অস্কারের দৌড়ে প্রিয়াংকার ‘দ্য জেব্রাজ’ – ইউ এস বাংলা নিউজ




অস্কারের দৌড়ে প্রিয়াংকার ‘দ্য জেব্রাজ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ৫:০৩ 27 ভিউ
টালিউড অভিনেত্রী প্রিয়াংকা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’ অ্যাকাডেমি পুরস্কারের শেষ পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার যুক্ত হলো। অনীক চৌধুরী পরিচালিত এ ছবিতে প্রিয়াংকা ছাড়াও অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা ব্যানার্জি। ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে, সেই গল্পই উঠে এসেছে ‘দ্য জেব্রাজ’ ছবিটিতে। ‘দ্য জেব্রাজ’ ছবিটি শেষ মুহূর্তে অস্কারের প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনি পর্যায়ের রয়েছে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াংকা সরকার বলেছেন, আমরা অত্যন্ত ভালোবেসে ও যত্ন নিয়ে এই ছবির কাজ করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এলো, তখন

থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলাম আমরা। তবে একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছি কাজটা করতে গিয়ে। তিনি বলেন, আজ অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর আমার শুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আমাদের ছবি এমন এক ভবিষ্যৎ পৃথিবীর কথা বলছে, যেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে পৌঁছে গেছে। প্রিয়াংকা সরকার বলেন, মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এই ছবি আমাদের সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তিনি বলেন, ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে অভিনয় করেছি। খুব ইন্টারেস্টিং অভিযান রয়েছে ছবিটা জুড়ে। আজ অস্কার দৌড়ে

শামিল আমাদের এই ছবি। আমি ভীষণ আশাবাদী। সবার শুভকামনা কাম্য। ‘দ্য জেব্রাজ’ ছবির পরিচালক অনীক চৌধুরী বলেন, দ্য জেব্রাজ শুধু একটা ছবি নয়; এটি আমাদের সমকালীন একটি দলিল। এ ছবি এমন এক সমাজের কথা বলে, যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যকার বিভেদ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। তিনি বলেন, অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বহিষ্কার হতে পারেন যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশি মনির বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা ট্রাম্পের শুল্কের পাল্টা জবাব, মার্কিন পণ্যে ২৫% শুল্ক বসাচ্ছে কানাডা: ট্রুডো পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা, শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ দলগুলোকে এক থাকার আহ্বান আলী রীয়াজের সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা, শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা লিবিয়ার উপকূলে মিলল ২০ গলিত মরদেহ, বাংলাদেশি বলে ধারণা আখেরি মোনাজাত আজ, দলে দলে যোগ দিচ্ছেন মুসল্লিরা ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম মেয়েদের খেলা বন্ধের উদ্দেশ্যে নয়, ঘটনা অনাকাঙ্ক্ষিত: দেবি চন্দ তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব, আইএসের উদ্দেশে ট্রাম্প হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি’, আহত ২ লিবিয়া উপকূলে ২০ মরদেহের বিষয়ে যা জানাল দূতাবাস ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি কাচের ঘর: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দ্বিমুখিতা থেমে নেই চুরি-ডাকাতি-ছিনতাই, বেড়েছে হত্যাও ভূমধ্যসাগর উপকূলে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও চেষ্টা চলছে : ডিবিপ্রধান