ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চুম্বন বিতর্কে রাকেশ বললেন, এসব হাস্যকর
৪০০ বছরের পুরনো গল্প, ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’
মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ
‘ব্যথা’ নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার
বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
ট্রল ও গালিগালাজের শিকার হয়ে যা বললেন শুভশ্রী
যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে
নজর কাড়লেন সারিকা
মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। মাঝে কয়েকবার বিরতির পর গত বছর থেকে আবারও কাজে নিয়মিত হয়েছেন। প্রত্যাশা মতো নাটকের গল্প পেলেই কাজ করেন তিনি। তবে এবার অভিনয় করলেন একটি ওয়েব ফিল্মে। নাম ‘মায়া’। পরিচালনা করেছেন রায়হান রাফি।
সম্প্রতি এর টিজার প্রকাশ্যে আসে। এরপর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন সারিকা। টিজারেই সারিকার অভিনয়ের ঝলক দেখেই নেটিজেনরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পারিবারিক টানাপোড়েন ও এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। এতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। তার সঙ্গে দেখা যাবে মামনুন ইমনকে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তা-ই ফুটে উঠেছে টিজারে।
জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে
মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘টিজার প্রকাশের পর থেকে অনেকেই এর প্রশংসা করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন ফিল্মটি দেখার। অনেকেই অপেক্ষায় রয়েছেন। বন্ধু, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের বেশ প্রশংসা পেয়ে আমি নিজেও অপেক্ষায় আছি কখন সিনেমাটি দেখব।’ গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়া নির্মিত হয়েছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করেন-সেই চেষ্টা করেছি।’
মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘টিজার প্রকাশের পর থেকে অনেকেই এর প্রশংসা করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন ফিল্মটি দেখার। অনেকেই অপেক্ষায় রয়েছেন। বন্ধু, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের বেশ প্রশংসা পেয়ে আমি নিজেও অপেক্ষায় আছি কখন সিনেমাটি দেখব।’ গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়া নির্মিত হয়েছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করেন-সেই চেষ্টা করেছি।’



