ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ড. ইউনুসের কূটনীতি সেভেন সিস্টার্সের জন্য চ্যালেঞ্জ বাড়াচ্ছে
১৭ ডিসেম্বর ১৯৭১—অস্ত্রহীন এক ভারতীয় সেনা আর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সাহসী উদ্ধার
ধর্মান্ধতার নৃশংস উন্মাদনা—ভালুকায় হিন্দু শ্রমিককে হত্যা করে মরদেহে আগুন
আইন-শৃঙ্খলা সংকটে বাংলাদেশ,হাদীর মৃত্যুর পর সহিংসতা ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার
লুটপাটের মহোৎসবে ঢাকার পানি প্রকল্প
বিজয় দিবসের ডিসপ্লেতে একাত্তরের সত্য—সহ্য করতে না পেরে শিশুদের উপর ঝাঁপিয়ে পড়ল জামায়াত–শিবির
বাংলাদেশের গর্ব, ইতিহাস ও সংস্কৃতির প্রতীক ছায়ানট—
বিজয় দিবসে ফুল দেওয়াই অপরাধ—এই রাষ্ট্র এখন কার দখলে?
ইউনূসের অবৈধ জামাতি শাসনে মুক্তিযুদ্ধ আজ হাতকড়াবন্দি!
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোয় ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে ইউনূস প্রশাসন। এটি কোনো আইনশৃঙ্খলা রক্ষার ঘটনা নয়—এটি পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ, বিজয় দিবস এবং স্বাধীনতার পক্ষের শক্তির ওপর আঘাত।
যে ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী ১৯৭১ সালে রক্ত দিয়ে এই দেশের পতাকা এনেছে, আজ সেই সংগঠনের কর্মীরা বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘অপরাধী’ বানানো হচ্ছে। এই দৃষ্টান্ত নতুন নয়—পাকিস্তানি শাসকরাও ঠিক এভাবেই শহীদদের স্মৃতি ভয় পেত।
ইউনূসের অবৈধ জামাতি প্রশাসনের ভয় এখন নগ্ন।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাম শুনলেই তারা কাঁপে বলেই বিজয় দিবসে ফুল দিতে যাওয়া কর্মীকে গ্রেপ্তার করতে হয়। এটি আইন নয়—এটি প্রতিশোধ।
এটি শাসন নয়—এটি পরাজিত শক্তির উন্মত্ততা। আজ ছাত্রলীগকে হাতকড়া, কাল স্মৃতিসৌধে তালা, পরশু মুক্তিযুদ্ধের ইতিহাস নিষিদ্ধ—এই পথেই হাঁটছে অবৈধ ইউনূস সরকার। তারা যেন পাকিস্তানি ঘাতকদের অসমাপ্ত কাজ শেষ করতে মাঠে নেমেছে। স্পষ্ট করে বলতে হয়— গ্রেপ্তার করে স্মৃতিসৌধ নীরব করা যায় না, হাতকড়া পরিয়ে ইতিহাস মুছে ফেলা যায় না, আর দমন-পীড়ন চালিয়ে মুক্তিযুদ্ধের চেতনা দাফন করা যায় না। জয় বাংলা ।। জয় বঙ্গবন্ধু
এটি শাসন নয়—এটি পরাজিত শক্তির উন্মত্ততা। আজ ছাত্রলীগকে হাতকড়া, কাল স্মৃতিসৌধে তালা, পরশু মুক্তিযুদ্ধের ইতিহাস নিষিদ্ধ—এই পথেই হাঁটছে অবৈধ ইউনূস সরকার। তারা যেন পাকিস্তানি ঘাতকদের অসমাপ্ত কাজ শেষ করতে মাঠে নেমেছে। স্পষ্ট করে বলতে হয়— গ্রেপ্তার করে স্মৃতিসৌধ নীরব করা যায় না, হাতকড়া পরিয়ে ইতিহাস মুছে ফেলা যায় না, আর দমন-পীড়ন চালিয়ে মুক্তিযুদ্ধের চেতনা দাফন করা যায় না। জয় বাংলা ।। জয় বঙ্গবন্ধু



