‘অহংকারী’ ভারতের পতনের আশায় পাকিস্তানে হিন্দুদের প্রার্থনা – ইউ এস বাংলা নিউজ




‘অহংকারী’ ভারতের পতনের আশায় পাকিস্তানে হিন্দুদের প্রার্থনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৭ 61 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০১৭ সালের সবশেষ আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতে সরফরাজ আহমেদের পাকিস্তান। সেই ট্রফি ধরে রাখার ভিশন সামনে রেখে এবারের আসরে মাঠের লড়াইয়ে নামে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও তেমন সুবিধা করতে পারেনি দলটি। ৫০ ওভার শেষ না খেলেই গুটিয়ে গেছে ২৪১ রানে। জবাবে জয়ের লক্ষ্যে ছুটছে ভারত। তবে ভারতের বিপক্ষে এই ম্যাচে নিজ দেশের জন্য ব্যাপকভাবে দোয়া ও প্রার্থনা করছে পাকিস্তানের জনগণ। বিশেষ করে পাকিস্তানের হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় ভারতের বিরুদ্ধে এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন

এবং তারা পাকিস্তান ক্রিকেট দলের প্রতি জোরালো সমর্থন জানাচ্ছেন। শুধু তা-ই নয়, পাকিস্তানের বিভিন্ন মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা এবং পূজা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সবাই পাকিস্তানের বিজয়ের জন্য নিজ নিজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা এদিন হিন্দু সম্প্রদায় তাদের মন্দিরগুলোতে বিশেষ পূজা আয়োজন করেছে, যেখানে তারা পাকিস্তান ক্রিকেট দলের জয় কামনা করেছে। এমনই এক সমর্থক বলেন, ‘পাকিস্তানের শাহীনেরা ভারতের অহংকারকে ভেঙে দিয়ে একটি নির্ধারিত জয় অর্জন করবে’। খ্রিস্টান সম্প্রদায়ের দোয়া একইভাবে দেশটির খ্রিস্টান সম্প্রদায় তাদের গির্জায় বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করেছে। তারা মনে করে, ‘পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটি অপমানজনক হারিয়ে জাতীয় গর্ব বৃদ্ধি করবে’। এক ভক্ত জানিয়েছেন, ‘ভারত অহংকারী। তাই তারা পাকিস্তানে আসেনি।

ঈশ্বর এমন অহংকারকে পদদলিত করবে’। জাতীয় ঐক্য ও উত্সাহ এই ইভেন্টের মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় একসঙ্গে ক্রিকেটের জন্য তাদের একক উদ্দীপনা এবং দলের প্রতি অবিচল সমর্থন দেখিয়েছে। নিজ দলের প্রতি এই একতা ও উত্সাহ দেশজুড়ে শেয়ার করা ক্রিকেটের প্যাশন এবং পাকিস্তান ক্রিকেট দলের জন্য দৃঢ় সমর্থনকে প্রতিফলিত করে। সূত্র: জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩৬ বছর স্বামী থেকে আলাদা আলকা কেন আফগানিস্তানেই নজর চীন, ভারত ও পাকিস্তানের? আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প কোনো যুদ্ধবিরতি, ‍কোনো চুক্তি হয়নি : বৈঠকের ফল ‘শূন্য’ বিশ্ববাজারে বাড়ল ভোজ্যতেলের দাম দুই কারণে বাড়ল জ্বালানি তেলের দাম স্ত্রীর প্রেমিককে গণধোলাই দিতে বললেন হিরো আলম ফেসবুকে কথাকাটাকাটি, টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার পুতিনকে ট্রাম্পপত্নীর গোপন চিঠি, কী আছে এতে? পুতিনের মাথার ওপরেই কেন বোমারু বিমান ওড়াল যুক্তরাষ্ট্র ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ংকর? ‘আমি গৃহবন্দি’, জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার