৯৮ বছর ধরে চলছে কুরআন তিলাওয়াত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫
     ৮:২৯ পূর্বাহ্ণ

৯৮ বছর ধরে চলছে কুরআন তিলাওয়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ৮:২৯ 123 ভিউ
টাঙ্গাইলের ধনবাড়ীর নওয়াব শাহী জামে মসজিদ। এই মসজিদে ৯৮ বছর ধরে ২৪ ঘণ্টাই চলছে কুরআন তিলাওয়াত। শুনতে আশ্চর্য মনে হলেও এমনটিই হয়ে আসছে ধনবাড়ী উপজেলার ৭০০ বছরের পুরোনো এ জামে মসজিদে। পালাক্রমে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পাঁচজন হাফেজ। এই মসজিদ লাগোয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মধুপুরের মরহুম জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবর। এর পাশেই চলে কুরআন পাঠ। পাঁচ ওয়াক্ত নামাজের সময় ছাড়া প্রাকৃতিক দুর্যোগেও থেমে থাকেনি কুরআন তিলাওয়াত। মসজিদে দায়িত্বরতরা জানান, কবরের আজাব থেকে মুক্তি পেতে ও অনন্ত শান্তির জন্য ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এ মসজিদে সার্বক্ষণিক কুরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালের ১৭ এপ্রিল মারা যান এ

নবাব বাহাদুর। মসজিদের এক পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর পরও এখন পর্যন্ত চলছে এ কুরআন তিলাওয়াত। স্থানীয় সূত্র জানা যায়, সেলজুক তুর্কি বংশের ইসপিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই ১৬ শতাব্দীতে এক কক্ষবিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন। ১১৫ বছর আগে সবশেষ নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটি সম্প্র্রসারণ করে আধুনিক রূপ দেন। সংস্কারের আগে মসজিদটির দৈর্ঘ্য ছিল ১৩ দশমিক ৭২ মিটার এবং প্রস্থ ৪ দশমিক ৫৭ মিটার। সংস্কারের পর মসজিদটি হয় বর্গাকৃতির। করা হয় তিন গম্বুজবিশিষ্ট মুঘলস্থাপত্যের বৈশিষ্ট্যপূর্ণ। মসজিদের মেঝে আর দেওয়াল কাচের টুকরো দিয়ে মোজাইক করা। মেঝেতে মার্বেল পাথরে খোদাই করা সুনিপুণ কারুকার্য। ভেতরের সব

জায়গাতেই চীনামাটির টুকরো দিয়ে মোজাইক নকশায় অলংকৃত, যার অধিকাংশ ফুলেল নকশা। মসজিদের ভেতরে ঢোকার জন্য পূর্বদিকের বহুখাঁজে চিত্রিত খিলানযুক্ত তিনটি প্রবেশপথ, উত্তর ও দক্ষিণে আরও একটি করে পাঁচটি প্রবেশপথ রয়েছে। প্রায় ১০ কাঠা জায়গার ওপর নির্মিত মসজিদটির চারদিক থেকে চারটি প্রবেশপথ ও ৯টি জানালা এবং ৩৪টি ছোট-বড় গম্বুজ রয়েছে। বড় ১০টি মিনারের প্রতিটির উচ্চতা ছাদ থেকে প্রায় ৩০ ফুট। মসজিদের দোতলার মিনারটির উচ্চতা প্রায় ১৫ ফুট। ৫ ফুট উচ্চতা এবং ৩ ফুট প্রস্থের মেহরাবটি দেখতে বেশ আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। পূর্বদিকের তিনটি প্রবেশপথ বরাবর পশ্চিমের দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে। ৩০ ফুট উচ্চতার মিনারের মাথায় স্থাপিত ১০টি তামার চাঁদ মিনারের সৌন্দর্য বাড়িয়েছে।

মসজিদে সংরক্ষিত রয়েছে ১৮টি হাড়িবাতি, যেগুলো শুরুর দিকে নারিকেল তেলের মাধ্যমে আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হতো। নওয়াব শাহী জামে মসজিদের ইমাম ও খতিব ইদ্রিস হোসাইন বলেন, ৭শ বছরের পুরাতন মসজিদ এবং পাশেই কবরে প্রায় ৯৮ বছর কুরআন তিলাওয়াত হয় ২৪ ঘণ্টা। অনেক পুরাতন মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহায়তার কথা জানান তিনি। সরেজমিন দেখা যায়, কবরের পাশে কুরআন তিলাওয়াত অবিরাম চলছে তো চলছেই। একজন পড়ে উঠে গেল অন্যজন কুরআন নিয়ে বসছেন। কুরআনের আয়াতের সেই সুমধুর সুর কবরের চারপাশে প্রতিনিয়তই ধ্বনিত হয়েছে এবং এখনো হচ্ছে। ধনবাড়ী এলাকার রজব আলীসহ কয়েকজন জানান, তাদের জন্মের পর অন্তত ৬০ বছর ধরে কুরআন তিলাওয়াত দেখছেন। অবিরাম কুরআন

তিলাওয়াতের বিষয়টি দেখতে অনেকেই দূরদূরান্ত থেকে আসেন। গাজীপুর থেকে আসা কলেজছাত্র আব্দুল করিম বলেন, মিডিয়ার মাধ্যমে মসজিদ সম্পর্কে জানতে পেরেছি। তাই শুক্রবার বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি এবং নিজ চোখে দেখতে এসেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল নিয়ে নতুন তথ্য গোলাম রাব্বানীর দুই পদ বাতিল করল ঢাবি ব্যালটে যেমন দেখা যাবে এনসিপির শাপলা কলি প্রতীক পুলিশ বক্সে আশ্রয় নিয়েও বাঁচতে পারলেন না যুবদল কর্মী গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ ৮ তথ্য জানাল সরকার হংকংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৩ বিপিএল শুরুর সময় জানাল বিসিবি স্বর্ণের দামে বড় লাফ, দুই সপ্তাহে সর্বোচ্চ ‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি “গরিব মানুষের পেটে লাথি মেরে ইউনূস দেশবিদেশ ঘোরে” — জনমত আওয়ামী লীগ আসবে বলায় নিরীহ রিকশাচালক পুলিশের সামনেই ইউনূস বাহিনীর মবের শিকার আলী রিয়াজের ‘নারী জোগানদাতা’ ও সহযোগী হিসেবে দিলরুবার নাম: জোরপূর্বক গর্ভপাত ও প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ ডিবি পরিচয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন মাহিকে তুলে নেওয়ার অভিযোগ বেলজিয়ামে ইইউ পার্লামেন্টের সামনে সর্ব ইউরোপ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও কলে বার্তা দিলেন শেখ হাসিনা দিল্লিতে ডোভালের সঙ্গে বৈঠকের ৫ দিন পরই দোহা সফরে বাংলাদেশের এনএসএ: মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা যুক্তরাজ্যের সাবেক মন্ত্রীর বিচারকে ‘সাজানো’ আখ্যা দিয়ে জ্যেষ্ঠ ব্রিটিশ আইনজীবীদের নিন্দা শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি সোনা সাজানো নাটক, নেপথ্যে কড়াইল বস্তির আগুন ধামাচাপা দেওয়ার চেষ্টা! ড. ইউনূসের পিআর ও ‘ভাড়াটিয়া’ ফ্যাক্ট-চেকার নিয়ে সাংবাদিক আনিস আলমগীরের বিস্ফোরক স্ট্যাটাস সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডাদেশ ও ‘রাজনৈতিক প্রতিহিংসা’: কমনওয়েলথ মহাসচিবকে ড. মোমেনের জরুরি বার্তা চট্টগ্রামে সাংবাদিক জাহেদুল করিম কচির বিরুদ্ধে স্ত্রীর বিস্ফোরক অভিযোগ