সাংবাদিক বুলুর মৃত্যু ঘিরে সামনে এলো ‘ভিডিও’, বাড়ছে রহস্য – ইউ এস বাংলা নিউজ




সাংবাদিক বুলুর মৃত্যু ঘিরে সামনে এলো ‘ভিডিও’, বাড়ছে রহস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৮ 21 ভিউ
খুলনায় জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামানের মৃত্যুর ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—সে বিষয়ে প্রশ্ন উঠেছে। স্বজনদের দাবি, বুলুকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে এখনই কিছু বলা যাচ্ছে না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বুলুর লাশ উদ্ধারের আগে রূপসা সেতুতে এক নারীর সঙ্গে দেখা গেছে তাকে। ওই নারীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে বুলুকে সেতু থেকে নিচে লাফ দিতে দেখা যায়। ভিডিও ফুটেজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ডের একটি সূত্র। ভিডিও ফুটেজের বরাত দিয়ে কোস্ট গার্ডের ওই সূত্র জানায়, রোববার দুপুরে রূপসা সেতুর ওপরে ঘোরাঘুরি করতে দেখা গেছে সাংবাদিক বুলুকে। এ সময় তার সঙ্গে এক নারী ছিলেন। তাদের দুজনকে ঝগড়া করতে দেখা গেছে। একপর্যায়ে

বুলু সেতু থেকে নিচে লাফ দেন। ওই নারী তখন চিৎকার-চেঁচামেচি করে লোক ডাকেন। এই ঘটনার পর থেকে ওই নারীকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, ওয়াহেদ-উজ-জামান তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন। মেজো ভাই সড়ক দুর্ঘটনায় কয়েক বছর আগে মারা যান। ছোট ভাই আনিছুজ্জামান দুলু ঢাকায় ব্যবসা করেন। খুলনার শিববাড়ি মোড়ের ইব্রাহিম মিয়া রোডে তাদের পৈতৃক বাড়ি থাকলেও সেটি চার বছর আগে বিক্রি করা হয়। এরপর ওয়াহেদ-উজ-জামান সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি নিঃসন্তান ছিলেন। প্রায় চার মাস আগে তার স্ত্রী নিখোঁজ হন। ১ সেপ্টেম্বর থেকে বাগমারা এলাকায় নতুন বাসায় ওঠার কথা ছিল তার। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক

অশান্তির কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বুলু। তার প্রথম স্ত্রী এলিজা পারভীন গত ১১ মে সকালে ঘর থেকে বেরিয়ে যান। এখনো তার খোঁজ মেলেনি। জানা গেছে, প্রায় এক বছর আগে তানিয়া সুলতানা নামের ডুমুরিয়ার এক নারীকে বিয়ে করেন বুলু। সেই স্ত্রীর সঙ্গে তার বিরোধ ছিল। পরে মোটা অঙ্কের টাকা দিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। ছোট ভাই আনিছুজ্জামান দুলু বলেন, ‘শনিবার রাতে আমার সঙ্গে শেষবার কথা হয়েছে। আমার কাছে এটা হত্যা মনে হচ্ছে। একটা ফোন তো অন্তত করবে বা একটা মেসেজ তো করবে যে ভাই আমার আর ভালো লাগছে না। সুস্থ একজন মানুষ হঠাৎ করে এভাবে মারা যেতে পারে না।’ তিনি আরও

জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর মন খারাপ থাকত তার। তবে কারও সঙ্গে শত্রুতা বা অন্য কোনো বিষয়ে আমাদের জানা নেই। শুনেছি সেতুর ওপর কারও সঙ্গে তার কথাকাটাকাটি হচ্ছিল। এরপর তাকে ঝাঁপ দিতে দেখেছে সেখানকার একজন কর্মী। নিহতের শ্যালকের স্ত্রী নুরনাহার পারভীন জানান, আমাদের ননদ নিখোঁজ হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন। কান্নাকাটি করতেন, খাওয়া-দাওয়া ঠিকমতো করতেন না। এ জন্য আমরা তাকে আমাদের কাছে থাকতে বলেছিলাম। তবে তিনি আত্মহত্যা করতে পারেন বলে বিশ্বাস করি না। বাসা থেকে সুস্থ মানুষ বের হয়েছিল। আমরা হত্যা বলেই মনে করছি। আমরা চাই পুলিশ ভালোভাবে তদন্ত করুক। পুলিশ বলছে, সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

তবে এই মৃত্যু আপাতত রহস্যজনক হিসেবে দেখা হচ্ছে। রূপসা সেতু এবং এর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এ ছাড়া উদ্ধার করা মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তের পর রহস্য উন্মোচন করা হবে। নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খুলনার রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেসমেন্ট থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজন ও

ঘনিষ্ঠজনেরা তার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলছেন, কেউ কেউ ‘আত্মহত্যার প্ররোচনা’ আখ্যা দিয়েছেন। রহস্যজনক এ মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে খুলনার সাংবাদিক সমাজ। জ্যেষ্ঠ সাংবাদিক বুলু দৈনিক বঙ্গবাণী পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবি, দৈনিক প্রবাহ পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সিনেমায় মৌরী মাহদী এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ ফার্স্ট সিকিউরিটির ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪০০ ছাড়াল কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা কারাগারে রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান হবে: শিক্ষা উপদেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী চীন ও রাশিয়া: শি জিনপিং চার বছরের জন্য কৌশলগত চুক্তি করল তাস ও সিনহুয়া বিয়ের দাবিতে পাকিস্তানি ইনফ্লুয়েন্সারকে অপহরণচেষ্টার অভিযোগ হৃদরোগের ঝুঁকি বাড়ায় মুখের ব্যাকটেরিয়া: গবেষণা শোবিজে হেনস্তার শিকার, অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ বছর বছর ঝিমোচ্ছে ১২১ প্রকল্প সাংবাদিক বুলুর মৃত্যু ঘিরে সামনে এলো ‘ভিডিও’, বাড়ছে রহস্য এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যে জেলায় ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি