
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

দোয়ারাবাজারে ১৭৩ বোতল বিদেশি মদসহ র্যাবের জালে মাদক কারবারি

ফেঁসে যাচ্ছেন রাজউকের ‘অথরাইজড অফিসার’

ছয় এয়ারের কাছে পাওনা ২১২৬ কোটি টাকা

ঢাকা–ইসলামাবাদের ঘনিষ্ঠতা: দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ, উদ্বেগে নয়াদিল্লি

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ বুয়েটের

শিক্ষার্থীদের যমুনায় যেতে বাধা দেওয়ায় আট পুলিশ সদস্য আহত

৩ দিনে ৩৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
চীনা নাগরিকের ওয়ালেট চুরি, গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলো সাব্বির (১৯) ও মো. অন্তু (২৭)।
বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত ১৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত চোরচক্র এক চীনা পর্যটকের ওয়ালেট চুরি করে। ওই ওয়ালেটে নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার এবং পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড ছিল। এ ঘটনায় ভুক্তভোগী পর্যটকের বন্ধু জিন্নাতুলের অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় মামলা করা হয়।
তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ
বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। এরপর ২১ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে বুধবার (২৭ আগস্ট) মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে আরেক অভিযুক্ত অন্তুকেও গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশের তথ্যমতে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। এরপর ২১ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে বুধবার (২৭ আগস্ট) মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে আরেক অভিযুক্ত অন্তুকেও গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশের তথ্যমতে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।