‘অহংকারী’ ভারতের পতনের আশায় পাকিস্তানে হিন্দুদের প্রার্থনা – ইউ এস বাংলা নিউজ




‘অহংকারী’ ভারতের পতনের আশায় পাকিস্তানে হিন্দুদের প্রার্থনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৭ 35 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০১৭ সালের সবশেষ আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতে সরফরাজ আহমেদের পাকিস্তান। সেই ট্রফি ধরে রাখার ভিশন সামনে রেখে এবারের আসরে মাঠের লড়াইয়ে নামে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও তেমন সুবিধা করতে পারেনি দলটি। ৫০ ওভার শেষ না খেলেই গুটিয়ে গেছে ২৪১ রানে। জবাবে জয়ের লক্ষ্যে ছুটছে ভারত। তবে ভারতের বিপক্ষে এই ম্যাচে নিজ দেশের জন্য ব্যাপকভাবে দোয়া ও প্রার্থনা করছে পাকিস্তানের জনগণ। বিশেষ করে পাকিস্তানের হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় ভারতের বিরুদ্ধে এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন

এবং তারা পাকিস্তান ক্রিকেট দলের প্রতি জোরালো সমর্থন জানাচ্ছেন। শুধু তা-ই নয়, পাকিস্তানের বিভিন্ন মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা এবং পূজা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সবাই পাকিস্তানের বিজয়ের জন্য নিজ নিজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা এদিন হিন্দু সম্প্রদায় তাদের মন্দিরগুলোতে বিশেষ পূজা আয়োজন করেছে, যেখানে তারা পাকিস্তান ক্রিকেট দলের জয় কামনা করেছে। এমনই এক সমর্থক বলেন, ‘পাকিস্তানের শাহীনেরা ভারতের অহংকারকে ভেঙে দিয়ে একটি নির্ধারিত জয় অর্জন করবে’। খ্রিস্টান সম্প্রদায়ের দোয়া একইভাবে দেশটির খ্রিস্টান সম্প্রদায় তাদের গির্জায় বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করেছে। তারা মনে করে, ‘পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটি অপমানজনক হারিয়ে জাতীয় গর্ব বৃদ্ধি করবে’। এক ভক্ত জানিয়েছেন, ‘ভারত অহংকারী। তাই তারা পাকিস্তানে আসেনি।

ঈশ্বর এমন অহংকারকে পদদলিত করবে’। জাতীয় ঐক্য ও উত্সাহ এই ইভেন্টের মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় একসঙ্গে ক্রিকেটের জন্য তাদের একক উদ্দীপনা এবং দলের প্রতি অবিচল সমর্থন দেখিয়েছে। নিজ দলের প্রতি এই একতা ও উত্সাহ দেশজুড়ে শেয়ার করা ক্রিকেটের প্যাশন এবং পাকিস্তান ক্রিকেট দলের জন্য দৃঢ় সমর্থনকে প্রতিফলিত করে। সূত্র: জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১০ বছরের সাজায় ১৯ বছর পলাতক, তবুও… আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি দিল এনসিপি তোমার নানাকে বইলো লাখ পাঁচেক টাকা দিতে এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব কেন? জানালেন মার্কিন বিশ্লেষক পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা, চট্টগ্রামে আমরণ অনশন কর্মসূচির হুঁ আমরণ অনশনে চবির চারুকলার শিক্ষার্থীরা গণিত পরীক্ষা খারাপ হওয়ায় হাজীগঞ্জে কেন্দ্র ভাঙচুর আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ ভোলা-বরিশাল সেতুর দাবিতে বিক্ষোভ সমাবেশ নতুন পোপ নির্বাচনে ভ্যাটিকানের রহস্যঘেরা প্রক্রিয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে গাজার ‘ভয়াবহ অবিচার’ হচ্ছে, বললেন মিসরের কপটিক পোপ ‘বিসিবি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে’ ১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর জন্য গুরুত্বপূর্ণ রেকর্ড উচ্চতায় সোনার দাম, প্রভাব পড়বে বাংলাদেশেও! দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ সালাহ-ভিনিরা পিছিয়ে গেছেন, ব্যালন ডি’অরের দৌড়ে এখন এগিয়ে কারা সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট চালু করল ইউএস-বাংলা শিগগিরই বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ