অস্ট্রেলিয়ায় ভারতের লজ্জার দিন… – ইউ এস বাংলা নিউজ




অস্ট্রেলিয়ায় ভারতের লজ্জার দিন…

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ | ৫:১৭ 93 ভিউ
তিন দিনের কম সময়ে শেষ হলো অ্যাডিলেড টেস্ট। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র আড়াই দিনে শেষ হয়েছে ম্যাচ। আজ রোববার (৮ ডিসেম্বর) ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে স্বাগতিক অসিরা। প্রথম ইনিংসে ভারতের করা ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া তোলে ৩৩৭ রান। লিড পায় ১৫৭ রানের। ভারতের ব্যাটিং ব্যর্থতা ছিল দ্বিতীয় ইনিংসেও। গুটিয়ে যায় ১৭৫ রানে। অসিদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান। কোনো উইকেট না হারিয়ে যা হেসেখেলেই তাড়া করে দলটি। গোলাপি বলের দিবারাত্রির ম্যাচের দ্বিতীয় দিনে গতকাল পাঁচ উইকেটে ১২৮ রান নিয়ে দিন শেষ করে ভারত। আজ তৃতীয় দিন সেই সংগ্রহ বেশিদূর নিতে পারেননি

রোহিত-কোহলিরা। ৪৭ রানে পতন ঘটে শেষ পাঁচ উইকেটের। গতকালের অপরাজিত দুই ব্যাটার ঋষভ পন্ত ও নিতিশ কুমার রেড্ডি টিকতে পারেননি বেশিক্ষণ। ২৮ রান করে মিচেল স্টার্কের শিকার হন তিনি। ৪২ করা রেড্ডিকে ফেরান প্যাট কামিন্স। ভারতের শেষ চার ব্যাটার মিলে এরপর তোলেন মাত্র ১৬ রান। ফলে, মাত্র ১৮ রানের লিড নিতে পারে তারা। অস্ট্রেলিয়ার পক্ষে অধিনায়ক তুলে নেন ফাইফার। ৫৭ রানে পাঁচ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধসিয়ে দেন তিনি। ৫১ রানে তিন শিকার করেন স্কট বোল্যান্ড। ৬০ রান দিয়ে দুই উইকেট পান স্টার্ক। ১৯ রানের লক্ষ্যে নেমে ৩.২ ওভারে দলকে জয়ের বন্দরে নোঙর করান দুই অসি ওপেনার নাথান ম্যাকসুয়েনি ও উসমান খাজা।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৪০ রানের চমৎকার ইনিংস খেলা ট্রাভিস হেড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার স্বাস্থ্যব্যবস্থা অসহায়! বিধ্বস্তের আগে কন্ট্রোল রুমে কী বলেছিলেন পাইলট তৌকির মধ্যপ্রাচ্য : বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র টঙ্গীতে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি বিভিন্ন বিলে অবাধে পোনাসহ মাছ নিধন জাপানের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তির দাবি ট্রাম্পের ভারতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির সোমবার মাইলস্টোনে ‘অনভিপ্রেত’ ঘটনা নিয়ে যা বলছে আইএসপিআর স্কুলে উড়োজাহাজ বিধ্বস্তের কিছু ঘটনা স্কুলে বিমান দুর্ঘটনা কি এবারই প্রথম? তারকাবিহীন ‘সাইয়ারা’ জ্বরে ভারত, ৩ দিনে হলো কত আয় বাসায় ফিরেছেন ফরিদা পারভীন টিকটকে ভাইরাল ‘পার্ল ইয়াররিং থিওরি’ আসলে কী, জানেন? নিউইয়র্কে ‘আমরা মুজিব’র পুনর্মিলনী সমাবেশ গোপালগঞ্জে সৃষ্টি হলো ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের শর্তে জাতীয় নিরাপত্তা হুমকিতে, সমালোচনার ঝড় সচিবালয়ের সামনে লাঠিপেটায় আহত ৪৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে বিমান বিধ্বস্তে হতাহতদের চিকিৎসাসহ সকল ধরনের সহায়তার প্রস্তাব ভারতের আই ডোন্ট কেয়ার ইয়োর প্রোপাগান্ডা, আই ডোন্ট গিভ আ ফাক টু ইয়োর ফ্রেমড ন্যারেটিভ