কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪
     ১০:০৯ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ১০:০৯ 248 ভিউ
কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার অপর দুজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খোকন (৫৩) ও করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৩৫)। বৈষম্যবিরোধী আেেন্দালনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। র‌্যাব সূত্র জানিয়েছে, গত ৪ আগস্ট বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলে

দুস্কৃতিকারীরা হামলা চালায়। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে গত ১৬ অক্টোবর কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। হামলার ঘটনায় হুকুমদাতা হিসেবে আনোয়ার কামালকে (৬৮) বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি তোফায়েল আহমেদ খোকনকেও একই এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। অপরদিকে গত ৪ আগস্ট করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় ওমর কাইয়ুম বাদী হয়ে গত ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে গ্রেফতার করা হয় সিরাজুল ইসলামকে। র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো.

আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতার তিনজনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উগ্রবাদী স্লোগানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিল শিবির-ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগকে ফাঁসাতে মেট্রো রেলে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার গোপন তথ্য ফাঁস ঢাকা লকডাউন: গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি রামপুরা থানা যুবলীগের আহ্বায়ক রইজ উদ্দিন আটক – রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যুবলীগের, ট্রাইব্যুনালকে ব্যবহার করে রায় ঘোষণার তারিখ নির্ধারণের প্রতিবাদে ইউনুসের শাসনামলে গণতন্ত্রের নামে সহিংসতা! আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, রাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন আটক স্কুলছাত্রের বিজয় চিহ্ন: ‘দাবায়া রাখতে পারবা না’ রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয় : রিচি সোলায়মান ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে ভীত ইউনুস সরকার: রাজধানীতে ধরপাকড়, গ্রেফতার আতঙ্কে সাধারণ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান শুনে আতঙ্কগ্রস্ত এনসিপির মিছিল লীগ আহূত লকডাউনে, পেছানো হলো জাপান অ্যাম্বাসির অনুষ্ঠান ইউনূসের ‘জঙ্গি শাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন: শেখ হাসিনা পিটিআইকে শেখ হাসিনা: ‘আন্তর্জাতিক আদালতে বিচার চাই, কিন্তু ইউনূস সরকারের সৎ সাহস নেই, তারা ভয় পাচ্ছে’ বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের লকডাউন শুরুর আগেই বিএনপি-জামায়াত-এনসিপির ষড়যন্ত্রে অটো সফল হচ্ছে লকডাউন “ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”: দেশব্যাপী কর্মসূচির ডাক দিলেন শেখ হাসিনা ‘সরকার আর বেশিদিন টিকবে না’, সবাইকে ঢাকা অবরোধ পালনের আহ্বান সজীব ওয়াজেদের আগুনের ঘটনায় স্থায়ী বহিষ্কার ছাত্রদল নেতা সেনাপ্রধানের রহস্যময় পদক্ষেপ: নেপথ্যে ভারতের হুঁশিয়ারি ও সেনা মোতায়েনে সরকারের সঙ্গে টানাপোড়েন দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণ: তদন্ত চলছে, সীমান্তে সতর্ক ভারতীয় বাহিনী