
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

পাঁচ ব্যাংকে জমা টাকাই এখন দুঃস্বপ্ন, গ্রাহকরা ফিরছেন খালি হাতে

ইউনূস সরকারের ব্যর্থতায় অচল ব্যাংকিং খাত: গ্রাহকদের ন্যূনতম টাকা দিতে পারছে না অন্তত ৬ ব্যাংক

সবজির পর এবার ঊর্ধ্বমুখী মুদি পণ্যের

ইউনূস সরকারের ব্যর্থতায় অচল ব্যাংকিং খাত: গ্রাহকদের ন্যূনতম টাকা দিতে পারছে না অন্তত ৬ ব্যাংক

উচ্চ মূল্যস্ফীতিসহ ১০ কারণে দারিদ্র্য বৃদ্ধি

সংকটাপন্ন ৫ ব্যাংকে ভুগছে তৈরি পোশাক খাত

এক বছর পর ১২শ’ কোটি টাকা ছাড়াল পুঁজিবাজারে লেনদেন
হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট নিয়ে নতুন সিদ্ধান্ত

হোটেল-রেস্তোরাঁয় নতুন নির্ধারণ করা ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে আগের মতো ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব মো. বদরুজ্জামান মুন্সী এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আজই (বৃহস্পতিবার) এ বিষয়ে আদেশ জারি করতে পারে এনবিআর।
গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।এরপর রাতারাতি হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বেড়ে যায়। সঙ্গে অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠানগুলোতেও বেড়ে যায় খাবারের দাম।এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।এমন প্রেক্ষাপটে সারা দেশে মানববন্ধন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
এরমধ্যে এনবিআরকে চিঠি দেয় রেস্তোরাঁ মালিক সমিতি।ওই চিঠিতে ব্যবসায়ীরা ভ্যাট
১৫ শতাংশ করা হলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এমন আশঙ্কার জানান।এজন্য ভ্যাট ৫ শতাংশের মধ্যে রাখার আবেদন জানান তারা। এনবিআর কর্মকর্তা মো. বদরুজ্জামান মুন্সী জানান, ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের কথা বিবেচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার ৫ শতাংশই বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ শতাংশ করা হলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এমন আশঙ্কার জানান।এজন্য ভ্যাট ৫ শতাংশের মধ্যে রাখার আবেদন জানান তারা। এনবিআর কর্মকর্তা মো. বদরুজ্জামান মুন্সী জানান, ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের কথা বিবেচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার ৫ শতাংশই বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।