ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক
ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে
দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প
নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ
খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত?
নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যথাম হাউসের সতর্কবার্তা
রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা?
পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা
নবম পে-স্কেল ও রেশনিং পদ্ধতি চালুসহ ৭ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবসহ দেশের ৬৪ জেলায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন তারা।
এদিকে শেষ পর্যন্ত সরকার পে-স্কেলের ঘোষণা না দিলে সরকারি কর্মচারীরা ভোটের দায়িত্ব পালন করবেন না এমন ঘোষণাও আসতে পারে। সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠনের নেতাদের সাথে কথা বলে এমনটি জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সরকারকে নানাভাবে চাপ দিয়েও যদি পে-স্কেল আদায় করা না যায় তাহলে শেষ পর্যন্ত তারা এ কর্মসূচি দিতে বাধ্য হবে।
বৃহস্পতিবার (১৫
জানুয়ারি) সংগঠনটির সমন্বয়ক মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার পে-কমিশন গঠন করে দিলেও এখন পর্যন্ত কমিশন রিপোর্ট প্রদান না করায় অর্থমন্ত্রণালয় ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে পারছে না মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দ্রব্য-মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ-পোষণের ব্যয়ভার, প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের ১৫ দিনও চলা সম্ভব হয় না। ৫ বছর পর পর পে-স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও ২০১৫ সালের অষ্টম পে-স্কেল প্রদানের পর দীর্ঘ ১০ বছর অতিক্রান্ত হয়েছে। তারা আরও বলেন, একইসাথে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য
দূর করে পূর্বের ন্যায় টাইম স্কেল, চাকরিরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহতভাবে রাখা, সিলেকশন গ্রেড পুনর্বহালসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের বিষয়গুলো নবম পে-স্কেলের গেজেটে অন্তর্ভুক্তির এবং নবম পে-স্কেল দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানানোর জন্য আগামীকাল জাতীয় প্রেসক্লাবসহ দেশের ৬৪ জেলার প্রেসক্লাবে প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানুয়ারি) সংগঠনটির সমন্বয়ক মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার পে-কমিশন গঠন করে দিলেও এখন পর্যন্ত কমিশন রিপোর্ট প্রদান না করায় অর্থমন্ত্রণালয় ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে পারছে না মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দ্রব্য-মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ-পোষণের ব্যয়ভার, প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের ১৫ দিনও চলা সম্ভব হয় না। ৫ বছর পর পর পে-স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও ২০১৫ সালের অষ্টম পে-স্কেল প্রদানের পর দীর্ঘ ১০ বছর অতিক্রান্ত হয়েছে। তারা আরও বলেন, একইসাথে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য
দূর করে পূর্বের ন্যায় টাইম স্কেল, চাকরিরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহতভাবে রাখা, সিলেকশন গ্রেড পুনর্বহালসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের বিষয়গুলো নবম পে-স্কেলের গেজেটে অন্তর্ভুক্তির এবং নবম পে-স্কেল দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানানোর জন্য আগামীকাল জাতীয় প্রেসক্লাবসহ দেশের ৬৪ জেলার প্রেসক্লাবে প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



