ইউ এস বাংলা নিউজ ডেক্স
রাজস্থানে গেলেন জাদেজা, চেন্নাইয়ে সানজু
ইউরোপের ক্লাব ফুটবলে সোয়াপ ডিল পরিচিত শব্দ। এটি দুই ক্লাব খেলোয়াড় অদলবদল সংক্রান্ত চুক্তি। আইপিএলেও পূর্বে এমন দলবদল দেখা গেছে। তবে আইপিএলের সেরা সোয়াপ ডিলটা হলো ২০২৬ সালের আসর সামনে রেখে।
রাজস্থান রয়্যালস তাদের অধিনায়ক সানজু স্যামসনকে চেন্নাই সুপার কিংসের কাছে ছেড়ে দিয়েছে। বিনিময়ে চেন্নাই থেকে দলে ভিড়িয়েছে ক্লাবটির এক যুগের সঙ্গী অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সানজুর বিনিময়ে জাদেজার সঙ্গে ইংলিশ পেস অলরাউন্ডার স্যাম কারেনকেও দিয়েছে চেন্নাই।
আইপিএলের আগামী আসরের জন্য রাজস্থান ১৮ কোটি রুপির বিনিময়ে সানজু স্যামসনকে ধরে রেখেছিল। আবার চেন্নাইও একই মূল্যে ধরে রেখেছিল স্পিন অলরাউন্ডার জাদেজাকে। কিন্তু রাজস্থানে যেতে জাদেজা তার মূল্য কিছুটা কমিয়েছে। রাজস্থানে ১৪
কোটি রুপিতে খেলতে রাজি হয়েছেন তিনি। কারেনের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ। রাজস্থানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাদেজা, ‘রাজস্থান আমাকে প্রথমবার আইপিএলে খেলার সুযোগ দিয়েছিল, প্রথম জয়টা আমি এখানেই পেয়েছি। এটা আমার কাছে শুধু ক্লাব নয়, বাড়ির মতো। আর ঘরে ফিরতে পারা সবসময় আনন্দের। এখানে আমি আমার প্রথম শিরোপা জিতেছি। আশা করছি, নতুন সতীর্থদের নিয়ে আরও শিরোপা জিততে পারবো।’ জাদেজা ২০০৮ মৌসুমে রাজস্থানে প্রথম মৌসুম খেলেছিলেন। ২০১২ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেন। ফ্র্যাঞ্চাইজিটি দুই বছর নিষিদ্ধ ছিল। বাকি বছরগুলো হলুদ জার্সি পরে খেলেছেন তিনি। সানজু ১১ বছর ধরে রাজস্থানে খেলছেন। চার মৌসুম ক্লাবটিকে নেতৃত্ব দিয়েছেন। ফাইনালে
ও সেমিফাইনালে তোলার মতো সাফল্য দেখিয়েছেন। তবে নতুন মৌসুমের আগে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
কোটি রুপিতে খেলতে রাজি হয়েছেন তিনি। কারেনের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ। রাজস্থানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাদেজা, ‘রাজস্থান আমাকে প্রথমবার আইপিএলে খেলার সুযোগ দিয়েছিল, প্রথম জয়টা আমি এখানেই পেয়েছি। এটা আমার কাছে শুধু ক্লাব নয়, বাড়ির মতো। আর ঘরে ফিরতে পারা সবসময় আনন্দের। এখানে আমি আমার প্রথম শিরোপা জিতেছি। আশা করছি, নতুন সতীর্থদের নিয়ে আরও শিরোপা জিততে পারবো।’ জাদেজা ২০০৮ মৌসুমে রাজস্থানে প্রথম মৌসুম খেলেছিলেন। ২০১২ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেন। ফ্র্যাঞ্চাইজিটি দুই বছর নিষিদ্ধ ছিল। বাকি বছরগুলো হলুদ জার্সি পরে খেলেছেন তিনি। সানজু ১১ বছর ধরে রাজস্থানে খেলছেন। চার মৌসুম ক্লাবটিকে নেতৃত্ব দিয়েছেন। ফাইনালে
ও সেমিফাইনালে তোলার মতো সাফল্য দেখিয়েছেন। তবে নতুন মৌসুমের আগে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।



