ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘আপনারাই হাদিকে হত্যা করিয়েছেন, এখন নির্বাচন বানচালের চেষ্টা করছেন’: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ওমর বিন হাদি
পাকিস্তান কানেকশন ও গোপন বৈঠক: স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চান গোলাম আযম পুত্র!
ইউনূসের সরকারের পৈশাচিকতায় মৃত্যুর মুখে লোহাগাড়া ছাত্রলীগ নেতা
গ্লোবাল টিভির বার্তা প্রধানকে ছাঁটাই ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: কাঠগড়ায় রিফাত রশীদ
কোনো দল নিষিদ্ধ হলে লক্ষ্য অর্জন সম্ভব হবে না: ড. ইউনূসকে মার্কিন কংগ্রেস সদস্যদের বার্তা
স্বরাষ্ট্র উপদেষ্টা পদে খলিলুর রহমানের নিয়োগ আটকাল সেনাবাহিনী: তারেক রহমান পাচ্ছেন এসএসএফ নিরাপত্তা
অন্তর্বর্তী সরকারের জমানায় কারাগার যেন ‘মৃত্যুকূপ’: পুলিশি নির্যাতনে মৃত্যুশয্যায় ছাত্রলীগ নেতা বিপ্লব
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘মিসাইল’ উস্কানি: ইমোজি দিয়ে পূর্ণ সমর্থন জানালেন মীর আহমদ বিন কাসেম
পাকিস্তানের এক রাজনৈতিক নেতার ভারতের প্রতি ছোঁড়া ‘মিসাইল ও সেনাবাহিনীর’ উস্কানিমূলক হুমকিকে প্রকাশ্যে সমর্থন জানালেন জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)। কোনো শব্দ ব্যয় না করে, কেবল তিনটি বিস্ফরক ইমোজি ব্যবহার করে তিনি বুঝিয়ে দিয়েছেন—পাকিস্তানের এই যুদ্ধংদেহী মনোভাবের সাথে তিনি পুরোপুরি একমত।
সম্প্রতি পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) যুবনেতা কামরান সাইদ উসমানি এক ভিডিও বার্তায় ভারতকে হুমকি দিয়ে বলেন, "পাকিস্তানের মিসাইল খুব বেশি দূরে নয়।" প্রতিবেশী দেশের প্রতি এমন সরাসরি সামরিক হামলার হুমকি বা উস্কানি সাধারণত কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
কিন্তু ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম এই সংবাদটি তার ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন তিনটি
ইমোজি— পেশিশক্তি , বিস্ফোরণ , এবং বিস্ফোরক বিশ্লেষকদের মতে, এই ইমোজিগুলোর মাধ্যমে তিনি কেবল সংবাদটি শেয়ার করেননি, বরং এই উস্কানিতে নিজের উচ্ছ্বাস ও সমর্থন প্রকাশ করেছেন। পেশিশক্তি : পাকিস্তানের এই হুমকিকে তিনি ‘মুসলিম শক্তির’ উত্থান হিসেবে দেখছেন। বিস্ফোরণ ও বিস্ফোরক : ‘মিসাইল’ বা যুদ্ধের মতো ধ্বংসাত্মক পরিণতির প্রতি তার পরোক্ষ সমর্থন বা আগ্রহ এই ইমোজির মাধ্যমে ফুটে উঠেছে। অর্থাৎ, পরিস্থিতির উত্তাপ ছড়ানো বা উস্কানিতে তিনি যেন ঘি ঢাললেন। মীর আহমদ বিন কাসেমের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। তার অনুসারীদের একাংশ যেমন এই উস্কানিমূলক অবস্থানে সায় দিয়েছেন, তেমনি তীব্র নিন্দাও এসেছে। পোস্টের নিচে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের একটি প্রোফাইল থেকে ক্ষোভ প্রকাশ করে লেখা
হয়েছে, "তুই তো রাজাকারের বাচ্চা"। এই মন্তব্যটি প্রমাণ করে, পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে এমন উস্কানিমূলক অবস্থান নেওয়াকে বাংলাদেশের একটি বড় অংশ এখনো ১৯৭১ সালের প্রেক্ষাপটে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই গণ্য করে। শব্দহীন এই পোস্টের মাধ্যমে মীর আহমদ বিন কাসেম স্পষ্ট করে দিলেন, ভূ-রাজনীতিতে উত্তেজনা বা সংঘাতের উস্কানি থাকলেও, তিনি সেই ‘বারুদের’ পক্ষেই অবস্থান নিচ্ছেন।
ইমোজি— পেশিশক্তি , বিস্ফোরণ , এবং বিস্ফোরক বিশ্লেষকদের মতে, এই ইমোজিগুলোর মাধ্যমে তিনি কেবল সংবাদটি শেয়ার করেননি, বরং এই উস্কানিতে নিজের উচ্ছ্বাস ও সমর্থন প্রকাশ করেছেন। পেশিশক্তি : পাকিস্তানের এই হুমকিকে তিনি ‘মুসলিম শক্তির’ উত্থান হিসেবে দেখছেন। বিস্ফোরণ ও বিস্ফোরক : ‘মিসাইল’ বা যুদ্ধের মতো ধ্বংসাত্মক পরিণতির প্রতি তার পরোক্ষ সমর্থন বা আগ্রহ এই ইমোজির মাধ্যমে ফুটে উঠেছে। অর্থাৎ, পরিস্থিতির উত্তাপ ছড়ানো বা উস্কানিতে তিনি যেন ঘি ঢাললেন। মীর আহমদ বিন কাসেমের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। তার অনুসারীদের একাংশ যেমন এই উস্কানিমূলক অবস্থানে সায় দিয়েছেন, তেমনি তীব্র নিন্দাও এসেছে। পোস্টের নিচে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের একটি প্রোফাইল থেকে ক্ষোভ প্রকাশ করে লেখা
হয়েছে, "তুই তো রাজাকারের বাচ্চা"। এই মন্তব্যটি প্রমাণ করে, পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে এমন উস্কানিমূলক অবস্থান নেওয়াকে বাংলাদেশের একটি বড় অংশ এখনো ১৯৭১ সালের প্রেক্ষাপটে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই গণ্য করে। শব্দহীন এই পোস্টের মাধ্যমে মীর আহমদ বিন কাসেম স্পষ্ট করে দিলেন, ভূ-রাজনীতিতে উত্তেজনা বা সংঘাতের উস্কানি থাকলেও, তিনি সেই ‘বারুদের’ পক্ষেই অবস্থান নিচ্ছেন।



