উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত – ইউ এস বাংলা নিউজ




উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:২২ 74 ভিউ
উজানে ভারত, নেপাল ও হিমালয়ের পাদদেশে বর্ষা জোরালো হয়ে উঠেছে। এসব অঞ্চলের বহু এলাকায় গত বুধবার থেকে শুরু হয়েছে অতিবৃষ্টি। দেশের ভেতরেও উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর এবং উত্তর-পূর্বের সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে দেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। অভিন্ন নদনদীর উজানে অতিবর্ষণ এবং পাহাড়ি ঢল বাংলাদেশে বন্যার প্রধান কারণ হিসেবে কাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, তিস্তা ও দুধকুমারের পাশাপাশি ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানিও বাড়ছে। ফলে নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পদ্মা ও যমুনা তীরবর্তী জেলাগুলোরও কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ, তলিয়ে

গেছে বহু ফসলি জমি। এদিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে, যা বন্যা পরিস্থিতিকে জটিল করতে পারে। পাউবো জানিয়েছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে বৃহস্পতিবার দুপুরে নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিকেলে কিছুটা কমে ১৫ সেন্টিমিটার দাঁড়ায়। এর আগে বুধবার সকালে পানি প্রথমে বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপরে ওঠে, পরে কমে আবার বেড়ে যায়। ফলে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি। এ পরিস্থিতিতে নদীপাড়ের মানুষ বাড়িঘর, গবাদি পশু ও ফসল রক্ষায় ব্যস্ত। অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। আবার

কেউ মাচা তুলে কিংবা নৌকায় ভাসমান দিন কাটাচ্ছেন। ডুবেছে সবজি, পাটক্ষেত ও রোপা আমনের বিস্তীর্ণ জমি। স্থানীয়দের অভিযোগ, উজানে ভারতের গজলডোবা ব্যারাজ খুলে দিলে প্রতি বছর এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়। কলেজ শিক্ষক আতাউর রহমান বলেন, ত্রাণ দিয়ে নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া আমাদের স্থায়ী সমাধান নেই। লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এক হাজার ৮০০ পরিবারকে সরকারি সহায়তা হিসেবে ২৩০ টন চাল ও ৭০০ টন শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। হাতীবান্ধা উপজেলায় রান্না করা খিচুড়ি বিতরণের ব্যবস্থাও করা হয়েছে। উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে তিস্তা, ধরলা,

ব্রহ্মপুত্রসহ জেলার সব নদনদীর পানি বাড়ছে। রাজারহাট, উলিপুর ও সদর উপজেলার নদীপাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। পাউবো কুড়িগ্রাম জানিয়েছে, ভাঙনকবলিত ৩০টি পয়েন্টের মধ্যে ২০টিতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী দুদিন ভারী বর্ষণ ও ঢল অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয় বন্যায় প্লাবিত হওয়ায় আট দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের রাস্তাঘাট, গ্রাম ও বিদ্যালয়ের চারপাশে পানি জমে শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। পাউবো জানিয়েছে, তিন দিনের মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করতে

পারে। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বেড়েছে। যদিও এখনও বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার নিচে আছে, তবে চারটি ইউনিয়নের প্রায় ৪৩ হাজার পরিবার পানিবন্দি। তলিয়ে গেছে অধিকাংশ রাস্তাঘাট ও এক হাজার হেক্টর ফসলি জমি। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানিয়েছেন, খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত দ্বিতীয় সড়ক সেতুর পশ্চিম তীরে বাঁধের প্রায় ৬০ মিটার এলাকা ধসে পড়েছে। বাঁধে প্রায় ৭০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট-রংপুর আঞ্চলিক সড়কসহ আশপাশের তিন গ্রামের হাজারো পরিবার। বন্যা পূর্বাভাস

ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বাড়ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত-শিবিরের খুনি চক্র বেকসুর খালাস: রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার রায়ে ক্ষোভ ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনার দাবি তাজুলের ইতালিতে ড. ইউনূসের অপ্রয়োজনীয় সফর: বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ নিয়ে সমালোচনার ঝড় পাকিস্তানের বিমান হামলার জবাব দিলো আফগানিস্থান: ১৫ পাকি সেনা হত্যা হিউম্যান রাইটস ওয়াচ এবং বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের যৌথ প্রযোজনায় মানবাধিকার লংঘন সন্ত্রাসী গোষ্ঠী আরসা এবং আরএসওকে মদদ দিচ্ছে বিজিবি: বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মির হুঁশিয়ারি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বনাম অংশগ্রহণমূলক নির্বাচন: পার্থক্য কী? যাচ্ছে না থামানো অর্থনীতির ধস: রপ্তানি আয়ে টানা পতন, দিশেহারা খাত সংশ্লিষ্টরা ভারতীয় ট্রাক ঢোকার পরে একশো’র নিচে নামলো ৫০০ টাকার কাঁচামরিচ আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে’ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪১৩ ‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে ইনশাআল্লাহ’ উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও গেল উল্টে