ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশের এলজিবিটি কমিউনিটিকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার উৎখাতের ষড়যন্ত্র: পর্ব-২
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে দাবিয়ে রাখার বৃথা চেষ্টা আখ্যা নেতাকর্মীদের
চট্টগ্রাম-ফতুল্লা পাইপলাইন: মাঝপথে উধাও ৪ লাখ লিটার ডিজেল, যমুনার হিসাবে ঘাপলা নাকি কারসাজি?
কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অফিস সহকারীকে আটকের প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির
এনসিপি নেতা আখতার হোসেনের বিরুদ্ধে পিপি নিয়োগে ৫০ লাখ টাকা দাবির অভিযোগ
ধানমন্ডিতে মারধরের শিকার সেই সালমা জুলাই মামলায় কারাগারে
সাত জেলায় ককটেল, আগুন স্কুল বাসের চালক দগ্ধ
ইউনূস সরকারকে ব্যর্থ করার চেষ্টার অভিযোগ, ‘ওরা নেতা নয়, সন্ত্রাসী’—ইমতু রাতিশের পোস্টে তোলপাড়
‘আনন্দ কুটুম’-এর ওয়াল থেকে নেয়া লেখাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন এই অভিনেতা, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। জনপ্রিয় অভিনেতা ইমতু রাতিশের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ‘আনন্দ কুটুম’ নামের একটি প্রোফাইল থেকে নেওয়া একটি লেখায় অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টার অভিযোগ তুলে একদল লোককে "সন্ত্রাসী" হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ইমতু তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই লেখাটি শেয়ার করার পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে।
পোস্টটিতে লেখা হয়েছে, "দেশ ভাইঙ্গা খান খান হবার অবস্থা আর এই ... এখনো ৩২ ভাগার ভয় দেখায়। এই শুয়োরের বাচ্চারাই এসব ভাঙ্গাচুঙ্গি করে ইউনূস সরকারকে ব্যর্থ বানাইছে।"
লেখাটিতে আরও অভিযোগ
করা হয়, "এরা এসব ভাঙ্গাচুঙ্গি করে, চাঁদাবাজি করে, তদবির বাণিজ্য করে দেশটাকে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম জায়গায় নিয়ে গেছে। সরকারকে ঠিকঠাক ফাংশন করতে দেয়নি। রাজনৈতিক শিষ্টাচার নষ্ট করেছে। এই জন্য দেশের মানুষ এখন বলে, 'আগেই ভালো ছিলাম'।" পোস্টটির শেষে এই দলটিকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে অস্বীকার করে তীব্র ভাষায় বলা হয়, "ভাঙ্গাচুঙ্গি ছাড়া এদের আর কোন রাজনৈতিক লেজিটেমেসি নাই। এদের কথাবার্তাই বলে দেয় এরা রাজনৈতিক নেতা নয়, এরা সন্ত্রাসী।" পোস্টের উৎস ও প্রতিক্রিয়া: ইমতু রাতিশ পোস্টের শুরুতে উল্লেখ করেছেন যে, লেখাটি ‘Anondo kutum এর দেয়াল থেকে নেয়া’। তার এই শেয়ার করা পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্ক্রিনশট অনুযায়ী, পোস্টটিতে ৪০ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং
দুই হাজারের বেশি মন্তব্য এসেছে, যা থেকে এর ব্যাপকতা বোঝা যায়। নেটিজেনরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অনেকেই পোস্টের বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ এমন আক্রমণাত্মক ভাষার ব্যবহারের সমালোচনা করেছেন। এই পোস্টটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জনমনে বিরাজমান উত্তাপ ও আলোচনারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
করা হয়, "এরা এসব ভাঙ্গাচুঙ্গি করে, চাঁদাবাজি করে, তদবির বাণিজ্য করে দেশটাকে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম জায়গায় নিয়ে গেছে। সরকারকে ঠিকঠাক ফাংশন করতে দেয়নি। রাজনৈতিক শিষ্টাচার নষ্ট করেছে। এই জন্য দেশের মানুষ এখন বলে, 'আগেই ভালো ছিলাম'।" পোস্টটির শেষে এই দলটিকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে অস্বীকার করে তীব্র ভাষায় বলা হয়, "ভাঙ্গাচুঙ্গি ছাড়া এদের আর কোন রাজনৈতিক লেজিটেমেসি নাই। এদের কথাবার্তাই বলে দেয় এরা রাজনৈতিক নেতা নয়, এরা সন্ত্রাসী।" পোস্টের উৎস ও প্রতিক্রিয়া: ইমতু রাতিশ পোস্টের শুরুতে উল্লেখ করেছেন যে, লেখাটি ‘Anondo kutum এর দেয়াল থেকে নেয়া’। তার এই শেয়ার করা পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্ক্রিনশট অনুযায়ী, পোস্টটিতে ৪০ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং
দুই হাজারের বেশি মন্তব্য এসেছে, যা থেকে এর ব্যাপকতা বোঝা যায়। নেটিজেনরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অনেকেই পোস্টের বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ এমন আক্রমণাত্মক ভাষার ব্যবহারের সমালোচনা করেছেন। এই পোস্টটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জনমনে বিরাজমান উত্তাপ ও আলোচনারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।



