মোদি-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাতেই নিশানায় আমি: রাহুল – U.S. Bangla News




মোদি-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাতেই নিশানায় আমি: রাহুল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ৭:২৬
লোকসভায় সদস্য পদ হারানোর পর প্রথম সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, 'মোদি-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাতেই আমাকে নিশানা করা হয়েছে।' সাবেক কংগ্রেস সভাপতি রাহুল প্রশ্ন তুলেছেন দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আদানিদের ঘনিষ্ঠ চীনা শিল্প সংস্থার ‘অংশগ্রহণ’ নিয়েও। রাহুল সংবাদ সম্মেলনে বলেন, 'মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরই তার সফরসঙ্গী আদানির ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলাম। এর পর দেশের বিভিন্ন বিমানবন্দরের লিজ় নিয়ম-বহির্ভূতভাবে আদানিকে দিয়ে দেওয়া হয়।' মোদির সঙ্গে আদানির সম্পর্ক বহু পুরনো বলে উল্লেখ করেন লোকসভায় বিরোধী দল কংগ্রেসের এই নেতা। সাংবাদিকদের সামনে রাহুল মন্তব্য করেন, 'আমি জানি না উনি

(আদানি) কোথা থেকে এসে জুটলেন।' রাহুল বলেন, 'আদালতের রায়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লোকসভায় আমার সদস্য পদ খারিজ করা হয়েছে। কিন্তু দেশের স্বার্থে আমি লড়াই চালিয়ে যাব। আমি যে ভয় পাই না, ওরা (বিজেপি) এত দিনেও সেটা বুঝতে পারেনি।' মোদির পদবি নিয়ে 'আপত্তিকর' মন্তব্যের জেরে বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাত জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় রাহুলের সদস্য পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে রাহুলের দাবি, 'প্রধানমন্ত্রী আমার সংসদে পরবর্তী বক্তৃতা নিয়ে ভীত ছিলেন। তাই এমন করা হল।' ব্রিটেন

সফরে গিয়ে তিনি ‘দেশকে অপমান’ করেছেন বলে বিজেপি শিবিরের যে অভিযোগ তা নস্যাৎ করে রাহুল বলেন, 'আমি দেশবিরোধী কোনো মন্তব্য করিনি। তাদের (বিজেপি) সমস্যা হলো, আদানির অপমানকে তারা দেশের অপমান ভাবেন।' শনিবার সংবাদ সম্মেলনে রাহুল বলেন, 'আমি পার্লামেন্টে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে দেওয়া হয়নি। কথা বলতে চেয়ে দুইবার চিঠি দিয়েছি, স্পিকারের সঙ্গে দেখাও করেছি; কিন্তু বলার সুযোগ পাইনি।' প্রসঙ্গত, লন্ডন থেকে ফিরে গত বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে ঢোকার আগে রাহুল বলেন, 'আমি (লন্ডনের আলোচনা সভায়) ভারতবিরোধী কিছু বলিনি। যদি সুযোগ দেওয়া হয়, তবে পার্লামেন্টের ভেতরেও সেই কথা বলব।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রীলঙ্কায়ও ইন্ডিয়া আউট আন্দোলনের ডাক পাকিস্তানি সাদিক খান টানা তৃতীয়বার লন্ডনের মেয়র নির্বাচিত আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘাত এখন প্রকাশ্যে ডাকাত দলের নারী সদস্যসহ গ্রেফতার ১২, অস্ত্র উদ্ধার পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত তীব্র দাবদাহে নষ্ট হচ্ছে ওষুধ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস, ঘোষণা যে কোনো সময় বাড়লো সোনার দাম ভয়ংকর ‘সাইকোপ্যাথ’ মিল্টন সমাদ্দার তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে শাহজালালে মধ্যরাতে দরজা ভেঙে নারীর কক্ষে ঢুকল ৭ পুলিশ! আরব আমিরাতের গোল্ডেন ভিসার জন্য বিবেচিত শাকিব খান যেভাবে বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে সৌদি আরব গেল রোহিঙ্গা রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক অমানবিক: জিএম কাদের শিখ নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৩ ভারতীয় রাশিয়াকে হারাতে ইউক্রেনকে বছরে ৩৭৫ কোটি ডলার দেবে যুক্তরাজ্য বিপুল নকল ওরস্যালাইনসহ ৩ প্রতারক গ্রেফতার তরুণীর প্রেমের ফাঁদে পা দিয়ে সর্বস্ব তরুণরা চলন্ত ট্রাকে ড্রাইভারের মৃত্যু, অতঃপর… ৬০ ছুঁইছুঁই শাহরুখ ক্লান্ত, চাইছেন বিশ্রাম