশ। অন্যদিকে কমেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে ভোট দিতে আগ্রহীর হার। ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়, তাতে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন ভোটার। দেশের ৬৪ জেলার ৫২১টি ওয়ার্ডে এ জরিপ পরিচালনা করে ইনোভিশন কনসাল্টিং। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আরকাইভস ভবনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারোয়ার। তিনি বলেন, “মূলত আগামী নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে তা দেখার চেষ্টা করেছি।” কথিত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ভারতে পালিয়ে যান দলটির নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই বিদেশে বা আত্মগোপনে আছেন। কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। ‘আন্দোলন দমনে শত শত মানুষকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সব কার্যক্রম। নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। ফলে বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলটির আপাতত নির্বাচন করার পথ বন্ধ। রুবাইয়াত সারোয়ার বলেন, মোট ১০ হাজার ৪১৩ জন ভোটার সেপ্টেম্বরের ‘জনগণের নির্বাচন ভাবনা’ জরিপে অংশগ্রহণ করলেও তাদের

মধ্যে ৫ হাজার ৬৭৩ জন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নিয়েছেন এবং তা জরিপের মধ্যে প্রকাশ করেছেন। ফলাফলে দেখা যাচ্ছে, তাদের মধ্যে আওয়ামী লীগকে ভোট দিতে আগ্রহীদের হার বাড়লেও ভোটের মাঠে থাকা বেশিরভাগ দলের ক্ষেত্রে তা কমেছে। সমর্থনে সবচেয়ে এগিয়ে আছে বিএনপি, সেপ্টেম্বরের জরিপে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্চে এই হার ছিল একটু বেশি, ৪১ দশমিক ৭০ শতাংশ। জামায়তে ইসলামীর ক্ষেত্রে এই হার মার্চের ৩১ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩০ দশমিক ৩০ শতাংশ হয়েছে। আর এনসিপির ক্ষেত্রে ৫ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৪ দশমিক ১০ শতাংশ; জাতীয় পার্টির

ক্ষেত্রে ১ শতাংশ থেকে দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে। ব্যতিক্রম শুধু ইসলামী আন্দোলন। তাদের ভোট দিতে আগ্রহীর সংখ্যা মার্চের ২ দশমিক ৫০ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ১০ শতাংশ হয়েছে। আগামী সরকার গঠনে সবচেয়ে যোগ্য দল কোনটি এমন প্রশ্নে ৩৯ দশমিক ১ শতাংশ উত্তরদাতা রায় দিয়েছেন বিএনপির পক্ষে। এছাড়া ১৭ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে, ২৮ দশমিক ১ শতাংশ জামায়াতকে, ৪ দশমিক ৯ শতাংশ এনসিপিকে এবং ১০ দশমিক ২ শতাংশ অন্যান্য দলের পক্ষে মত দিয়েছেন। প্রশ্ন ছিল, রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী নির্বাচন করতে না পারলে তাদের ভোট কোথায় যাবে। যারা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং মতামত প্রকাশ করেছে, তাদের ৪৫ দশমিক

৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, সেই ভোট বিএনপি পাবে। এছাড়া ৩৩ দশমিক ৫ শতাংশ জামায়াত, ৪ দশমিক ৭ শতাংশ এনসিপি, ৩ দশমিক ৮ শতাংশ ইসলামী আন্দোলন এবং ২ দশমিক ১ শতাংশ জাতীয় পার্টির কথা বলেছেন। আওয়ামী লীগকে যারা সবচেয়ে উপযুক্ত মনে করেন, এমন ১ হাজার ৮৪০ জন ভোটারের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের বিচারে দ্বিতীয় উপযুক্ত দল কোনটি। সেখানে ৪৯ দশমিক ৫ শতাংশের রায় গেছে বিএনপির বাক্সে। ১৭ দশমিক ৯ শতাংশ জামায়াত, ৩ দশমিক ৪ শতাংশ এনসিপি, ১ দশমিক ২ শতাংশ ইসলামী আন্দোলন এবং ৮ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা জাতীয় পার্টিকে দ্বিতীয় উপযুক্ত দল মনে করার কথা বলেছেন। আর ১৭ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা কোনো দলকে দ্বিতীয় উপযুক্ত মনে করেন না। ভোটের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষে রায় বেড়েছে, উল্টো ঘটেছে জামায়াতের ক্ষেত্রে। জেন জি ও নারীদের মধ্যে জামায়াতের সমর্থন বেশি। শিক্ষা বাড়ার সঙ্গে ভোটাররা মত দিয়েছেন জামায়াতের পক্ষে, উল্টো ঘটেছে বিএনপির বেলায়। সেপ্টেম্বরের জরিপে দেখা গেছে, অধিকাংশ ভোটার ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই বাংলাদেশের ভালো সম্পর্ক চায়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার মত তুলনামূলকভাবে কম। জরিপে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে জরিপে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে ৮ দশমিক ০ শতাংশ পাকিস্তানের সঙ্গে দূরত্ব চান। আর ভারতের সঙ্গে দূরত্ব চান ১৫ দশমিক ১০ শতাংশ। ভবিষ্যৎ সরকারের কাছে কী প্রত্যাশা-এই প্রশ্নে মার্চে সবচেয়ে বেশি ৭১ দশমিক ২ শতাংশ বলেছিলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দাবির কথা। সেপ্টেম্বরের জরিপে অংশগ্রহণকারীদের প্রাধিকার বদলে গেছে। সবচেয়ে বেশি ৫৭ দশমিক ৫ শতাংশ বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশার কথা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পিপিআরসি জরিপ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০% মানুষের উদ্বেগ ও শঙ্কা কালীগঞ্জে হিন্দু নারী ধর্ষণ: মিমাংসার প্রস্তাবে রাজি না হলে গুম করার হুমকি ১০৪ সদস্যের লটবহর নিয়ে ড. ইউনূসের নিউইয়র্ক সফর: জনগণের অর্থের শ্রাদ্ধ করে প্রাপ্তিযোগ কী? দেশে থেমে গেছে বিনিয়োগ: সংকোচন, স্থবিরতা ও অনিশ্চয়তার দুষ্টচক্রে অর্থনীতি জাতিসংঘে ট্রাম্পের বক্তৃতার সময় ‘নাশকতার’ অভিযোগ: তদন্তের দাবি জেএফকের মতোই ড. ইউনুস একদিন সঙ্গীদের ছেড়ে দেশ থেকে পালাবেন! আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার প্রত্যাশা বাড়ছে ‘অন্যায় চলতে থাকলে প্রতিক্রিয়া আসবেই’— মোহাম্মদ এ. আরাফাতের হুঁশিয়ারি আন্তর্জাতিক অপশক্তির সাথে সম্পৃক্ত শিশু বক্তার দম্ভোক্তি: আমরা এখন আর আঞ্চলিক খেলোয়াড় না বন্ধ হচ্ছে সিইপিজেডের কারখানাগুলো: সংকট ধামাচাপায় সংবাদ প্রকাশে বাধা দিলেও দাবিয়ে রাখা যায়নি শ্রমিকদের অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি নিজ ভূখণ্ডে পাকি বিমানবাহিনীর বোমাবর্ষণ: নারী-শিশুসহ নিহত ৩০, অস্বীকার সরকারের অন্ধকারের হাতছানি বিগ চেঞ্জ পদক পেয়ে ড. ইউনূস: মানুষের সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ দূর্গাপুজায় ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় চট্টগ্রামঃ উচ্চ ঝুঁকিতে পাঁচ জেলা বাণিজ্য সচিব নিয়োগে এনসিপি নেতা নাহিদকে ৩৫ কোটি টাকা ঘুষ প্রদানের অভিযোগ অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে রাজধানীতে আজ কোথায় কী