ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিপিএলের সময়সূচিতে পরিবর্তন
ফুটবল ম্যাচে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
বিশ্বকাপের ২ মাস আগে শ্রীলঙ্কার নেতৃত্বে শানাকা
মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর
তাসকিনকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউ, ডাক পায়নি বাকিরা
নিলাম শেষে কেমন হলো মোস্তাফিজদের দল
দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত
বার্সার লড়াকুকন্যা আইতানা বোনমাতি
পুরো নাম আইতানা বোনমাতি কনকা। এটি উল্টোও হতে পারত– ‘আইতানা কনকা বোনমাতি’। বোনমাতি তাঁর মায়ের পদবি, আর কনকা তাঁর বাবার। স্পেনের আইন অনুযায়ী সেই সময় বাবার নামের পদবিটাই সামনে রাখতে হতো। ১৯৯৮ সালের ১৮ জানুয়ারি আইতানার জন্মের পর তাঁর কাতালান বাবা-মা এই নিয়মের বদল চান। লিঙ্গ বৈষম্যের অবসান চেয়ে আদালতে যান তাঁর বাবা ভিসেন্ট কনকা এবং মা রোজা বোনামাতি। সেই সময় তাদের এই লড়াইটা স্পেনে এক ধরনের সামাজিক আন্দোলনে রূপ নেয়। শেষ পর্যন্ত স্পেনের সংসদে আইন করে মায়ের পদবি সন্তানের নামের আগে দেওয়ার অনুমতি দেওয়া হয়।
সেই থেকেই ‘আইতানা বোনমাতি’ কাতালান সমাজে লড়াকু এক নাম। তাদের সেই ছোট্ট আইতানা এই
মুহূর্তে বিশ্বসেরা নারী ফুটবলার। টানা তিন বার ব্যালন ডি’অর পুরস্কার জিতে লিওনেল মেসি আর মিচেল প্লাতিনির মতো কিংবদন্তিদের পাশে নিজের নামটি লিখেছেন। সেই সঙ্গে টানা তৃতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডও নিজের শোকেসে সাজিয়েছেন বছর সাতাশের বার্সার এই স্প্যানিশ মিডফিল্ডার। বিশ্বকাপ থেকে শুরু করে মেয়েদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ–ক্যারিয়ারে এরই মধ্যে মর্যাদাপূর্ণ সব শিরোপাই জিতে নিয়েছেন কাতালোনিয়ার এই ‘ফিমেল মেসি’। আসলে মেসির সঙ্গে তাঁর তুলনাটা চলে আসে অনেক কিছুতেই। মেসির মতো বোনমাতিও বার্সার একাডেমি ‘লা মেসিয়া’ থেকেই বেড়ে উঠেছেন। মেসির মতো তিনিও প্রচণ্ড বার্সা অন্তঃপ্রাণ। ১০ বছর ধরে এই ক্লাবেরই মূল দলের সঙ্গে রয়েছেন। তাছাড়া মেসির মতো তাঁরও ছোটবেলায় একটা বিরল রোগ
ছিল; যেখানে সে কিছুতেই কিছু করে খুশি হতেন না, আনন্দ পেতেন না। সাত বছর বয়সে স্কুলে থাকতে বাস্কেটবল খেলতেন। খেলতেনও ভালো, কিন্তু অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মতো তাঁকে আনন্দ করতে দেখা যেত না। কাতালান সাহিত্যের শিক্ষক ছিলেন তাঁর বাবা-মা দুজনেই। প্রতিবেশীর পরামর্শে ওই বয়সেই বোনমাতির মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান তাঁর বাবা-মা। তখন থেকে একটু একটু করে ফুটবলের প্রতি আগ্রহ জন্মায় মেয়ের। বাবা-মা খেয়াল করেন বার্সার প্রতি আলাদা একটা টান আছে বোনমাতির। ফুটবলের প্রতি ভালোবাসটা চোখে পড়ে তাদের। ভর্তি করে দেওয়া হয় লা মেসিয়ায়, সেখানে শুরুতে ছেলেদের সঙ্গেই ফুটবল খেলতে হতো তাঁকে। কেননা তখনও মেয়েদের জন্য আলাদা বিভাগ ছিল না। এরপর অবশ্য
মেয়েদের দল গড়া হয়। সেখানেই শুরু থেকে দলের ‘ফিমেল মেসি’ পদবিটা পেয়ে যান বোনমাতি। মেসির প্রতি তাঁর প্রচণ্ড শ্রদ্ধা থাকলেও বার্সায় তাঁর অনুপ্রেরণা কিন্তু জাভি আর ইনিয়েস্তা। তাদের পরামর্শেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বোনমাতি; যেখানে বার্সার হয়ে ঘরোয়া সব শিরোপা জিতেছেন। সাতবার লা লিগা, ৯ বার কোপা দেলরে, পাঁচবার স্প্যানিশ সুপার কাপ জয়ের সাক্ষী থেকেছেন। বার্সার হয়ে এ পর্যন্ত ২১৫ ম্যাচ খেলে ৭৮টি গোল করেছেন। স্পেনের হয়ে ৮৩ ম্যাচে গোল করেছেন ৩৫টি। গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তাঁর এই সাফল্যের পেছনে নিজের ফিটনেস আর মানসিক দৃঢ়তার কথা বলেছেন বোনমাতি। ‘আমার মানসিক দৃঢ়তা আমাকে এখানে নিয়ে এসেছে। আজও আমার মধ্যে
সেই স্ফুলিঙ্গ আছে, যা আমাকে প্রতিদিন সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ নিতে সাহায্য করে। মনে হয়, এখনও অনেক কিছু অর্জন করার আছে আমার। যেদিন আমার সেই ক্ষুধা এবং উচ্চাকাঙ্ক্ষা থাকবে না, সেদিনই আমি পেশাদার ফুটবল থেকে বুট তুলে নেব।’ ফিটনেস ধরে রাখার জন্য তিনি এখন ভেজিটেরিয়ান। শাকসবজি খেয়েই ডায়েট করেন তিনি। ফুটবলের বাইরে পড়ালেখাতেও স্প্যানিশ মেয়েদের কাছে তিনি আদর্শের একজন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস সায়েন্স নিয়ে রামোন লুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। এরপর হুয়ান ক্রুয়েফ ইনিস্টিটিউট থেকে মাস্টার্স করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে খুবই রক্ষণশীল বোনমাতি। স্প্যানিশ ট্যাবলয়েডগুলোও এই বার্সাকন্যাকে নিয়ে গসিপের কোনো সুযোগ পায়নি।
মুহূর্তে বিশ্বসেরা নারী ফুটবলার। টানা তিন বার ব্যালন ডি’অর পুরস্কার জিতে লিওনেল মেসি আর মিচেল প্লাতিনির মতো কিংবদন্তিদের পাশে নিজের নামটি লিখেছেন। সেই সঙ্গে টানা তৃতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডও নিজের শোকেসে সাজিয়েছেন বছর সাতাশের বার্সার এই স্প্যানিশ মিডফিল্ডার। বিশ্বকাপ থেকে শুরু করে মেয়েদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ–ক্যারিয়ারে এরই মধ্যে মর্যাদাপূর্ণ সব শিরোপাই জিতে নিয়েছেন কাতালোনিয়ার এই ‘ফিমেল মেসি’। আসলে মেসির সঙ্গে তাঁর তুলনাটা চলে আসে অনেক কিছুতেই। মেসির মতো বোনমাতিও বার্সার একাডেমি ‘লা মেসিয়া’ থেকেই বেড়ে উঠেছেন। মেসির মতো তিনিও প্রচণ্ড বার্সা অন্তঃপ্রাণ। ১০ বছর ধরে এই ক্লাবেরই মূল দলের সঙ্গে রয়েছেন। তাছাড়া মেসির মতো তাঁরও ছোটবেলায় একটা বিরল রোগ
ছিল; যেখানে সে কিছুতেই কিছু করে খুশি হতেন না, আনন্দ পেতেন না। সাত বছর বয়সে স্কুলে থাকতে বাস্কেটবল খেলতেন। খেলতেনও ভালো, কিন্তু অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মতো তাঁকে আনন্দ করতে দেখা যেত না। কাতালান সাহিত্যের শিক্ষক ছিলেন তাঁর বাবা-মা দুজনেই। প্রতিবেশীর পরামর্শে ওই বয়সেই বোনমাতির মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান তাঁর বাবা-মা। তখন থেকে একটু একটু করে ফুটবলের প্রতি আগ্রহ জন্মায় মেয়ের। বাবা-মা খেয়াল করেন বার্সার প্রতি আলাদা একটা টান আছে বোনমাতির। ফুটবলের প্রতি ভালোবাসটা চোখে পড়ে তাদের। ভর্তি করে দেওয়া হয় লা মেসিয়ায়, সেখানে শুরুতে ছেলেদের সঙ্গেই ফুটবল খেলতে হতো তাঁকে। কেননা তখনও মেয়েদের জন্য আলাদা বিভাগ ছিল না। এরপর অবশ্য
মেয়েদের দল গড়া হয়। সেখানেই শুরু থেকে দলের ‘ফিমেল মেসি’ পদবিটা পেয়ে যান বোনমাতি। মেসির প্রতি তাঁর প্রচণ্ড শ্রদ্ধা থাকলেও বার্সায় তাঁর অনুপ্রেরণা কিন্তু জাভি আর ইনিয়েস্তা। তাদের পরামর্শেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বোনমাতি; যেখানে বার্সার হয়ে ঘরোয়া সব শিরোপা জিতেছেন। সাতবার লা লিগা, ৯ বার কোপা দেলরে, পাঁচবার স্প্যানিশ সুপার কাপ জয়ের সাক্ষী থেকেছেন। বার্সার হয়ে এ পর্যন্ত ২১৫ ম্যাচ খেলে ৭৮টি গোল করেছেন। স্পেনের হয়ে ৮৩ ম্যাচে গোল করেছেন ৩৫টি। গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তাঁর এই সাফল্যের পেছনে নিজের ফিটনেস আর মানসিক দৃঢ়তার কথা বলেছেন বোনমাতি। ‘আমার মানসিক দৃঢ়তা আমাকে এখানে নিয়ে এসেছে। আজও আমার মধ্যে
সেই স্ফুলিঙ্গ আছে, যা আমাকে প্রতিদিন সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ নিতে সাহায্য করে। মনে হয়, এখনও অনেক কিছু অর্জন করার আছে আমার। যেদিন আমার সেই ক্ষুধা এবং উচ্চাকাঙ্ক্ষা থাকবে না, সেদিনই আমি পেশাদার ফুটবল থেকে বুট তুলে নেব।’ ফিটনেস ধরে রাখার জন্য তিনি এখন ভেজিটেরিয়ান। শাকসবজি খেয়েই ডায়েট করেন তিনি। ফুটবলের বাইরে পড়ালেখাতেও স্প্যানিশ মেয়েদের কাছে তিনি আদর্শের একজন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস সায়েন্স নিয়ে রামোন লুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। এরপর হুয়ান ক্রুয়েফ ইনিস্টিটিউট থেকে মাস্টার্স করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে খুবই রক্ষণশীল বোনমাতি। স্প্যানিশ ট্যাবলয়েডগুলোও এই বার্সাকন্যাকে নিয়ে গসিপের কোনো সুযোগ পায়নি।



