সব নদ-নদী ঘিরে হবে ব্লু-নেটওয়ার্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪
     ৬:৩৪ পূর্বাহ্ণ

আরও খবর

বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারই ড. ইউনুসের কৌশল

অ-সরকারের সতেরো মাস : তিনগুণ খেলাপি ঋণ, শূন্য বিনিয়োগ

ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যারা দেশকে জিম্মি করে রেখেছে

আলাদিনের প্রদীপ থেকে বেরিয়ে আসা জ্বীনের কবলে যখন খোদ আলাদিনেরাই!

ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য!

লাশ নিয়ে টালবাহানা করিও না’—মৃত্যুর আগে সন্তানদের প্রতি রফিকুল্লা আফসারীর আবেগঘন ভিডিও বার্তা

একুশে ফেব্রুয়ারি শহীদ মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসমতে জ্ঞান ও বিদ্যার দেবী পূজার ছুটি বাতিল ছুটির এই তালিকা প্রকাশ করেছে

সব নদ-নদী ঘিরে হবে ব্লু-নেটওয়ার্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ৬:৩৪ 120 ভিউ
ঢাকা শহর ও জেলার আওতাধীন সব নদ-নদী ও খাল দখল-দূষণমুক্ত করে ব্লু-নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে ঢাকা জেলা প্রশাসন। এলক্ষ্যে রাজউকের মাস্টারপ্ল্যানের ব্লু-নেটওয়ার্ক পরিকল্পনাকে বেজ ধরে আশপাশের এলাকার জন্য পরিকল্পনা তৈরি করতে চায়। কর্মপরিকল্পনা ধরে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে ধাপে ধাপে তা বাস্তবায়ন করতে চায়। শনিবার পুরান ঢাকার জেলা প্রশাসন কার্যালয়ে ঢাকা জেলার নদ-নদী ও খালগুলো অবৈধ দখল ও দূষণ মুক্তকরণ এবং যথাযথ সংরক্ষণের উদ্দেশ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালায় এই ধারণা আলোচনা করা হয়। জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে ওই কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় আলোচনা হয়, ঢাকা জেলার আওতায় ২১৩টি খাল ও ২০টি নদ-নদী শিরা-উপশিরার মতো ছড়িয়ে রয়েছে। নানামুখী

দখল-দূষণের কারণে এসব অস্তিত্ব হারাচ্ছে। যার ফলে জলজট, জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং পরিবেশ বিপর্যয় ঘটছে। এ অবস্থার উত্তরণে নদ-নদী ও খালগুলোর দখল-দূষণ ও সংরক্ষণে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। যার মাধ্যমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। আরও বলা হয়, নদ-নদী ও খালগুলোকে প্রথমে দখল ও দূষণমুক্ত করা হবে। এরপরে সেসব টেকসই সংরক্ষণের ব্যবস্থা করা হবে। জলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে নদ-নদী এবং খালগুলোকে টেকসই দখল ও দূষণমুক্ত করা সম্ভব হবে। সেজন্য সরকারের নির্দেশনার আলোকে ব্লু-নেটওয়ার্ক তৈরির কথা বিশেষভাবে ভাবা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত কর্মশালায় জানান, ঢাকা জেলায় বর্তমানে

২০টি নদ-নদী রয়েছে। সেগুলো হলো-আদি বুড়িগঙ্গা, বালু, বংশাই, বংশী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, গাজীখালি, ইছামতি, ইলিশমারী, জয়পাড়া, কালীগঙ্গা, কর্ণতলী, পদ্মা, শিং, শীতলক্ষ্যা, তুলসীখালী, টঙ্গী, তুরাগ, নুরানী গঙ্গা এবং নড়াই। একই সঙ্গে নদ-নদীগুলোর বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায় বিষয়ে পরামর্শ দেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রতিনিধি প্রকৌশলী মাশরেকুল আরেফিন জানান, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে বুড়িগঙ্গায় ১ হাজার ১১৭, তুরাগে ২ হাজার ৪১, বালুতে ৬৫৬, শীতলক্ষ্যায় ১ হাজার ৬৪০ এবং ধলেশ্বরীতে ১৫৮টি পিলার স্থাপন করেছে। তবে বিভিন্ন বাধার কারণে বুড়িগঙ্গা ও তুরাগে ১৬৪টি নির্মাণ করা যায়নি

এবং পরিকল্পনা অনুযায়ী আরও বেশকিছু স্থানের পিলার স্থাপন কাজ বাকি রয়েছে। সব পিলার স্থাপন শেষ হলে এর সংখ্যা দাঁড়াবে ৭ হাজার ২০০টি। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ চৌধুরী জানান, ঢাকার খালগুলোয় নানা ধরনের দখলদারত্ব চলছে। ইতোমধ্যে তার নেতৃত্বে ৫০টি খালের চিত্র বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করেছেন। আর বাকিগুলোর তৈরির কাজ চলছে। ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈন বলেন, প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মে চলতে দিতে হয়। চলাচল বাধাগ্রস্ত করলে নানা বিপত্তি ঘটে। নদ-নদী ও খালের সমস্যা সমাধানে রুটে যেতে হবে। সঠিকভাবে কাজ করলে ঢাকা জেলার নদ-নদী ও খালগুলোর সমস্যা সমাধান করা সম্ভব হবে। সভাপতির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ

বলেন, পরিবর্তিত সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হচ্ছে। এরপরও আমরা জনস্বার্থ ও পরিবেশ উন্নয়নের ইস্যুকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। কর্মশালা আয়োজনের মাধ্যমে সবার মতামত নেওয়া হলো। এর আলোকে কর্মপরিকল্পনা করে ধাপে ধাপে তার বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি গণতন্ত্র নয়, লুটতন্ত্র, বিএনপির তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর অভিযোগ বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারই ড. ইউনুসের কৌশল অ-সরকারের সতেরো মাস : তিনগুণ খেলাপি ঋণ, শূন্য বিনিয়োগ ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যারা দেশকে জিম্মি করে রেখেছে আলাদিনের প্রদীপ থেকে বেরিয়ে আসা জ্বীনের কবলে যখন খোদ আলাদিনেরাই! ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য! লাশ নিয়ে টালবাহানা করিও না’—মৃত্যুর আগে সন্তানদের প্রতি রফিকুল্লা আফসারীর আবেগঘন ভিডিও বার্তা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে “মুক্তিযোদ্ধারা’ই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের ঋণ শোধ হবার নয়” একুশে ফেব্রুয়ারি শহীদ মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসমতে জ্ঞান ও বিদ্যার দেবী পূজার ছুটি বাতিল ছুটির এই তালিকা প্রকাশ করেছে আইনশৃঙ্খলার অজুহাতে আবহমান বাংলার সংস্কৃতির ওপর পরিকল্পিত আঘাত—ফরিদপুরে বন্ধ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব! ইন্ডিয়া যদি আমাদের সাহায্য না করতো, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পারতো না দেশটা স্বাধীন করতে” –বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগবিহীন নির্বাচন, একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত মহাজন ইউনুসের গণতন্ত্র : ১২২টি ফাঁদ ও একটি ভোট রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন: ঘটনাস্থল থেকে ব্যানার উদ্ধার খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক ঢাকার ভোটে কারচুপির ভয়ানক নীলনকশা: ২০ আসনে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির: খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রশংসায় ভাসছেন সজীব ওয়াজেদ জয় চরমোন্তাজে এসআই রাতুলের ঘুষ বাণিজ্যের রামরাজত্ব: জিম্মি আ.লীগ পরিবার, রেহাই পাচ্ছে না নারীরাও