উপদেষ্টা রিজওয়ানার প্রভাবে পিতা ‘মন্দির কমিটির সভাপতি’ হওয়ায় চাকরি হয়নি হিন্দুপ্রার্থীর – ইউ এস বাংলা নিউজ




উপদেষ্টা রিজওয়ানার প্রভাবে পিতা ‘মন্দির কমিটির সভাপতি’ হওয়ায় চাকরি হয়নি হিন্দুপ্রার্থীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৫ | ৬:১৪ 28 ভিউ
হিন্দু চাকরিপ্রার্থীর পিতা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি হওয়ায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের প্রভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলীর চাকরি হয়নি বলে অভিযোগ উঠেছে। যদিও তার এবং পরিবারেরর কোনো সদস্যের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। বিডি ডাইজেস্ট-এর হাতে আসা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুরের বাসিন্দা পুলক দেব পলাশের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। শুধু পলাশই নয়, একই পদে অন্য হিন্দু প্রার্থী উপ-সহকারী প্রকৌশলী পদে শুভ চন্দ্র বসু, দীপ্ত ডাকুয়াসহ অন্তত ২৫ জন প্রার্থীর যোগদান আটকে রেখেছেন উপদেষ্টা রিজওয়ানা। এমনকি শূন্যপদে নতুন করে ৫০ জনের নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রতিবেদনে অপরাধ হিসেবে দেখানো হয়েছে, পুলক দেব

পলাশের পিতা মানিক চন্দ্র দেব ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি। তবে প্রতিবেদনে পুলক দেব পলাশ ও মানিক চন্দ্র দেবের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। সেখানে আরও উল্লেখ আছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিক, স্থায়ী ঠিকানার অধিকারী এবং কোনো রাজনৈতিক দল, সংগঠন বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। কিন্তু দাবি করা হয়েছে, পরিবারটি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। মানিক চন্দ্র দেবের সাথে সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নয়ন মনি দেবের সাথে সুসম্পর্ক রয়েছে। প্রতিবেদনটি বিশ্লেষণ করে নিরাপত্তা বিশেষজ্ঞ আমিনুল হক বলেন, দুটি অপরাধে পুলক দেব পলাশের চাকরিচ্যুত করেছে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার। ৮ই আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়

আসার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ বাড়ছে। হিন্দু সম্প্রদায়ের একাধিক সরকারি কর্মকর্তা এর আগেও চাকরি হারিয়েছেন বা বদলির মুখে পড়েছেন ধর্মীয় পরিচয়ের কারণে। পলাশের ঘটনাকে সেই ধারাবাহিকতার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। পুলক দেব পলাশ বলেন, উপদেষ্টা রিজওয়ানা হাসানের ইচ্ছা-অনিচ্ছার কারণে চাকরি আটকে রয়েছে। আমাদের চাকরিতে কেন যোগদান করতে দিচ্ছে না সেটাও স্পষ্ট নয়। নিরাপত্তা বিশেষজ্ঞ আমিনুল হক বলেন, ‘প্রথমত, তার পিতা মানিক চন্দ্র দেব হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও দ্বিতীয়ত, আওয়ামী লীগ নেতার সাথে সুসম্পর্ক’। ‘অথচ গ্রাম বাংলায় বহু পরিবারের এক ভাই আওয়ামী লীগ, অপর ভাই বিএনপি করে। কিন্তু প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকার সম্প্রীতির বদলে বিদ্বেষ ছড়াচ্ছে যেখানে কারও

সাথে ভালো সম্পর্ক থাকলেই চাকরী খেয়ে ফেলা যায়’, বলেন এ নিরাপত্তা বিশ্লেষক। চাকরিতে যোগদান আটকানোর বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা স্বীকার করে বলেন, পুলিশের তথ্য যাচাই-বাছাই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের অনেকের নামে মামলা আছে ফলে আমাদের এটা বেশী করে দেখতে হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সকাল না সন্ধ্যা- কখন হাঁটা বেশি উপকারী? যুবককে নির্যাতনের পর মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে একদিকে এনসিপির সমন্বয় সভা, অন্যদিকে দুই গ্রুপের সংঘর্ষ কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি স্থগিত নবীনগরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হলো ঢাকায় পারমাণবিক শক্তিতে চীন কীভাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন বিজ্ঞাপন দেখে ক্ষেপে গেলেন ট্রাম্প, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প–শি জিনপিং বৈঠক ৩০ অক্টোবর: হোয়াইট হাউস জনতা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ স্রোতের বাইরের শিল্পীদের নিয়ে কনসার্ট তরুণদের লাইফস্টাইলে ডিজিটাল হাব শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডসহ ৪-৬ স্তরের পদসোপান দাবি এবার মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন আ.লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ রাশেদের ‘গুরু মার’ মুম্বাইয়ে ২০টিরও বেশি সম্পত্তি শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের সাবেক সভাপতিকে গুলি