মেঘনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫
     ১১:২৫ অপরাহ্ণ

মেঘনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ১১:২৫ 107 ভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকায় মেঘনার শাখা নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে ঝাউচর গ্রামে নানার বাড়িতে মা মিমের সঙ্গে বেড়াতে এসে নিখোঁজ হয়। মৃত রিজভী হোসেন (৩) উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদি আরব প্রবাসী রিপন মিয়ার ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রিজের নিচে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল (বৃহস্পতিবার) বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পেছনে বালুর মাঠে খেলা করতে গিয়ে মেঘনার শাখা মারীখালি নদীতে পড়ে শিশু রিজভী হোসেন নিখোঁজ হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়ার ফায়ার সার্ভিসের একটি দল (ডুবুরির দল) সন্ধ্যা ৭টা থেকে

রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও শিশুটির কোনো খোঁজ পায়নি। এদিকে মেঘনার শাখা নদী থেকে শিশু রিজভীর লাশ উদ্ধার করে বাড়িতে নেওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার প্রবাসী রিপন মিয়ার শিশুসন্তান রিজভী একই ইউনিয়নের ঝাউচর গ্রামে তার নানার বাড়িতে মা মিম আক্তারের সঙ্গে বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকালে সে নানার বাড়ির পার্শ্ববর্তী ঝাউচর শাহী মসজিদের পেছনে বালুর মাঠসংলগ্ন এলাকায় খেলতে গিয়ে মেঘনার শাখা নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু

করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত পানিতে অনেক খোঁজাখুজির পরও রিজভীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকালে শিশুটির পরিবারের লোকজন ইঞ্জিনচালিত নৌকাযোগে নদীতে শিশুটির সন্ধান বের করতে কাজ শুরু করে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রিজের নিচে নদীতে ভাসমান লাশ উদ্ধার করে। বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি কেউ তাদের অবহিত করেনি। পানিতে ডুবে কেউ মারা গেলে অভিযোগ না থাকলে সামাজিকভাবে লাশ দাফন সম্পন্ন করতে পারবেন। নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী বলেন, তাদের টিম বৃহস্পতিবার রাতে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালানোর পরও শিশুটির সন্ধান বের করতে পারেনি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ভেসে

যাওয়ার কারণে শিশুটিকে নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়নি। শুক্রবার সকালে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্তিযোদ্ধাদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি জান্তারা ক্ষমতার লোভে ইতিহাস স্বীকারের ভান: জামায়াতের ‘ক্ষমা’ নয়, এটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে বিজয় দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসের দিন জামায়াত আমিরের অভিনব প্রতারণা ট্রল ও গালিগালাজের শিকার হয়ে যা বললেন শুভশ্রী বিজয় দিবসে মোদির টুইট, একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক কুয়াশা ও শুষ্ক আবহাওয়া থাকবে কয়দিন? জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয় রুপির রেকর্ড দরপতন বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে অবিনশ্বর বিজয় দিবস ২০২৫ নয় মাস মুক্তিযুদ্ধের পর যেদিন বিজয়ের সূর্য হেসেছিল বাংলার আকাশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ!