
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুমকি: রাজনৈতিক ঐক্যের ফাটল নাকি নতুন ষড়যন্ত্রের ছায়া?

মূলা, বেগুনসহ এনসিপিকে ফের ৫০টি প্রতীক বেছে নিতে সময় বেঁধে দিলো ইসি

ব্যস্ততার কারণে জামায়াতের নেতাকর্মীদের চাঁদাবাজির খোঁজ নিতে পারছেন না আমির শফিকুর

‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে ইনশাআল্লাহ’

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ

জামায়াতকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিতে ট্রাম্প-রুবিওকে পরামর্শ মাইকেল রুবিনের

এবার গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হাবিব
অবৈধ সরকারের পতন ছাড়া গণতন্ত্র ও আইনের সুশাসন সম্ভব নয়: বাংলাদেশ ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের বর্তমান অবৈধ সরকারের অধীনে বিচারব্যবস্থা ও আইনের শাসন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
সংগঠনটি বলেছে, “অবৈধ সরকারের প্রহসনের শাসন কিংবা ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর বিচারিক নৈরাজ্যের অবসান ঘটিয়েই আইনের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।”
বিবৃতিতে ছাত্রলীগ দাবি করে, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটে নিমজ্জিত। যারা ছাত্র-জনতার আন্দোলনের নামে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছে, তারাই আজ রাষ্ট্রকে ব্যর্থতার দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।
ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের দুঃশাসনে গণতন্ত্র, প্রগতিশীলতা, ধর্মনিরপেক্ষতা এবং আইনের সুশাসন আজ কেবল “আকাশ কুসুম কল্পনা” হয়ে দাঁড়িয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, বিচারব্যবস্থা আজ দখলদার সরকারের হাতের খেলনায় পরিণত হয়েছে।
ছাত্রলীগের বক্তব্যে উল্লেখ করা হয়, সাম্প্রতিক
রায়গুলো থেকে স্পষ্ট—এই সরকার কাদের স্বার্থ রক্ষা করছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দোষীদের বেকসুর খালাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত-শিবির সংশ্লিষ্ট আসামিদের মুক্তি দেওয়ার সমালোচনা করে ছাত্রলীগ বলেছে, “এই রায়গুলো বিচারব্যবস্থার অধঃপতনের স্পষ্ট প্রমাণ।” বিবৃতিতে আরও বলা হয়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ঘৃণ্য যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড বাতিল করা ৩০ লাখ শহিদের রক্তের প্রতি চরম অবমাননা। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে “প্রহসনের বিচার” চালানোর অভিযোগও তোলা হয়। ছাত্রলীগ অভিযোগ করে যে, একদিকে জঙ্গি ও সন্ত্রাসীরা বিচারিক প্রক্রিয়ায় মুক্তি পাচ্ছে, অন্যদিকে নিরীহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে। সংগঠনটি বলে, “এটি শুধু
অমানবিক নয়, বরং দেশের বিচার বিভাগের স্বাধীনতাকে বিশ্বের কাছে এক তামাশায় পরিণত করেছে।” বিবৃতির শেষে বাংলাদেশ ছাত্রলীগ এই “বিচারিক প্রহসন” ও “অবৈধ সরকারের গণবিরোধী অপতৎপরতার” তীব্র প্রতিবাদ জানিয়ে জানায়, ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তারা এই সরকারের পতন না হওয়া পর্যন্ত এবং দেশে প্রকৃত গণতন্ত্র ও আইনের সুশাসন পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
রায়গুলো থেকে স্পষ্ট—এই সরকার কাদের স্বার্থ রক্ষা করছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দোষীদের বেকসুর খালাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত-শিবির সংশ্লিষ্ট আসামিদের মুক্তি দেওয়ার সমালোচনা করে ছাত্রলীগ বলেছে, “এই রায়গুলো বিচারব্যবস্থার অধঃপতনের স্পষ্ট প্রমাণ।” বিবৃতিতে আরও বলা হয়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ঘৃণ্য যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড বাতিল করা ৩০ লাখ শহিদের রক্তের প্রতি চরম অবমাননা। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে “প্রহসনের বিচার” চালানোর অভিযোগও তোলা হয়। ছাত্রলীগ অভিযোগ করে যে, একদিকে জঙ্গি ও সন্ত্রাসীরা বিচারিক প্রক্রিয়ায় মুক্তি পাচ্ছে, অন্যদিকে নিরীহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে। সংগঠনটি বলে, “এটি শুধু
অমানবিক নয়, বরং দেশের বিচার বিভাগের স্বাধীনতাকে বিশ্বের কাছে এক তামাশায় পরিণত করেছে।” বিবৃতির শেষে বাংলাদেশ ছাত্রলীগ এই “বিচারিক প্রহসন” ও “অবৈধ সরকারের গণবিরোধী অপতৎপরতার” তীব্র প্রতিবাদ জানিয়ে জানায়, ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তারা এই সরকারের পতন না হওয়া পর্যন্ত এবং দেশে প্রকৃত গণতন্ত্র ও আইনের সুশাসন পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।