পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬
     ৯:৫৮ অপরাহ্ণ

পোস্টাল ব্যালট নিয়ে সাবধান!

কোন গোপনীয়তা নেই। আপনি কাকে ভোট দিচ্ছেন জানবে সবাই। ব‍্যালটে নাম পরিচয় উল্লেখ করতে হবে।

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ৯:৫৮ 15 ভিউ
নির্বাচন কমিশনের ঘোষিত 'পোস্টাল ব্যালট' প্রক্রিয়ায় বড় ধরণের গলদ ধরা পড়েছে, যা প্রবাসী ভোটার এবং নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের আতংকের মধ‍্যে ফেলেছে। ভোটারের গোপন ভোট' বা 'সিক্রেট ব্যালট' হলেও, পোস্টাল ব‍্যালটে তা গোপন থাকবে না। সম্প্রতি প্রকাশিত পোস্টাল ব্যালট নির্দেশনাবলীর (ঘ) অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ঘোষণাপত্রে ভোটারকে যথাযথভাবে **ব্যালট পেপারের ক্রমিক নম্বর, নিজ নাম এবং জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর** উল্লেখ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। এখানেই সৃষ্টি হয়েছে মূল বিতর্কের। নির্বাচনী বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়াটি ভোটের গোপনীয়তার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। একজন ভোটার যখন একই কাগজে তার নাম, এনআইডি এবং ব্যালট পেপারের ক্রমিক নম্বর লিখে

জমা দিচ্ছেন, তখন সংশ্লিষ্ট কর্মকর্তারা সহজেই শনাক্ত করতে পারবেন কোন ব্যক্তি কাকে ভোট দিয়েছেন। ব্যালট পেপারের ট্র্যাকিং নাম্বার এবং ভোটারের ব্যক্তিগত তথ্য একজায়গাতেই থাকায়, কে কোন মার্কায় সিল দিয়েছেন তা বের করা এক মিনিটের ব্যাপার। আতঙ্কে সরকারি কর্মকর্তা ও প্রবাসীরা বিশেষ করে সরকারি চাকরীজীবী, যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তাদের ভয়, যদি তাদের ভোটের তথ্য ফাঁস হয়ে যায় এবং তা ক্ষমতাসীনদের বিপক্ষে যায়, তবে ভবিষ্যতে বদলি, পদোন্নতি আটকে যাওয়া বা হয়রানির শিকার হতে পারেন। একইভাবে প্রবাসীরাও আছেন আতংকে, তাদের এনআইডি ট্র্যাক করে দেশে থাকা পরিবারকে রাজনৈতিক হয়রানির শিকার করার আশঙ্কা করছেন। নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা জানিপপের এক

পর্যবেক্ষক বলেন, "ভোটের গোপনীয়তা রক্ষা করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু ব্যালট নাম্বারের সাথে ভোটারের পরিচয় জুড়ে দেওয়ার এই নিয়মটি উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত বিপজ্জনক। এটি ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশে বাধা দেবে এবং ভয়ের সংস্কৃতি তৈরি করবে।" যে কেউ প্রশ্ন তুলতে পারে— তবে কি পোস্টাল ব্যালটের নামে কৌশলে ভোটারদের ওপর নজরদারি চালানোর ফাঁদ পাতা হয়েছে? গোপনীয়তা যেখানে নেই, সেখানে এই ভোটের গ্রহণযোগ্যতা কতটুকু, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসি ভোটার জিয়াউল হক, বাস করেন নিউইয়র্ক সিটির এষ্টোরিয়ায়। তিনি বলেন, আমি ভোট দিতেই যাবোনা। কারণ আমার ভোটের কোন গোপনীয়তা থাকবেনা, ফলে আমি নিরাপত্তা ঝুকির মধ‍্যো থাকবে। মধ‍্যপ্রাচ‍্যের আবধাবিতে দশ বছর ধরে

থাকেন আবু তালেব মিয়া, খুব আশা নিয়ে ভোটার হয়েছেন। এটা দেখার পর তিনি বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা কোন অসৎ উদ্দ‍্যেশে এটা করেছেন তা বোধগম‍্য নয়। আমি ভোট দিয়ে নিরাপত্তা ঝুকিতে পরতে চাইনা। এই বিষয়ে যোগাযোগ করেছিলাম নির্বাচন কমিশনের সচিবের সাথে। তিনি প্রশ্ন শোনার সাথে সাথে ফোন রেখে দেন। তাই তার বক্তব‍্য নেয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা ইউনুসের অবৈধভাবে ক্ষমতা দখলের বলি যেভাবে হলো বাংলাদেশের আপামর তরুণ প্রজন্ম শ্রীশ্রী সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা – জ্ঞান, শুভবুদ্ধি ও সম্প্রীতিতে আলোকিত হোক বাংলাদেশ। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন ‘গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র’—ড. ইউনূসের কঠোর সমালোচনা করলেন শেখ হাসিনা ফাঁস হওয়া অডিও: ‘হাসিনার বিচার সুষ্ঠু হয়নি, তবুও পলিটিক্যালি জিনিয়াস’—মার্কিন কূটনীতিকের স্বীকারোক্তি সংস্কারের আড়ালে ‘ডাকাতি’: নিলাম ছাড়াই গ্রামীণফোনকে ২৫০০ কোটি টাকার উপহার সেনাবাহিনীতে ‘সফট ক্যু’র চেষ্টা নস্যাৎ: এনএসএ খলিলুরের পরিকল্পনা ভেস্তে দিলেন সেনাপ্রধান ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো এবার দেশে স্বর্ণের দামে বড় পতন অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার