অস্কারের দৌড়ে প্রিয়াংকার ‘দ্য জেব্রাজ’ – ইউ এস বাংলা নিউজ




অস্কারের দৌড়ে প্রিয়াংকার ‘দ্য জেব্রাজ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ৫:০৩ 85 ভিউ
টালিউড অভিনেত্রী প্রিয়াংকা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’ অ্যাকাডেমি পুরস্কারের শেষ পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার যুক্ত হলো। অনীক চৌধুরী পরিচালিত এ ছবিতে প্রিয়াংকা ছাড়াও অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা ব্যানার্জি। ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে, সেই গল্পই উঠে এসেছে ‘দ্য জেব্রাজ’ ছবিটিতে। ‘দ্য জেব্রাজ’ ছবিটি শেষ মুহূর্তে অস্কারের প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনি পর্যায়ের রয়েছে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াংকা সরকার বলেছেন, আমরা অত্যন্ত ভালোবেসে ও যত্ন নিয়ে এই ছবির কাজ করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এলো, তখন

থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলাম আমরা। তবে একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছি কাজটা করতে গিয়ে। তিনি বলেন, আজ অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর আমার শুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আমাদের ছবি এমন এক ভবিষ্যৎ পৃথিবীর কথা বলছে, যেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে পৌঁছে গেছে। প্রিয়াংকা সরকার বলেন, মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এই ছবি আমাদের সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তিনি বলেন, ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে অভিনয় করেছি। খুব ইন্টারেস্টিং অভিযান রয়েছে ছবিটা জুড়ে। আজ অস্কার দৌড়ে

শামিল আমাদের এই ছবি। আমি ভীষণ আশাবাদী। সবার শুভকামনা কাম্য। ‘দ্য জেব্রাজ’ ছবির পরিচালক অনীক চৌধুরী বলেন, দ্য জেব্রাজ শুধু একটা ছবি নয়; এটি আমাদের সমকালীন একটি দলিল। এ ছবি এমন এক সমাজের কথা বলে, যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যকার বিভেদ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। তিনি বলেন, অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ সেবা পেতে লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণ পুরোনো রোগে নতুন ভয় হত্যার পর লাশ ঘিরে প্রকাশ্যে উল্লাস ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসর ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড ২৪৫, যাবজ্জীবন ৯৫৫ ‘শাপলা’র জন্য লড়াই চালিয়ে যাবে এনসিপি কড়াকড়িতে ভরাডুবি এসএসসিতে সংকটে ব্যাহত জনসংখ্যা নিয়ন্ত্রণ দারিদ্র্যের মাধ্যমে মুমিনের পরীক্ষা ফোনে নারীকে উত্যক্তের জেরে বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নেতা গুলিবিদ্ধ, আহত ১৫ লোক সমাগমে ব্যর্থ হয়ে অর্থের বিনিময়ে বৃদ্ধা-শিশুদের এনে ঝিনাইদহে এনসিপির পদযাত্রা তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা: নারী-কিশোরী নিপীড়নের অভিযোগ ধান ভানতেও বিবিসির গীত: রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকার মিডিয়া কাব্য আওয়ামী লীগের বিবৃতি: বিচারব্যবস্থাকে ইউনূস সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা দেশের রাজনৈতিক অনিশ্চয়তা-অস্থিতিশীলতায় বিদেশি বিনিয়োগ কমছেই বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে স্ত্রী ও বাবাকে হাত-পা-মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা রাতের অন্ধকারে চবি ছাত্রলীগ নেতার উপর কিরিচ হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার