কেন্দ্রীয় ব্যাংকে ফিরল ৮ হাজার কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪
     ৯:২৯ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় ব্যাংকে ফিরল ৮ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:২৯ 244 ভিউ
ছাত্র-জনতার আন্দোলন ও সরকার পতনের পর মানুষের হাতে টাকা রাখার প্রবণতা বেড়েছিল। প্রচুর অর্থ চলে যায় ব্যাংকের বাইরে। এখন যেন আবার আস্থা ফিরতে শুরু করেছে। অনেক ব্যাংকের ভল্টে টাকা রাখার জায়গা না থাকায় তা জমা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১৮ দিনে শুধু কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ব্যাংক নিট প্রায় ৮ হাজার কোটি টাকা জমা দিয়েছে। অবশ্য সব ব্যাংকের অবস্থা ভালো, তা নয়। টাকার অভাবে অনেক ব্যাংক চাহিদা মতো আমানত ফেরত দিতে পারছে না বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত ‘নোটস ইন সার্কুলেশন’ বা প্রচলনে থাকা টাকার পরিমাণ কমে ৩ লাখ ১৪ হাজার ৫৮৩ কোটি টাকায় নেমেছে।

সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের টাকার পরিমাণ বাড়তে বাড়তে গত ১৮ আগস্ট ৩ লাখ ২২ হাজার ২৭১ কোটি টাকায় উঠেছিল। এর মানে শেষ ১৮ দিনে কেন্দ্রীয় ব্যাংকে ফিরেছে নিট ৭ হাজার ৬৮৮ কোটি টাকা। এর আগে সরকার পতনের পরদিন গত ৬ আগস্ট কারেন্সি ইন সার্কুলেশন ছিল ৩ লাখ ১৫ হাজার ৫৪০ কোটি টাকা। সেখান থেকে ১২ দিনে বেড়েছিল ৬ হাজার ৭৩১ কোটি টাকা। এখন প্রতিদিন কমতে কমতে ৬ আগস্টের চেয়েও কমেছে। জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মানুষের আস্থা বাড়ার কারণে ব্যাংকে টাকা ফিরতে শুরু করেছে। এটি একটি ভালো লক্ষণ। আগামীতে এই আস্থা ধরে রাখতে

হবে। তিনি বলেন, একটা সমস্যা হলো, কিছু ব্যাংকে আমানত সেভাবে বাড়ছে না। তবে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে আমানত বীমা তহবিল থেকে ১ লাখ টাকার পরিবর্তে ২ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছে। গভর্নর জানিয়েছেন, এতে মোট আমানতকারীর প্রায় ৯৫ শতাংশ বীমার আওতায় এসেছে। কোনো ব্যাংক দেউলিয়া হবে না। এসব মানুষের আস্থা বাড়াতে সহায়তা করবে। সব ব্যাংকে আমানত বাড়বে বলে তিনি মনে করেন। সংশ্লিষ্টরা জানান, কয়েক বছর ধরেই ব্যাংক খাতের দুরবস্থার বিষয়টি আলোচনায় ছিল। বিভিন্নভাবে জোড়াতালি দিয়ে চলছিল ব্যাংক খাত। গত ৫ আগস্ট সরকার পতনের পর আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে একের পর এক ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে ১০ ব্যাংকের পরিচালনা পর্ষদ

ভেঙে পুনর্গঠন করা হয়েছে। বেনামি ঋণ চিহ্নিত করতে এসব ব্যাংক থেকে কে কত টাকা নিয়েছে, তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঋণের বিপরীতে জামানত, সম্পদ বিক্রি করে আমানতকারীর অর্থ ফেরতের ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আর্থিক খাতের অনিয়ম তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রণয়নে কমিটি ও একাধিক টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফিরতে শুরু করতে পারে। সংশ্লিষ্টরা জানান, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে যে ১০ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, এদের সবার অবস্থা খুব খারাপ তেমন নয়। এদের মধ্যে কারও কারও আমানতকারীর অর্থ ফেরত দিতে কোনো সমস্যা হচ্ছে না। আমানতকারীর চাহিদা মতো টাকা

ফেরত দিতে না পারার তালিকায় রয়েছে– এত দিন এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। খারাপ অবস্থা কাটাতে এক্সিম ব্যাংককে ১ হাজার কোটি টাকার বিশেষ ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া আইএফআইসি, ইউসিবি ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন হলেও এসব ব্যাংকের খুব নাজুক অবস্থার কথা শোনা যায়নি। অনেক আগ থেকে পদ্মা ও আইসিবি ইসলামিক ব্যাংক নাজুক অবস্থায় রয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ব্যাংক শাখায় ভল্টের একটি নির্দিষ্ট সীমা নির্ধারিত আছে। সীমার বেশি টাকা এলেই তা কেন্দ্রীয় ব্যাংক বা সোনালী

ব্যাংকের চেস্ট শাখায় জমা করতে হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এর পর ১৮ আগস্ট থেকে দৈনিক গড়ে ৫০০ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে ফিরছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি গণতন্ত্র নয়, লুটতন্ত্র, বিএনপির তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর অভিযোগ বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারই ড. ইউনুসের কৌশল অ-সরকারের সতেরো মাস : তিনগুণ খেলাপি ঋণ, শূন্য বিনিয়োগ ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যারা দেশকে জিম্মি করে রেখেছে আলাদিনের প্রদীপ থেকে বেরিয়ে আসা জ্বীনের কবলে যখন খোদ আলাদিনেরাই! ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য! লাশ নিয়ে টালবাহানা করিও না’—মৃত্যুর আগে সন্তানদের প্রতি রফিকুল্লা আফসারীর আবেগঘন ভিডিও বার্তা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে “মুক্তিযোদ্ধারা’ই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের ঋণ শোধ হবার নয়” একুশে ফেব্রুয়ারি শহীদ মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসমতে জ্ঞান ও বিদ্যার দেবী পূজার ছুটি বাতিল ছুটির এই তালিকা প্রকাশ করেছে আইনশৃঙ্খলার অজুহাতে আবহমান বাংলার সংস্কৃতির ওপর পরিকল্পিত আঘাত—ফরিদপুরে বন্ধ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব! ইন্ডিয়া যদি আমাদের সাহায্য না করতো, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পারতো না দেশটা স্বাধীন করতে” –বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগবিহীন নির্বাচন, একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত মহাজন ইউনুসের গণতন্ত্র : ১২২টি ফাঁদ ও একটি ভোট রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন: ঘটনাস্থল থেকে ব্যানার উদ্ধার খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক ঢাকার ভোটে কারচুপির ভয়ানক নীলনকশা: ২০ আসনে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির: খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রশংসায় ভাসছেন সজীব ওয়াজেদ জয় চরমোন্তাজে এসআই রাতুলের ঘুষ বাণিজ্যের রামরাজত্ব: জিম্মি আ.লীগ পরিবার, রেহাই পাচ্ছে না নারীরাও