ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করাই যদি অপরাধ হয়,তাহলে এই অবৈধ জামাতি ইউনুস সরকার আসলে সত্যকেই সবচেয়ে বেশি ভয় পায়।
যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার?
সর্বমিত্রের কাণ্ডে সর্বত্র প্রতিক্রিয়া
কারাগারের ভেতর বসে স্ত্রীর আর সন্তানের শেষ বিদায় এই দৃশ্যটা শুধু ছাত্রলীগের জুয়েল হাসান সাদ্দামের না
খানকির পোলা তুই জানস না, না? মাগীর পোলা তোর পোলা-মাইয়া আছে না
বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান
বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান
“জামায়াত কখনই সনাতনীদের পক্ষে ছিলো না, থাকবেও না; কারণ জামায়াত সনাতনীদের ঘৃণা করে” – সনাতনী কন্ঠ
মৌলবাদিরা কখনও ভিন্ন ধর্মের মানুষদের সাথে সহাবস্থানে থাকতে চায় না। তাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ যেসময় ছিলো না, ঠিক সেই সময়গুলোতেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর উগ্র-মৌলবাদি জামায়াতের আক্রমণ দেখা গিয়েছে। এবার তো হামলার স্বীকার সংখ্যালঘুদের উপর জামায়াতি মবের হামলাকে রাজনৈতিক বলে অপব্যাখ্যা দিয়েছে খোদ রাষ্ট্র ক্ষমতার দখলদার ফ্যাসিস্ট ইউনূস গং।
শুধু সনাতনী নয়, এদেশের অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু, পাহাড়ী নৃগোষ্ঠী সহ মাজার-পন্থী সুন্নি মতাদর্শের মানুষদের উপর আক্রমণ, মাজার ভাঙচুর, ধর্মীয় উপাশনালয়ে বোমাবাজি সহ পূজা মন্ডপ ভাঙচুরের মত সহিংস ঘটনা জামায়াতি ইউনূস সরকারের মদদে নিয়মিতই ঘটছে বিগত ১৮মাস ধরে। শুধুমাত্র সংখ্যালঘু নির্যাতনেই ক্ষান্ত নয় উগ্রবাদী-মুক্তিযুদ্ধবিরোধী ও মুনাফেকে ভরা সংগঠন জামায়াতে
ইসলামীর জঙ্গীরা— এরা ধর্ম অবমাননার নাম করে নৃশংসভাবে অবিরত চালাচ্ছে বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং ফ্যাসিস্ট ইউনূসের অথর্ব সরকার এসব মব কিলিং এর ব্যাপারে একেবারেই নিরব ভূমিকায় থেকেছে পুরো সময় জুড়ে। জামায়াত চিরায়তভাবেই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। এদেশে ৯০ শতাংশ মুসলমান থাকতেও এরা বাংলাদেশ থেকে ইসলাম ধর্ম বিলুপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে রাজনীতি করে, জনগণকে বিভ্রান্ত করে এবং ভিন্ন ধর্ম ও মতাদর্শের মানুষদের ব্যাপারে একটি হিংসাত্মক মনোভাব ছড়ানোর কাজ করে। ফলে জাতি হয়ে যায় বিভাজিত। জামায়াত একাত্তর থেকে আজ পর্যন্ত ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে, তাই এধরনের জাতীয় বেঈমান-মুনাফেকদের কোন বিশ্বাস নেই। শুধু সনাতনী কেন ইসলাম ধর্মের মানুষেরাও এদেশে শান্তিতে বসবাস করতে পারবে না
যদি মুনাফেকদের সংগঠন জামায়াত কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে।
ইসলামীর জঙ্গীরা— এরা ধর্ম অবমাননার নাম করে নৃশংসভাবে অবিরত চালাচ্ছে বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং ফ্যাসিস্ট ইউনূসের অথর্ব সরকার এসব মব কিলিং এর ব্যাপারে একেবারেই নিরব ভূমিকায় থেকেছে পুরো সময় জুড়ে। জামায়াত চিরায়তভাবেই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। এদেশে ৯০ শতাংশ মুসলমান থাকতেও এরা বাংলাদেশ থেকে ইসলাম ধর্ম বিলুপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে রাজনীতি করে, জনগণকে বিভ্রান্ত করে এবং ভিন্ন ধর্ম ও মতাদর্শের মানুষদের ব্যাপারে একটি হিংসাত্মক মনোভাব ছড়ানোর কাজ করে। ফলে জাতি হয়ে যায় বিভাজিত। জামায়াত একাত্তর থেকে আজ পর্যন্ত ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে, তাই এধরনের জাতীয় বেঈমান-মুনাফেকদের কোন বিশ্বাস নেই। শুধু সনাতনী কেন ইসলাম ধর্মের মানুষেরাও এদেশে শান্তিতে বসবাস করতে পারবে না
যদি মুনাফেকদের সংগঠন জামায়াত কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে।



