হজযাত্রার প্রথম দিনেই ফ্লাইট মিস ১৪০ জনের – U.S. Bangla News




হজযাত্রার প্রথম দিনেই ফ্লাইট মিস ১৪০ জনের

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২১ মে, ২০২৩ | ১০:৫৬
গত বারের মতো এবারও হজ পালন নিয়ে শঙ্কায় পড়েছেন ১৪০ জন। হজযাত্রা শুরুর দিন রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটটিতে তাদের সৌদি আরবের জেদ্দা যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা নিয়ে জটিলতার কারণে তারা যেতে পারেননি। ফলে তারা কখন ও কোন ফ্লাইটে সৌদি আরব যেতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব যাত্রীর সৌদি আরবের জেদ্দা যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি যথাসময়ে উড়াল দিয়েছে তাদের ১৪০টি আসন ফাঁকা রেখেই। রোববার থেকেই হজযাত্রীদের পরিবহণ শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভোরে ৪১৫ জন হজযাত্রী নিয়ে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইট। এরপর সকাল

৭টায়, সকাল সাড়ে ১০টায়, দুপুর ২টা ২০ মিনিটে আরও তিনটি ফ্লাইট ছেড়ে গেছে। রাত ১০টা ৫০ মিনিটে আরেকটি ফ্লাইট যাবে। গত বছরও এজেন্সিগুলোর প্রতারণা কারণে হজে যেতে পারেননি ৩০০ জনের মতো হজযাত্রী। ফ্লাইট মিস করা হজযাত্রীরা জানিয়েছেন, এজেন্সির নির্দেশনা অনুযায়ী রোববার দুপুরে ফ্লাইট ধরতে শনিবারই তারা আশকোনার হজ ক্যাম্পে আসেন। তাদের যে ভিসা হয়নি, এ কথা শেষ সময়ে এসে তাদের জানায় এজেন্সি। পরে ২টা ২০ মিনিটের যে ফ্লাইটটিতে তাদের টিকিট ছিল, সেটি তাদের না নিয়েই ঢাকা ত্যাগ করে। বিমানের পক্ষ থেকে হজ সমন্বয়ের দায়িত্বে থাকা ব্যবস্থাপক গোলাম সরওয়ার গণমাধ্যমকে বলেন, শুনেছি ওই হজযাত্রীদের ভিসা হয়নি। তারা আমাদের কাউন্টারে আসেননি। তাদের রেখেই আমাদের

যেতে হয়েছে। সূত্রে জানা গেছে, ‘জান্নাত ট্রাভেলস’ নামে একটি হজ এজেন্সির মাধ্যমে এই ১৪০ জনের হজে যাওয়ার কথা। শেষ সময়ে এজেন্সি তাদের জানায়, ‘টেকনিক্যাল সমস্যার কারণে’ সময় মতো তাদের ভিসা হয়নি। এ বিষয়ে জান্নাত ট্রাভেলসের কারও বক্তব্য জানা যায়নি। তবে হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) সাইফুল ইসলাম জানান, তিনি জান্নাত ট্রাভেলসের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। সমস্যার সমাধান হচ্ছে। তিনি আরও বলেন, সন্ধ্যা ৬টা নাগাদ ১৩৬ জনের ভিসা হয়েছে, বাকি চারজনেরও হয়ে যাবে। সোমবার নাগাদ তাদের অন্য ফ্লাইটে সৌদি আরব পাঠানোর চেষ্টা করা হবে। সৌদি আরব যেতে আবার টিকিট কাটতে হবে কিনা-প্রশ্নের জবাবে বিমানের ব্যবস্থাপক গোলাম সরওয়ার বলেন, এটা বিমানের বিপণন বিভাগের লোকেরা ভালো

বলতে পারবে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ফ্লাইট মিস করা ১৪০ যাত্রীকে ‘ডেডিকেটেড হজ ফ্লাইটে’ একসঙ্গে পাঠানো সম্ভব হবে না। তবে বিমানের নিয়মিত ফ্লাইটে তারা যেতে পারবেন। এদিকে হজযাত্রীদের ফ্লাইট মিসের বিষয়টি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও জেনেছেন। তিনি সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে এক অনুষ্ঠানে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ভবিষ্যতে আর যেন এরকম না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে চক্র মূল্যস্ফীতি ও ঋণঝুঁকিই অর্থনীতির বড় সমস্যা ব্রাজিলের বন্যায় মৃত্যু বেড়ে ৫৭ বিএমডিএর পিডির কলার ধরার পর ঠিকাদারদের সঙ্গেই আপস সারা দেশে কালবৈশাখীর আভাস, সতর্কতা জারি ইসরাইলবিরোধী বিক্ষোভে নেমেছে আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা বিদ্রোহীদের দখলে জান্তার গুরুত্বপূর্ণ ঘাঁটি মৃত ব্যক্তি ও শিশুদের ভোট দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকারমন্ত্রী অস্ট্রেলিয়ায় পুলিশের গুলিতে নিহত কিশোর যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী বিক্ষোভ, বাইডেনের কী ক্ষতি? স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতে স্থায়ী কমিটির সুপারিশ রাস্তা থেকে লঞ্চের কেবিনে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার আমদানির খবরে কমেছে দেশি পেঁয়াজের দাম ৩৫ করতে শিক্ষামন্ত্রীর ডিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় মন্ত্রণালয় মিল্টন সমাদ্দারের যত ‘অপকর্ম’ সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী নিউইয়র্কে বাংলাদেশি হত্যার ভিডিও প্রকাশ ৮ দফা কমে আবার দুদফায় ১৭৮৫ টাকা বাড়ল সোনার দাম জিম্বাবুয়েকে ১৩৮ রানে থামিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা ডিবিতে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, যা জানালেন মিল্টন সমাদ্দারের স্ত্রী