সরকার ৫ বিলিয়ন ডলার খুঁজছে – ইউ এস বাংলা নিউজ




সরকার ৫ বিলিয়ন ডলার খুঁজছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৪৬ 13 ভিউ
বিদেশি ঋণ পরিশোধ ও রিজার্ভ বাড়াতে দাতা সংস্থাগুলোর কাছে অতিরিক্ত ৫ বিলিয়ন ডলার (৫৮ হাজার ৫০০ কোটি টাকা) ঋণ চেয়েছে সরকার। এর মধ্যে ৩ বিলিয়ন ডলার চাওয়া হয়েছে আইএমএফের কাছে। আর বিশ্বব্যাংক এবং জাইকার কাছে এক বিলিয়ন করে ২ বিলিয়ন ডলার চাওয়া হয়। এছাড়া দাতা সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার প্রায় মাসখানেকের মাথায় দাতা সংস্থাগুলোর কাছে ৫ বিলিয়ন ডলারের ঋণ চেয়ে অনুরোধ করেছেন ড. সালেহউদ্দিন আহমেদ। এ ঋণ মিললে বাজেট সহায়তা আর্থিক খাত সংস্কারসহ যে কোনো খাতে ব্যয় করা হবে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। আওয়ামী লীগ সরকার দেশের ঘাড়ে

১৫৬ বিলিয়ন ডলার ঋণ রেখে যায়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৮৮ বিলিয়ন ডলার ও বাকি ৬৮ দশমিক ৩৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ। এর বাইরে এখন ৫ বিলিয়ন ডলার ঋণ খুঁজছে অন্তর্বর্তীকালীন সরকার। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আলাপকালে সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বাড়তি ৩০০ কোটি বা ৩ বিলিয়ন মার্কিন ডলারবাজেট সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। এ বিষয়ে অনুমোদনের ইতিবাচক মনোভাব দেখিয়েছে আইএমএফ। এ সহায়তা পেতে যেসব সংস্কার প্রয়োজন, তার বিষয়ে উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার সময় এই ঋণ ব্যবস্থা

নিয়ে বৈঠক হতে পারে। সেখানে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর অংশ নিতে পারেন। এর আগে আইএমএফের স্টাফ মিশন ঢাকায় সফর করবে। সেখানেও এ বর্ধিত ঋণ প্রসঙ্গে আলোচনা হবে। আইএমএফের সঙ্গে বাংলাদেশের বর্তমানে ৪৭০ কোটি ডলারের একটি ঋণ কর্মসূচি চলমান রয়েছে। এর মধ্যে তিন কিস্তিতে সংস্থাটির কাছ থেকে প্রায় ২৩১ কোটি ডলার পাওয়া গেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার এই ঋণের আকার আরও ৩০০ কোটি ডলার বাড়িয়ে মোট ঋণ ৭৭০ কোটি ডলারে উন্নীত করতে চায়। সূত্রমতে, বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা হিসাবে অতিরিক্ত এক বিলিয়ন ডলার চাওয়া হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান নীতিভিত্তিক ঋণ, আঞ্চলিক তহবিল বা ধীরগতির প্রকল্প এই

তিন ব্যবস্থার আওতায় বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ পাওয়া যেতে পারে। এর আগে জুনে বাজেট সহায়তা হিসাবে ৫০ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। বর্তমান বাজার দরে (১১৭ টাকা প্রতি ডলার হিসাবে) টাকার অঙ্কে এর পরিমাণ ৫ হাজার ৮৫০ কোটি টাকা। এছাড়া জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই প্রবৃদ্ধির জন্য আরও ৪০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। টাকার অঙ্কে এর পরিমাণ ৪ হাজার ৬৮০ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাংক ঋণ ইস্যু করে ১০ হাজার ৫৩০ কোটি টাকা। এদিকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কাছে এক বিলিয়ন ডলার চাওয়া হয়েছে। বিগত ৫০ বছরে বাংলাদেশকে অফিশিয়ালি প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে জাইকা। সংশ্লিষ্ট

সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকার বৈদেশিক ঋণ পাওয়ার ক্ষেত্রে দাতা সংস্থাগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে। এর আওতায় চীন, জাপান, রাশিয়া, বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবির সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা। উন্নয়ন সহযোগী এসব প্রতিষ্ঠান সরকারকে অর্থায়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এর কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে এক ধরনের উদ্বেগ আছে। এটি বাড়াতে জোর দেওয়া হচ্ছে বৈদেশিক ঋণের ওপর। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ২১ আগস্ট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় সাড়ে ২০ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, আইএমএফ স্বীকৃত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ৪ জুলাই রিজার্ভের স্থিতি ছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ১৭৮ কোটি ডলার। আকুতে আমদানি দায় শোধের পর তা

কমে ২০ দশমিক ৪৬ বিলিয়ন বা ২ হাজার ৪৬ কোটি ডলারে নেমে এসেছে। তবে প্রকৃত রিজার্ভ আরও ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলার কম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনি আপনার মুক্তিযোদ্ধা বাবাকেও লজ্জিত করেছেন ইসরাইলের ১২ জাহাজে হামলা চালিয়েছে ইরান গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর মানববন্ধন ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার আগস্টে কমল মূল্যস্ফীতি আবারও ৪ দিনের রিমান্ডে ইনু আহতদের কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের দাবি সৌদি আরবে যাওয়ায় জাতীয় দলের দরজা বন্ধ! জর্ডান সীমান্তে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত শহিদদের স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার, সেটা আমরা করবই: প্রধান উপদেষ্টা ভূমিহীন শাহরিয়ার ১৫ বছরে হয়েছেন হাজার কোটি টাকার মালিক আরজি কর ইস্যুতে তৃণমূল বিধায়কের পদত্যাগ, চাপের মুখে মমতা জাতীয় সংগীত নিয়ে আযমীর বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান জানাল জামায়াত যুক্তরাষ্ট্র চাইলে চোখের পলকে গাজা যুদ্ধ থামাতে পারে: প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন সংবিধান সংশোধন করেই দেশে বাকশাল কায়েম করা হয়েছিল: উপদেষ্টা হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের ১ মাস: কতটুকু প্রাপ্তি ও অগ্রগতি? নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দিল পাকিস্তান গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩১ ফিলিস্তিনি অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ, বরখাস্ত হলেন পরিচালক অরিন্দম