অবশেষে গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব – ইউ এস বাংলা নিউজ




অবশেষে গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৫:২৬ 61 ভিউ
অবশেষে ২০২৫ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দল পেলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্স তাকে নিতে না পারলেও শেষ পর্যন্ত বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির গত আসরে শিরোপা জিতেছিল দুবাই। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে তাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘কিংবদন্তি অলরাউন্ডার আমাদের জিএসএল দলে যোগ দিচ্ছেন। কেশব মহারাজের বদলে তিনি দলে আসছেন। দলে স্বাগতম, সাকিব।’ ৩৮ বছর বয়সী অলরাউন্ডারের দল দুবাই আগামী বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্র্যাগসের মুখোমুখি হবে। সাবেক দল রংপুরের সঙ্গে সাকিবের ম্যাচ আগামী ১৬ জুলাই। এর আগে ১১

ও ১৪ জুলাই সাকিবের দল খেলবে যথাক্রমে হোবার্ট হারিকেনস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। পাঁচ দলের প্রত্যেকে একে অন্যের সঙ্গে একবার করে লড়বে লিগ পর্বে। শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে ১৮ জুলাই। সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে একটি টেস্টে। তবে পুরোপুরি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন না। চলতি বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে এক উইকেট নিলেও ব্যাট হাতে ছিলেন রানশূন্য। যদিও ফাইনালে তার খেলা হয়নি। সেই লাহোরই পরে শিরোপা জেতে। এদিকে, গ্লোবাল সুপার লিগের পাশাপাশি এ বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলবেন সাকিব। তাকে দলে নিয়েছে অ্যান্টিগা

অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সিপিএলে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালে, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব উচ্চমূল্যের চাপে মধ্যবিত্ত হয়ে যাচ্ছে নিম্নবিত্ত নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া! উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই: সামান্তা সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের ৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন