ইউনূস সরকারের ব্যর্থতায় অচল ব্যাংকিং খাত: গ্রাহকদের ন্যূনতম টাকা দিতে পারছে না অন্তত ৬ ব্যাংক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫
     ১০:১২ পূর্বাহ্ণ

ইউনূস সরকারের ব্যর্থতায় অচল ব্যাংকিং খাত: গ্রাহকদের ন্যূনতম টাকা দিতে পারছে না অন্তত ৬ ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ১০:১২ 176 ভিউ
ইউনূস সরকারের অদক্ষতা ও ভঙ্গুর নীতির কারণে দেশের ব্যাংকিং খাত আজ ভয়াবহ সংকটে। গ্রাহকরা ব্যাংকে টাকা রেখেও নিজের অর্থ তুলতে পারছেন না—এমন পরিস্থিতি স্বাধীনতার পর আর কখনো দেখা যায়নি। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বশির আহমেদ (ছদ্মনাম) এক্সিম ব্যাংকের ধানমন্ডি শাখায় ২০২৩ সালে প্রায় ১৫ লাখ টাকা জমা রেখেছিলেন। সম্প্রতি ওমরা হজ পালনের উদ্দেশ্যে তিনি তিন লাখ টাকা তুলতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সর্বোচ্চ ৩ হাজার টাকা দেওয়া সম্ভব। ক্ষুব্ধ গ্রাহক খালি হাতে ব্যাংক থেকে ফিরে আসেন। সোশ্যাল ইসলামী ব্যাংকেও একই অবস্থা। কোনো এটিএম বুথে টাকা নেই, শাখায় সর্বোচ্চ ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। এমনকি ব্যাংকের কর্মচারীরাও মাসের পর মাস বেতন পাচ্ছেন না। বর্তমানে শুধু

এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক নয়, একই ধরনের সংকটে পড়েছে আরও চারটি বেসরকারি ব্যাংক। অর্থাৎ অন্তত ছয়টি ব্যাংকে গ্রাহকেরা নিজের টাকাই তুলতে পারছেন না। কোথাও এটিএম বুথ সম্পূর্ণ অচল, কোথাও শাখা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকার বেশি দেওয়া হচ্ছে না। এটিএম বুথ থেকে তোলা যাচ্ছে না কোন টাকা। কর্মচারীরাও নিয়মিত বেতন পাচ্ছেন না। ফলে একদিকে গ্রাহকরা দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ভেঙে পড়ছে দ্রুত। অর্থনীতিবিদরা বলছেন, শেখ হাসিনার আমলে ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ থাকলেও সাধারণ গ্রাহকেরা নিয়মিত তাদের টাকা তুলতে পেরেছেন। দৈনন্দিন জীবনযাত্রা বা ব্যবসা-বাণিজ্যে এই ধরনের নগদ অর্থ সংকট

কখনো তৈরি হয়নি। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় দখলের পর পরিস্থিতি এমন পর্যায়ে নেমেছে যে, ব্যাংক কার্যত অর্থহীন হয়ে পড়েছে। ইউনূস সরকার শুরু থেকেই দাবি করে আসছে যে তারা ব্যাংকিং ব্যবস্থা সংস্কার করবে এবং শেখ হাসিনার সরকারের দুর্নীতি উন্মোচন করবে। কিন্তু বাস্তবে তারা ব্যাংক খাত সচল করতে ব্যর্থ হয়েছে, পাশাপাশি আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সুনির্দিষ্ট কোনো প্রমাণও দেখাতে পারেনি। ফলে ইউনূস সরকারের বক্তব্য এখন কেবল ফাঁকা বুলি হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন— “শেখ হাসিনার সময় ব্যাংকগুলোতে নানা অনিয়ম ছিল, তবে মানুষ অন্তত নিজের টাকা তুলতে পারত। এখনকার সরকার ব্যাংক খাতকে পুরোপুরি অচল করে ফেলেছে, অথচ কারও

দুর্নীতির প্রমাণও দেখাতে পারছে না।” ব্যাংকে টাকা রেখেও গ্রাহকরা তা তুলতে পারছেন না— এমন পরিস্থিতি মানুষের মধ্যে গভীর হতাশা ও আতঙ্ক তৈরি করেছে। ব্যবসায়ীরা বলছেন, নগদ অর্থ না পেলে তারা পণ্য আমদানি করতে পারবেন না, ফলে বাজারে ঘাটতি তৈরি হবে। সাধারণ গ্রাহকরা বলছেন, চিকিৎসা, পড়াশোনা বা ধর্মীয় ব্যয় মেটানোই এখন অনিশ্চিত। অর্থনীতিবিদরা সতর্ক করছেন—যদি সরকার দ্রুত তারল্য সংকট সমাধান করতে না পারে, তবে ব্যাংকিং খাত ভেঙে পড়বে। এর প্রভাব পড়বে বিনিয়োগ, কর্মসংস্থান ও পুরো অর্থনীতিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট ফার্স্ট হয়েও নিয়োগ পেলেন না শিবাশ্রী, তৃতীয় হয়েও শিক্ষক হলেন ভিসির মেয়ে! জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া ‘স্বৈরাচার’ তকমা মানতে নারাজ; শেখ হাসিনার পক্ষে আবেগঘন বক্তব্য এক ব্যক্তির শাহরিয়ার কবিরের প্রতি ‘অমানবিক আচরণ’ ও বিচারহীনতা: অন্তর্বর্তী সরকারের জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’ আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ‘আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দোসর’—বিক্ষুব্ধ জনতার আক্ষেপ সেনা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, স্বাধীনতার চেতনা রক্ষার সময় এসেছে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প