ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শুটিংয়ে দুর্ঘটনার শিকার অক্ষয় কুমার, যা বলেন চিকিৎসক
কলকাতায় বন্যা ও তারিন বললেন, আমাদের ভৌগোলিক সীমা নেই…
মিশা সওদাগরের বোনের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ চুরি
১৪৪ দিন পর আন্দোলনে নিহত সায়েমের লাশ উত্তোলন
বড়দিন-থার্টি ফার্স্ট নাইটে যে বিষয়ে নিষেধাজ্ঞা দিল ডিএমপি
জনসচেতনতাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তির পথ: চসিক মেয়র
সেই ঈশান হলিউডে অভিনয় করে শাহরুখ, প্রভাসের চেয়েও এগিয়ে
দুর্ঘটনার শিকার পূজা চেরি!
অভিনেত্রী পূজা চেরির দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগছে কিভাবে এই সময়ের আলোচিত নায়িকা সঙ্গে দুর্ঘটনা ঘটনা। জানা গেছে, হাইজিনিক টয়লেট নিয়ে একটি সচেতনার ক্যাম্পেইনে অংশ নেন চিত্রনায়ক শাকিব খান। শাকিবের ডাকে সাড়া দিয়ে এ ক্যাম্পেইনে অংশ নেন পূজা চেরি। সেখানে গিয়েই দুর্ঘটনা শিকার হন পূজা চেরি।
পূজা ছাড়াও এ ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমণি, বিদ্যা সিনহা মিম, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকা।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অংশ নিতে একটি নীল রঙের গাউন পরে আসেন পূজা। স্লিভলেস
গাউনের ওড়না এতো বড় ছিল যে তা সামলাতে হিমশিম খেতে হয় পূজাকে। এক সময় চলন্ত সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন অভিনেত্রী। আর এ সময়ই ঘটে দুর্ঘটনা। চলন্ত সিঁড়িতে আটকে যায় পূজার গাউন ও ওড়না। দুর্ঘটনা থেকে নায়িকাকে রক্ষা করতে সঙ্গে থাকা কয়েকজন ছুটে আসেন। দুর্ঘটনার শিকার পূজা চেরি! কিছুক্ষণ চেষ্টার পর চলন্ত সিঁড়ি থেকে গাউনের অংশকে সরিয়ে নিতে সফল হন তারা। এমন ভিডিও পূজার ভক্তদের মনে শঙ্কা তৈরি করলেও অভিনেত্রী একটুও ভয় পাননি। তবে দুর্ঘটনায় কিছুটা বিচলিত ছিলেন পূজা। পূজার এ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেন ও ভক্তরা অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ভাগ্যিস, খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময়
সাবধানতা জরুরি। আরেক ভক্ত প্রিয় অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে লেখেন, যে পোশাক সামলাতে পারেন না, সে পোশাক পরতে যান কেন! বর্তমানে পূজা কোনো সিনেমায় অভিনয় করছেন না। অভিনেত্রী জানিয়েছেন, বিগ বাজেটের ভালো গল্পের সিনেমা ছাড়া অভিনয় করবেন না জনপ্রিয় এ অভিনেত্রী।
গাউনের ওড়না এতো বড় ছিল যে তা সামলাতে হিমশিম খেতে হয় পূজাকে। এক সময় চলন্ত সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন অভিনেত্রী। আর এ সময়ই ঘটে দুর্ঘটনা। চলন্ত সিঁড়িতে আটকে যায় পূজার গাউন ও ওড়না। দুর্ঘটনা থেকে নায়িকাকে রক্ষা করতে সঙ্গে থাকা কয়েকজন ছুটে আসেন। দুর্ঘটনার শিকার পূজা চেরি! কিছুক্ষণ চেষ্টার পর চলন্ত সিঁড়ি থেকে গাউনের অংশকে সরিয়ে নিতে সফল হন তারা। এমন ভিডিও পূজার ভক্তদের মনে শঙ্কা তৈরি করলেও অভিনেত্রী একটুও ভয় পাননি। তবে দুর্ঘটনায় কিছুটা বিচলিত ছিলেন পূজা। পূজার এ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেন ও ভক্তরা অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ভাগ্যিস, খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময়
সাবধানতা জরুরি। আরেক ভক্ত প্রিয় অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে লেখেন, যে পোশাক সামলাতে পারেন না, সে পোশাক পরতে যান কেন! বর্তমানে পূজা কোনো সিনেমায় অভিনয় করছেন না। অভিনেত্রী জানিয়েছেন, বিগ বাজেটের ভালো গল্পের সিনেমা ছাড়া অভিনয় করবেন না জনপ্রিয় এ অভিনেত্রী।