সার কারখানায় গ্যাসের দাম বাড়লো: কৃষকের উপর বয়ে আসতে পারে নতুন চাপ – ইউ এস বাংলা নিউজ




সার কারখানায় গ্যাসের দাম বাড়লো: কৃষকের উপর বয়ে আসতে পারে নতুন চাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ১০:২৪ 25 ভিউ
বাংলাদেশের সার উৎপাদন কারখানায় সরবরাহ করা গ্যাসের দাম ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি অনুষ্ঠিত করেছে। এই মূল্যসংশোধনের ফলে সারের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের উপর অতিরিক্ত চাপ পড়ার আশঙ্কা জাগিয়েছে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। যদিও সরকার দাবি করছে, সারের বাজারমূল্য অপরিবর্তিত রাখার জন্য সরকারি ভর্তুকির মাধ্যমে খরচ মেটানো হবে, তবু এর দীর্ঘমেয়াদি প্রভাব কৃষি খাতের উপর পড়তে পারে বলে মতামত জানানো হয়েছে।পেট্রোবাংলা এবং ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি (টিটাস, বাকরাবাদ, জালালাবাদ, কর্ণফুলীসহ) গত আগস্ট মাস থেকে বিইআরসিকে এই প্রস্তাব জমা দিয়েছে। বর্তমানে সার কারখানায় প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা, যা বাড়িয়ে ২৪ টাকা করার

পরামর্শ দেওয়া হয়েছে। এতে উৎপাদন খরচ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, “এই বৃদ্ধি দেশীয় গ্যাস উৎপাদন হ্রাস এবং আমদানি খরচ বাড়ার কারণে অপরিহার্য। গণশুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” গ্যাস সংকটের ফলে সার উৎপাদন ইতিমধ্যে ব্যাহত দেশের সার কারখানাগুলো গত এক বছরে গড়ে ১১৬ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস পেয়েছে, যা চাহিদার তুলনায় অনেক কম। ফলে কারখানাগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় সরকারকে বিলাসিতামূলক আমদানি করতে হয়েছে, যার খরচ বছরে হাজার কোটি টাকায় পৌঁছেছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) জানিয়েছে, “দেশীয় উৎপাদন আমদানির চেয়ে এখনও সাশ্রয়ী, কিন্তু গ্যাসের অভাবে কারখানাগুলো পুরোদস্তুর চলছে না।” সরকার এর সমাধান

হিসেবে ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধানী কূপ খননের পরিকল্পনা করেছে, যাতে গ্যাসের নতুন উৎস আবিষ্কৃত হয়। সারের দাম বাড়ার সম্ভাব্য প্রভাব: কৃষক এবং খাদ্য নিরাপত্তায় ঝুঁকিগ্যাসের দাম বৃদ্ধি সরাসরি সারের উৎপাদন খরচ বাড়াবে, যা বাজারমূল্যের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এতে ইউরিয়া এবং ডিএপি-এর মতো সারের দাম ২০-৩০ শতাংশ বাড়তে পারে, যা কৃষকদের উপর অতিরিক্ত বোঝা চাপাবে। কৃষি উপদেষ্টা লে. জেন (রিট.) এমএম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “গ্যাসের দাম যতই বাড়ুক না কেন, সারের দাম বাড়বে না। সরকার ভর্তুকি দিয়ে এটি নিয়ন্ত্রণ করবে।” তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, এই ভর্তুকির চাপ সরকারের বাজেটে পড়বে, যা অন্যান্য খাতে প্রভাব ফেলতে পারে।কৃষক নেতা আব্দুল্লাহ

আল মাহমুদ বলেন, “সারের দাম বাড়লে ধান-সবজির উৎপাদন খরচ বেড়ে যাবে। ফলে খাদ্যদ্রব্যের দামও উঠবে, যা সাধারণ মানুষের জন্য কষ্টের।” বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি সারের খরচ বাড়িয়ে কৃষি উৎপাদনশীলতা কমাতে পারে, যা বাংলাদেশের মতো খাদ্য আমদানি-নির্ভর দেশে খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। গত বছর সার আমদানিতে ১৭১৫ কোটি টাকা খরচ হয়েছে, এবং এই বৃদ্ধি চললে আমদানির ওপর নির্ভরতা আরও বাড়বে। সরকারের পরিকল্পনা: ভর্তুকি এবং নীতি পরিবর্তন কৃষি মন্ত্রণালয় নতুন সার নীতি প্রণয়ন করেছে, যাতে ডিলারদের মার্জিন কমিয়ে কৃষকদের কাছে সার সাশ্রয়ী রাখা যায়। সরকারি ভর্তুকির মাধ্যমে সারের দাম নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে বিস্তারিত জানানো হয়েছে, “সারের চোরাচালান রোধে

আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।” বিশেষজ্ঞরা মনে করছেন, এই মূল্যবৃদ্ধি গ্যাস খাতের ঘাটতি পূরণ করলেও কৃষি খাতের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি সমাধান দরকার—যেমন বিকল্প জ্বালানি বা গ্যাস অনুসন্ধান বাড়ানো। গণশুনানির ফলাফলের অপেক্ষায় সকলের চোখ রয়েছে বিইআরসির সিদ্ধান্তে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৯ বছর ধরে ইসরায়েলে বন্দি কে এই ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’? হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু, ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবেন জিম্মিরা নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে রেকর্ড বাতিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, দায়মুক্তি পাচ্ছেন আসামিরা ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল চসিকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অবশেষে উচ্ছেদ হলো আগারগাঁওয়ের ‘কেকপট্টি’ গাজা শান্তি চুক্তিতে সফলতার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি