বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি – ইউ এস বাংলা নিউজ




বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৮ 26 ভিউ
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না—এ নিয়ে জল্পনা কল্পনা রীতিমতো পুরোদমে চলছে। পুরো বিশ্বের মধ্যেই মেসিকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এই পরিস্থিতিতে অনেকের আশা ছিল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানাতে পারবেন মেসির খেলা না খেলা নিয়ে। তবে বিশ্বকাপজয়ী এই কোচ হতাশ করলেন জানালেন, এ বিষয়ে তিনি নিজে মেসির সঙ্গে কোনো আলোচনা করেননি। আসন্ন বুধবার ইকুয়েডরের বিপক্ষে শেষ বাছাইপর্বের ম্যাচে থাকছেন না মেসি। জাতীয় দলের হয়ে শেষ হোম ম্যাচ খেলার পর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন, যেখানে ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে খেলার প্রস্তুতি নিচ্ছেন। ফিটনেসকে অগ্রাধিকার দিয়ে জাতীয় দলের এই ম্যাচ এড়িয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রেস কনফারেন্সে স্কালোনি

বলেন, ‘এখন কোনো শতাংশে বলা ঠিক হবে না, কারণ আমিও জানি না। অনেক কিছু হতে পারে। আমাদের দলে মূল একটি গ্রুপ আছে, সেটি সবাই জানে। বাকি জায়গাগুলো নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। লিও সম্পর্কে বলতে গেলে—আমি তার সঙ্গে আলাদা করে কথা বলিনি। শুধু যা তিনি প্রকাশ্যে বলেছেন, সেটাই জানি। সিদ্ধান্ত নিতে তিনি সময় নেবেন।’ এটাই ছিল আর্জেন্টিনার বাছাইপর্বের শেষ সংবাদ সম্মেলন। স্কালোনি জানালেন, তিনি এখন কেবল বর্তমানকে নিয়ে ভাবছেন। ‘আমি সবসময় সামনের ম্যাচেই মনোযোগ দিই। ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে মনোযোগে ভাটা পড়ে। এখন আমাদের লক্ষ্য কালকের ম্যাচ আর সামনের প্রীতি ম্যাচগুলো।’ নিজের দায়িত্বকাল নিয়ে স্কালোনির অনুভূতি, ‘প্রথম দিন থেকেই আমরা একটা পরিচয় তৈরি

করতে চেয়েছিলাম—জার্সির প্রতি ভালোবাসা থেকে খেলতে হবে, বাধ্যবাধকতা থেকে নয়। সতীর্থদের প্রতি সম্মান, সঠিক মানসিকতা—এসবই আমাদের মূল লক্ষ্য ছিল। ট্রফি অবশ্যই আনন্দ বাড়িয়েছে, কিন্তু তার বাইরেও ছেলেরা আমাদের নির্ধারিত মূল্যবোধকে ধরে রেখেছে।’ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি কার্যত ফলাফলের দিক থেকে গুরুত্বহীন। ইতিমধ্যেই ৩৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে মেসি ছাড়া এই ম্যাচে দল কেমন করে, সেটিই হবে নজর কাড়ার মতো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালের মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ স্লোগানে উত্তাল মহাসড়ক পালাতে যাচ্ছেন অলি, ভারত সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসুর ভোটগ্রহণ শেষ পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী অলি নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার মহাসড়ক অবরোধে ২৩ কিলোমিটার যানজট নেপালে রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন টানা ৫ দিন ঝরতে পারে বৃষ্টি, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা বাংলাদেশ-ইন্দোনেশিয়া পেরিয়ে লঙ্কার আগুন পৌঁছল নেপালে রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ, মঙ্গলবার থেকে কার্যকর বহুল কাঙ্ক্ষিত ডাকসুর ভোট আজ আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী বাইরু ফুটপাতের লাল প্যাকেট মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি শেষ সময়ে ডাকসু নির্বাচনের ৬ প্রার্থীকে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার ব্যালটে ‘ক্রস চিহ্ন’ এঁকে ভোট, ভাঁজ করতে মানা ডাকসু নির্বাচনে কারা জিতবেন, সমীকরণ দিলেন তাজনুভা