অনলাইনে পণ্য কেনা: লিংকে ক্লিক করতেই অ্যাকাউন্টের পুরো টাকা গায়েব! – ইউ এস বাংলা নিউজ




অনলাইনে পণ্য কেনা: লিংকে ক্লিক করতেই অ্যাকাউন্টের পুরো টাকা গায়েব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ | ৫:০৪ 62 ভিউ
অনলাইনে অর্ডার দিয়ে পণ্য কিনতে গিয়ে সর্বস্বান্ত হলেন এক নারী। সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে জীবনের সব সঞ্চয় খোয়ালেন তিনি। পুলিশ জানায়, গত ৪ আগস্ট ওই নারীকে এক ব্যক্তি ফোন করেন। নিজেকে একটি দুধ কোম্পানির কর্মকর্তা বলে পরিচয় দেন। তাদের কোম্পানির দুধের গুণগত মান বাজারের অন্য দুধের গুণগত মানের তুলনায় অনেক ভাল। এ রকম নানা কথার মাধ্যমে দুধ কেনার জন্য মহিলাকে রাজি করিয়ে ফেলেন ওই ব্যক্তি। প্রতারণার শিকার ওই নারী জানিয়েছেন, ফোনে কথা বলার সময় ওই ব্যক্তি তাঁকে বলেন, দুধ কিনতে হলে অনলাইনে অর্ডার করাতে হবে। কী ভাবে সেই অর্ডার করবেন, তার সমস্ত প্রক্রিয়া বুঝিয়ে দেন ওই ব্যক্তি। তার পর তাঁকে জানান, মোবাইলে

একটি লিঙ্ক পাঠাচ্ছেন। ওই ব্যক্তি আরও জানান, যেমন যেমন বলে যাবেন, মোবাইলে পাঠানো লিঙ্কে ক্লিক করে সেই ভাবেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। তার সঙ্গে ফোনে প্রায় এক ঘণ্টা কথা বলার পর ফোনটা কেটে দেন দুধ কোম্পানির কর্মকর্তা পরিচয় দেওয়া ওই ব্যক্তি। পুলিশকে ওই নারী জানিয়েছেন, পর দিন আবার ওই একই ব্যক্তি ফোন করেন। তাঁর কাছ থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করেন। তিনি যে সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে গিয়েছেন, সেটি ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। পরের দিনও এই ব্যক্তি তাঁকে আবার পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে দেন। তাঁর কথা মতো মহিলা লিঙ্কে ক্লিক করেন। একটি ফর্ম পূরণ করেন। দুইদিন পর ব্যাংকে গিয়ে ওই মহিলা জানতে পারেন

তার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি কয়েক লাখ টাকা তোলা হয়েছে। তখন বাকি দুটি অ্যাকাউন্টও পরীক্ষা করেন। দেখেন, তিনটি অ্যাকাউন্ট থেকে সাড়ে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি মুম্বইয়ের ওয়াডালার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব উচ্চমূল্যের চাপে মধ্যবিত্ত হয়ে যাচ্ছে নিম্নবিত্ত নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া! উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই: সামান্তা সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের ৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন