সুপ্রিম কোর্টের সামনেই দুই বিচারপতিকে গুলি করে হত্যা, আহত ২ – ইউ এস বাংলা নিউজ




সুপ্রিম কোর্টের সামনেই দুই বিচারপতিকে গুলি করে হত্যা, আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৪ 53 ভিউ
ইরানের সর্বোচ্চ আদালতের (সুপ্রিম কোর্ট) সামনেই এক বন্দুকধারীর গুলিতে দুই প্রবীণ বিচারপতি নিহত হয়েছেন। শনিবার সকালে তেহরানে সুপ্রিম কোর্টের সামনের ব্যস্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা। প্রতিবেদন অনুযায়ী, গুলিতে দুই বিচারপতিই ঘটনাস্থলে প্রাণ হারান এবং আরও দুজন আহত হন। ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে এই হামলাকে ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে নিহত বিচারপতিদ্বয়ের ‘জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া বিপ্লবী বিচারক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত বিচারপতিরা হলেন- বিচারপতি হোজ্জাত আল-ইসলাম রেজিনি এবং বিচারপতি হোজ্জাত আল-ইসলাম মুসলিমিন মোগিশেহ। উভয়েই তেহরানের বিভিন্ন বিচারিক শাখার দায়িত্বে ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের মিডিয়া সেন্টার থেকে

আরও জানানো হয়েছে, নিহত দুই বিচারপতি রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ হামলাকে বিচার বিভাগীয় সিস্টেমের ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীর কোনো মামলার বিচার এই দুই বিচারপতির আদালতে ছিল না এবং তিনি তাদের শাখার কোনো মক্কেলও ছিলেন না। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার পরপরই বন্দুকধারী নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। এদিকে এ হামলার ঘটনায় আরও একজন বিচারক এবং একজন দেহরক্ষী আহত হয়েছেন বলে মেহের নিউজের প্রতিবেদনে জানা গেছে। আহত বিচারক এবং তার দেহরক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার মূল সন্দেহভাজন বন্দুকধারী ঘটনার পরপরই আত্মহত্যা করলেও, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও আটক

করার জন্য তদন্ত শুরু হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনী বন্দুকধারীর সন্দেহভাজন সহযোগীদের শনাক্ত করতে এবং ঘটনার পুরো পরিকল্পনার পেছনে থাকা শক্তিগুলোকে খুঁজে বের করতে ব্যাপক অভিযান শুরু করেছে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় এক বছরে বিয়ে হয়েছে ৮ হাজার, বিচ্ছেদ সাড়ে ৫ হাজার লিটনের ফিফটিতে সিরিজে দাপুটে শুরু বাংলাদেশের নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ তীব্রতর, অনিশ্চয়তায় প্রাবোও প্রশাসন এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর জরায়ুর বদলে লিভারে বেড়ে উঠছে ভ্রূণ গবেষণাকেন্দ্র থেকে পালিয়ে গেল ৪৩ বানর জীবনসঙ্গী খুঁজে নেয়ার ঐতিহ্যবাহী বউমেলা ভরাট হচ্ছে মধুপুরের খাল-বিল, হারাচ্ছে দেশি মাছ ফেসবুকে আপত্তিকর কনটেন্ট বন্ধের সহজ উপায় টেলর সুইফট–কেলসের বাগদানে বিশ্বজুড়ে আলোড়ন টানা বর্ষণে প্লাবিত মুম্বাই, ডুবে যাচ্ছে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’ মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘ধূমকেতু’ ও ‘কুলি’ কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী আজ বরিশালের আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক ১৯০ পদে বস্ত্র অধিদপ্তরে নিয়োগ, আবেদন করুন দ্রুত পাঁচ ব্যাংকে জমা টাকাই এখন দুঃস্বপ্ন, গ্রাহকরা ফিরছেন খালি হাতে ডাচদের হেসেখেলে হারাল বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ